Ameen Qudir

Published:
2016-11-29 16:49:05 BdST

আমি খাদিজা বলছি


 

 

 

আমি খাদিজা বলছি । আমি এখন হাসতে পারি। আমি ভাল আছি।
আল্লাহর অসীম রহমতে আমি ভাল হয়ে উঠছি।
ডাক্তাররা আমার জন্য জানপরান দিয়ে পরিশ্রম করেছেন, তাদের জন্য আমার কৃতজ্ঞতার সীমা নাই।


আপনাদের দোয়ায় সুস্থ আছি, ভালো আছি। দোয়া করবেন যেন ভালো থাকি, সম্পূর্ণ সুস্থ হয়ে উঠতে পারি।
ডাক্তাররা বলেছেন, আমার অবস্থা এখন ভাল। আমি আস্তে আস্তে সুস্থ হয়ে উঠব।


আমার শরীর স্বাস্থ্যের অনেক ক্ষতি হয়েছে। এখন আমার আরও সুচিকিৎসা দরকার।
আল্লার রহমতে সেসবের ব্যবস্থাও হয়েছে।


শুনেছি, সারা দেশের মানুষ আমার জন্য কেঁদেছেন।দোয়া করেছেন । তাদের ভালবাসাই আমাকে বাঁচাতে পেরেছে। সকলের কাছে কৃতজ্ঞতা জানাই। আমি কল্পনাও করি নাই আমি এত ভালবাসা পাব।

আপনাদের ভালবাসা, দোয়া আর ডাক্তারদের কঠিন চেষ্টাই আমাকে মৃত্যুর দুয়ার থেকে বাঁচিয়েছে।



ওনাদের ( ডাক্তারদের ) পরামর্শ অনুয়ায়ী আমাকে ফিজিওথেরাপি দেওয়া হবে। এজন্য আরেক হাসপাতালে নেয়া হবে।


সবাই আমার জন্য দোয়া করবেন।
আমাকে যে ভালবাসা দিয়েছেন, তা যেন সংসারের সকল মা বোনের প্রতিও অব্যাহত রাখেন , এই কামনা করি।
___________________________

 

( সোমবার তাকে সাভারে সি আরপিতে নেয়া হয়। সেখানে তাকে ফিজিওথেরাপি দেয়া হবে। বিশেষজ্ঞরা খুব আশাবাদী , কয়েক মাসের মধ্যে তাকে সুস্থ জীবনে ফিরিয়ে আনা যাবে । সোমবার অনেকটা সুস্থ অবস্থায় তিনি স্কয়ার হাসপাতাল ছেড়ে যান হাসি মুখে। এসময় চিকিৎসকগন তার পাশে ছিলেন। তারা হাসিমুখে তাকে বিদায় দেন। আগামীতে কোন ধরণের দরকারে তাকে সহযোগিতা করা হবে ।

খাদিজা হাসিমুখে ডাক্তারদের সাথে কথা বলেন।
একজন গুণী চিকিৎসক ডাক্তার প্রতিদিনের জন্য খাদিজার কথাগুলো শুনে পাঠকদের জন্য টুকে রাখেন। সেসব কথাই হুবহু খাদিজার বয়ানে পরিবেশন করা হল। চাকুরিবিধিজনিত সীমাবদ্ধতায় বয়ানসংগ্রহকারী ডাক্তারের নাম্ উল্লেখ করা হল না।

ডাক্তার প্রতিদিন টিম খাদিজা ও সংশ্লিষ্ট ডাক্তারের প্রতি বিশেষ কৃতজ্ঞতা প্রকাশ করছে।

সিআরপিতে খাদিজার জন্য ছয় সদস্যের মেডিকেল টিম গঠন হয়েছে। টিমের প্রধান ডা. সাঈদ উদ্দিন বলেন, তিন মাসের পরিকল্পনা করে তাঁকে চিকিৎসা দেওয়া হবে। )

 

ছবি :  সংগ্রহ।

আপনার মতামত দিন:


মানুষের জন্য এর জনপ্রিয়