SAHA ANTAR

Published:
2024-01-04 22:14:23 BdST

বরেণ্য মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সোবহান আর নেই


 


ডেস্ক
______________

বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস এর প্রাক্তন সভাপতি, বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, বাংলাদেশের স্বনামধন্য মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সোবহান আর নেই।

আজ ৪ জানুয়ারি ২৪ সন্ধ্যা সাড়ে ছয়টায় সম্মিলিত সামরিক হাসপাতালে প্রয়াত হন।
বাংলাদেশ এসোসিয়েশন অব সাইকিয়াট্রিস্টস সাধারণ সম্পাদক ডা. তারিকুল ইসলাম সুমন এক শোকবার্তায় জানান,
আমরা স্যারের রুহের মাগফেরাত কামনা করছি ও তার শোক-সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন করছি।আগামী শনিবার বাদ জোহর বনানী জামে মসজিদে জানাজা অনুষ্ঠিত হবে।

বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয়ের মনোরোগবিদ্যা বিভাগের প্রাক্তন চেয়ারম্যান, বাংলাদেশের বরেণ্য মনোরোগ বিশেষজ্ঞ অধ্যাপক ডা. আব্দুস সোবহানের প্রয়াণের গভীর শোক শ্রদ্ধা জ্ঞাপন করেছেন ডাক্তার প্রতিদিন সম্পাদক এবং বিএসএমএমইউর মনোরোগ বিভাগের অধ্যাপক ডা সুলতানা আলগিন।
তিনি শোক বার্তায় বলেন, তিনি আমাদের শিক্ষক ছিলেন। গাইড ছিলেন। ছিলেন মনোরোগ চিকিৎসকদের পথপ্রদর্শক। তিনি স্বয়ং এক প্রতিষ্ঠান ছিলেন। তাঁর প্রয়াণের বাংলা দেশের মনোরোগ বিদ্যার শিক্ষার্থীরা এক মহান শিক্ষককে হারালো। এ শূন্যতা পূরণ হওয়ার নয়। তাঁর মৃত্যুতে বাংলা দেশ এক শ্রেষ্ঠ সন্তানকে হারালো।

 

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়