Saha Suravi
Published:2025-01-28 13:54:13 BdST
বিদায় সেনাপতি ,স্যালুট সেনাপতি
মুক্তিযুদ্ধের মহান সেনানায়ক মেজর জেনারেল কে এম সফিউল্লাহ ,বীর উত্তম পি এস সির সঙ্গে লেখক ডা. খোশরোজ সামাদ
ডা. খোশরোজ সামাদ
--------------------
১.চলে গেলেন সবাধীন বাংলাদেশের প্রথম সেনাপ্রধান মেজর জেনারেল কে এম সফিউল্লাহ ,বীর উত্তম পি এস সি।মহান মুক্তিযুদ্ধে "এস " বা সফিউল্লাহ ফোর্সের ইতিহাস আক্ষরিক অর্থেই সবর্ণাক্ষরে লেখা থাকবে। বিলোনিয়ার প্রথম এবং চুড়ান্ত যুদ্ধ সাক্ষী দেবে সফিউল্লাহর বন্দুকের নল কেমন লক্ষ্যভেদী ছিল। আখাউড়ার যুদ্ধে অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত পাকিস্থানী সেনারা বুঝেছিল সফিউল্লার রণনীতি আর রণকৌশল কতটা অতন্দ্র আর ঝঞ্জাবিক্ষুব্ধ। ভৈরব -আশুগঞ্জ যুদ্ধ পাকিস্থানের সেনাদের পশ্চাতপরণের মধ্যে আগামীদিনে চুড়ান্ত পরাজয়ে কিছুটা হলেও ভীত হয়ে পরে পাকিস্থানী সেনাবাহিনী। কিশোরগঞ্জ সদর আক্রমন এবং নরসিংদী দখলের যুদ্ধে তাঁর এবং তাঁর বাহিনীর অমিত তেজদীপ্ত লড়াই অসম অস্ত্রসজ্জার পাকিস্থানীদের পরাজিত করে সবাধীন বাংলাদেশের সবপ্নকে একাই কয়েকধাপ এগিয়ে নিয়ে যান। যে তিনটি ব্রিগেড অকুতোভয় লড়াইয়ে দুনিয়ার বুকে বাংলাদেশ নামের জনপদের মানচিত্রকে দ্রুতই উপহার দিয়েছিল "এস ফোর্সের" ব্রিগেড তাদেরই অন্যতম। তাঁর বীরত্ব গাঁথা পৃথিবীর অনেক দেশে " মিলিটারী স্ট্র্যাটেজি এন্ড ট্যাক্টিসের "পাঠ্যসূচি।
২. আগষ্ট ১৫, ১৯৭৫ সালে হত্যাকান্ডে তাঁর সম্পৃক্ততার অভিযোগ না পাওয়া গেলেও সেনাপ্রধান হিসেবে তাঁর যথাযথ ভূমিকা আজও আবছায়া।
৩.তিনি পাকিস্থান সেনাবাহিনীতে ১৯৫৫ সালে কমিশন লাভ করেন।তখন পাকিস্থান সেনাবাহিনীতে বাংগালীদের অন্তত সেনা অফিসারদের অন্তর্ভুক্তি প্রায় শূন্যের কোঠায় ছিল। বিরলপ্রজ মেধার নিরবিচ্ছিন্ন ট্রেনিং আর সাধনার বলে দীর্ঘদেহী খান -পাঠানদের পিছে ফেলে এই তেজদীপ্ত মেধাবী বাংগালী কমিশন লাভ করেন। গল্প এখানেই শেষ নয়। যখন ঘটনা প্রতিঘটনা বাংলাদেশের অভ্যুদয় ক্রমশ: অনিবার্য হয়ে উঠছে সেই সময়,১৯৬৮ সালে তিনি পি এস সি ডিগ্রী অর্জন করেন।
৪.আজ বাংলাদেশ সেনাবাহিনী জাতিসংঘ শান্তিরক্ষী মিশনে বারবার শ্রেষ্ঠত্বের গৌরবময় যে পতাকা বহন করছে সেটি যে কয়জন অফিসারের যোগ্য উত্তরাধিকার জেনারেল সফিউল্লা তাঁদেরই অন্যতম।
৫.ঢাকা সেনানিবাসের কেন্দ্রীয় মসজিদে অন্ত্যষ্টিক্রিয়া শেষে যথাযথ সন্মানপূর্বক তাঁকে পূর্ণ সামরিক কায়দায় বনানী সামরিক গোরস্থানে তাকে সমাহিত করা হয়। এই সময় সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকারসহ তিন বাহিনীর প্রধান,অন্তর্বতী সরকারের উচ্চপদস্থ কর্মকর্তাসহ অনেকেই শেষ শ্রদ্ধা জানান।স্যালুট আমাদের সেনাপতি,হে বিজয়ীবীর।
_______________________
লেখক ডা. খোশরোজ সামাদ
Classified Specialist Physician in Bangladesh Army at Military Service
Peace keeper at United Nations
Studied at Bangabandhu Sheikh Mujib Medical University-BSMMU
Health care presenter in TV Channels
BTV
Channel-i
ATN NEWS
nTV
Banglavision
Nexus
ASIAN
Masranga
আপনার মতামত দিন: