Saha Suravi
Published:2024-11-13 11:14:52 BdST
শিক্ষার সাথে সাথে গবেষণা ক্ষেত্রে গুরুত্ব ও নতুন উপলব্ধি সময়ের দাবি
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
_______________________
বিজ্ঞানের গবেষণায় একটি নতুন মাত্রা এসেছে কেবল সমসাময়িক বিশ্বে ই নয় , এসেছে হাল আমলের বেশ আগে থেকে।
এজন্য বিজ্ঞানের নানা শাখায় যে সব কাজ হয়েছে তা অনেকটাই বিজ্ঞানের ধারাবাহিক গবেষণা আর সূত্র ধরে ধরে এক তুংগ সময়ে একটি আশ্চর্য উদ্ভাবন বা আবিষ্কার । 'কিছু কাল ধরে বিজ্ঞানের নানা শাখায় নোবেল পাবার যে চিত্র তা অনুসরণ করলে তথ্যটি পরিষ্কার হয়ে আসবে ।
এখন আইনস্টাইন নিউটন পিথাগরাস আরকিমিডিস এদের মত আবিষ্কার এখন তেমন হয়না ,হয় সমন্বিত উদ্যোগে ।
আর এদেশে গবেষণার যে বিচ্ছিন্ন প্রয়াস তা ও খুব ন্যুন তা আমাদের কে অনেকটা পিছিয়ে দিচ্ছে ।
আর এর এই ট্রাডি শন সমানে চলিতেছে গবেষণার ক্ষেত্রে প্রণোদনা আর উৎসাহের অভাব দৃশ্যমান আর সেই ধারাবাহিকতা আর গবেষণার প্রসারের ক্ষেত্রে দেশের অনুজ্জল উপস্থিতি প্রকট হয়েছে আর সে জন্য যারা নীতি প্রনয়ন করেণ তাদের দায় বেশি আর তারা সাহস আর সত্য বলার জন্য দাড়াতে পারেন নি যারা বলতে গেছেন তারা অবহেলিত আর অগ্রাহ্য হয়েছেন তাই শিক্ষার সাথে সাথে গবেষণা ক্ষেত্রে এক নতুন উপলব্ধি সময়ের দাবি।
আপনার মতামত দিন: