Saha Suravi
Published:2025-01-28 10:10:53 BdST
Delusional Disease গুলো Diagnosis"প্রেগন্যান্ট ওয়াইফকে দেখে মাতৃত্বের মত অনুভূতি পান: পেটে কিছু নড়াচড়ার অস্তিত্বও পান"
ডা সোমেন দাশ
এফ.সি.পি.এস( মেডিসিন)
_______________________
Delusion মানে ভুল ভাবা / ভুল বিশ্বাস করা আর Illusion মানে ভুল দেখা। আজকে কিছু Delusion নিয়ে গল্প বলি।
আজকে চেম্বারে এক রোগী আসল, তার সারা শরীরে কোন একটা পোকা নাকি হাটে, শুধু রাতে এই পোকা দেখা যায়, দিনের বেলা দেখা যায়না৷ এই পোকা তার রক্ত খেয়ে ফেলছে দেখে রোগী দিন দিন দূর্বল হয়ে পড়ছে৷ মনে মনে ভাবলাম এইটা আবার কি জিনিস!!! রোগটা সেদিন ধরতে পারিনি তবে আজকের পোস্টের পরে আপনারা পারবেন বলেই আমার বিশ্বাস।
#Capgras_Syndrome : রোগী যখন কোন আত্মীয় স্বজন বন্ধু বান্ধব কারো সাথে দেখা হয় তখন ভাবে এই আত্মীয় / বন্ধুটা আসল মানুষের মত দেখতে নকল কেউ /Duplicate, আসল মানুষ না। ফলে সে সহজে মিশতে পারেনা। সন্দেহ করতে থাকে।
#De_Cleram_Bault_Syndrome :
এই রোগে আক্রান্ত রোগী ( ছেলে/ মেয়ে) ভাবে কোন শাকিব খান/ পূর্নিমা এর মত সেলিব্রিটি তাকে ভালোবাসে/ অথবা তার প্রেমে পড়েছে এবং তাকে গোপনে Follow করছে। স্কুল/ কলেজ লাইফে কম/ বেশি আমাদের সবার মধ্যেই এই অভিজ্ঞতা অল্প হলেও হয়েছে যদিও সেলিব্রিটি লেভেলে না।
#Couvade_Syndrome : এই রোগটা শুধুই পুরুষ মানুষের যেখানে তিনি তার প্রেগন্যান্ট ওয়াইফ কে দেখে মাতৃত্বের মত অনুভূতি পান। উনার পেট ও ফুলে থাকে, পেটে কিছু নড়াচড়ার অস্তিত্ব পান, প্রেগ্ন্যাসির মতই বমিভাব পেটে ব্যথা এসব ও অনেকে অনুভব করেন।
#Othello_Syndrome :
এটা পুরুষ নারী উভয়ের রোগ, ক্ষেত্রবিশেষে মেয়েদের বেশি যেখানে রোগী সবসময় ভাবে তার সংগী পরকীয়ায় জড়িত, পর নারী/ পরপুরুষের সাথে অবৈধ মেলামেশায় লিপ্ত৷
#Fregoli_Syndrome : এই রোগে আক্রান্ত রোগী ভাবে কোন পরিচিত লোক / তার আত্মীয় স্বজনের কেউ বারবার ভিন্ন ভিন্ন চেহারায় তার সামনে হাজির হচ্ছে, ভিন্ন ভিন্ন লোক দেখলেও তার কাছে মনে হয় একই চেহারার মানুষ ভিন্ন বেশে তার কাছে আসছে।
সবই মানা গেল কিন্তু কিছু না থেকেও যদি রোগী মনে করে তার শরীরে কোন জীবানু পোকা আছে এবং সেটার জন্য বারবার বিভিন্ন ডাক্তার দেখায় তাহলে বুঝতে হবে যে রোগী #Delusional_parasitosis এ আক্রান্ত।
আর এই পর্যন্ত আলোচনা করা রোগের মধ্যে সবচেয়ে খারাপ হল #Cotard_Syndrome যেটার চিকিৎসা করা ও অনেকসময় দুরূহ। এই রোগে রোগী ভাবে তার শরীরের কোন অংশ অথবা কোন অংগ মৃত / পচে গেছে / অকেজো হয়ে গেছে। ধরেন কেউ ভাবল যে তার ডান হাত মৃত/ অকেজো / পচে গেছে তখন সে ডান হাত দিয়ে কোন কাজ করতে পারেনা, তাকে এটা বুঝিয়ে চিকিৎসা করাও দু:সাধ্য।
তাহলে এবার পারবেন তো Delusional Disease গুলো Diagnosis করতে। #
আপনার মতামত দিন: