Ameen Qudir

Published:
2016-12-06 16:06:32 BdST

বৃক্ষহাত লিখতে পারে: মিডিয়ায় দূরবীনেও সে খবর পাবেন না


  

ডা. অঞ্জলি
____________________


নিজের ডিউটির ফাঁকে বৃক্ষমানব আবুল বাজনদারের এখনকার অবস্থা দেখতে গিয়েছিলাম।
গিয়ে মনটা প্রশান্তিতে ভরে উঠল। দেখলাম , বাজনদার তার ডানহাতে সুন্দর লিখতে পারছে। লিখতে পেরে সে নিজেও অবাক। কোনদিন নাকি ভাবে নাই, এই রকম মিরাকল ঘটবে।
একটু লেখে। আর খুশিতে মিটি মিটি হাসে। সে হাসিতে আছে আন্তরিকতা; শ্রদ্ধা অার কৃতজ্ঞতা।

তার এই হাতেই গজিয়েছিল গাছের মত ভয়াবহ কুৎসিত শিকড়। সেসবের নাম গন্ধ নাই হাতে।
আবুল বাজনদারের খুশি দেখে আমার মনটাও খুশিতে ভরে উঠল।

অামরা ভারতের ডা.দেবী শেঠীর মহান মানবিকতা নিয়ে কত ভক্তি শ্রদ্ধায় অবনত হই। মিডিয়ায় দেবী শেঠী সাক্ষাৎ ভগবান।
অখচ ঢাকাতেই আছে সাক্ষাৎ ঈশ্বর ডা. অধ্যাপক সামন্তলাল সেন। তাকে নিয়ে কোন মাতামাতি নাই।
তিনি একটার পর একটা মিরাকল ঘটিয়ে দেখাচ্ছেন। অসহায় গরীব রোগীদের চিকিৎসার দায়িত্ব , খরচ পাতি দিচ্ছেন। কই তাকে নিয়ে বাংলাদেশী মিডিয়ায় কোন লেখালেখি নেই। তিনি যেন সামান্য মেডিকেল কর্মচারী মাত্র। অদ্ভুত আমাদের মানসিক দৈন্যতা।
সামন্তলাল স্যারের এত বড় কাজ, কই কে সেকথা লিখছে। আবুল যে লিখতে পারছে , সেটা ঢাকার মিডিয়ায় দূরবীন দিয়ে খুঁজুন; মাইক্রোস্কোপ দিয়ে তালাশ করুন; বাটি চালান দেন; কোন লেখা পাবেন না।
ঈশ্বর না করুন, কোন রুগীর যদি সামান্য সমস্যা হয়; তখন দেখবেন কিভাবে মিডিয়া বাজনা বাজায়।

যাই হোক, আবুল বাজনদার খুবই ভাল আছে। তার কোন সমস্যা হচ্ছে না নতুন করে। সে লিখতে পারছে । আশা করা যায় , অন্য হাতও দ্রুত কার্যক্ষম হবে।

__________________

ডা. অঞ্জলি । ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে কর্মরত।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়