RAHANUMA NURAIN
Published:2025-12-11 20:53:27 BdST
নেফ্রোলজির প্রফেসর মতিউর রহমানকে নিয়ে কিছু অমর স্মৃতি
ডেস্ক
_________________________
নেফ্রোলজি বিভাগের প্রফেসর মতিউর রহমানকে নিয়ে অমর এক স্মৃতিকথা লিখেছেন প্রফেসর এম. আব্দুস সালাম
প্রাক্তন অধ্যাপক, ইউরো-অনকোলজি ও চেয়ারম্যান, ইউরোলজি বিভাগ
প্রতিষ্ঠাতা সভাপতি, ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন ফাউন্ডেশন অফ বাংলাদেশ। লেখাটি প্রকাশ করা হল।
"নেফ্রোলজি বিভাগের প্রফেসর মতিউর রহমান।
তিনি তাঁর কর্মজীবন শুরু করেন আইপিজিএমঅ্যান্ডআর, ঢাকা–তে একজন অতি মেধাবী ও তরুণ নেফ্রোলজিস্ট হিসেবে। নেফ্রোলজি বিভাগের সকলেই তাঁকে গভীরভাবে ভালোবাসতেন ও সম্মান করতেন।
সেই সময়ে কিডনি বিকলের তেমন কোনও কার্যকর চিকিৎসা ব্যবস্থা ছিল না। সব বাধা–বিপত্তি সত্ত্বেও তিনি ‘পরিটোনিয়াল ডায়ালাইসিস’ দিয়ে চিকিৎসা শুরু করেন এবং প্রচেষ্টার মাধ্যমে কর্তৃপক্ষকে তাঁর বিভাগে ডায়ালাইসিস সেন্টার স্থাপনে রাজি করান। বহু বছর ধরে অবিরাম চেষ্টা করে তিনি কর্তৃপক্ষকে ডায়ালাইসিস মেশিন ও প্রয়োজনীয় সেবা প্রদানের ব্যবস্থা করতে বাধ্য করেন—যা অসংখ্য মৃত্যুপথযাত্রী রোগীর জীবনরক্ষা করে।
সেই সময় আমি কুমিল্লা জেনারেল হাসপাতালে জেনারেল সার্জারির কনসালট্যান্ট হিসেবে কর্মরত ছিলাম, অত্যন্ত ব্যস্ত সময়ের মধ্যেও ইউরোলজির মতো উন্নত বিষয়ে উচ্চতর প্রশিক্ষণ নিতে আগ্রহী ছিলাম। তখন দেশে কিডনি প্রতিস্থাপন কার্যক্রম শুরু করার চেষ্টা চলছিল। প্রযুক্তিগতভাবে প্রতিস্থাপন সফল হলেও ১৯৮১ সালে অধিকাংশ রোগী অল্প সময়ের মধ্যেই সংক্রমণের কারণে মারা যেতেন, কারণ তখনকার ম্যানেজমেন্ট প্রোটোকল ছিল অপর্যাপ্ত।
এই প্রেক্ষাপটে সরকার ইউরোলজি ও নেফ্রোলজি বিভাগের সঙ্গে বৈঠক আহ্বান করে। অংশগ্রহণকারীরা সরকারকে প্রয়োজনীয় পরিবর্তনের ব্যাপারে রাজি করাতে সক্ষম হন। আইপিজিএমঅ্যান্ডআরে ইউরোলজি ও নেফ্রোলজি বিভাগে কাঠামোগত পরিবর্তন আনা হয়, একজন বিশেষজ্ঞ শিক্ষকের জন্য বিদেশি কেন্দ্র থেকে আমন্ত্রণের ব্যবস্থা করা হয়, এবং WHO-কে তিন মাসের জন্য প্রতিবেশী দেশ থেকে বিশেষজ্ঞ আনার উদ্যোগ নিতে বলা হয়। পাশাপাশি অপারেশন থিয়েটার, পোস্ট-ট্রান্সপ্লান্ট কেয়ার ইউনিটসহ অন্যান্য সুবিধা উন্নয়নে সরকারের বিশেষ বরাদ্দ দেওয়া হয়।
এই উদ্যোগের মাধ্যমে আমি নিজে ইউরোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিয়োগপত্র পাই।
তিনি অত্যন্ত আনন্দিত ছিলেন—বিশেষ করে যখন দেখলেন আমার ঘনিষ্ঠ বন্ধু ডা. একেএম আনোয়ারুল ইসলাম ইউরোলজি বিভাগে সহকারী অধ্যাপক হিসেবে নিযুক্ত হয়েছেন। তখনই আমরা বুঝেছিলাম, এই কৃতিত্ব মূলত প্রফেসর মোতিউর রহমানের।
এটাই ছিল আমাদের কর্মজীবনের প্রথম ধাপ—যা দেশে ইউরোলজি ও কিডনি প্রতিস্থাপন প্রযুক্তির প্রসারে এক নতুন অধ্যায়ের সূচনা করে। তিনি সুদূরদৃষ্টি সম্পন্ন ছিলেন; বুঝতেন, তরুণ চিকিৎসকদের সম্পৃক্ত না করলে এ অগ্রযাত্রা এগিয়ে নেওয়া সম্ভব নয়।
পরবর্তীতে ভারতের ভেলোর সিএমসি থেকে প্রফেসর এ.পি. পান্ডে তিন মাসের জন্য আইপিজিএমঅ্যান্ডআরে যোগ দেন। এটি ছিল আমার এবং ডা. আনোয়ারুল ইসলামের জন্য এক অসাধারণ সুযোগ—আমরা প্রতিস্থাপনবিদ্যার সেই মৌলিক ধারণাগুলো শিখলাম, যা আগে জানতাম না।
প্রফেসর এম.এ. ওহাব, প্রফেসর এস.এ.এম.জি. কিবরিয়া, প্রফেসর রহমান, প্রফেসর হারুন–উর–রশিদ, প্রফেসর হাবিবুর রহমান এবং ইউরোলজি ও নেফ্রোলজি বিভাগের সকল শিক্ষকবৃন্দ পরবর্তী তিন মাস প্রফেসর পান্ডের সঙ্গে এক অভিনব একাডেমিক যাত্রা শুরু করেন।
এই একাডেমিক অনুশীলনের ফলেই আমরা অসাধারণ উন্নতি করি—যা জানতাম না তা শিখলাম, এবং কীভাবে প্রতিস্থাপন সার্জারি করতে হয় তার দক্ষতা অর্জন করি। এই সময়ে প্রফেসর পান্ডে প্রথম প্রতিস্থাপনটি করেন, পরদিন আরেকটি করেন এবং তৃতীয়টি আমাদের উপর ন্যস্ত করেন। তাঁর তত্ত্বাবধানে আমরা প্রথমবারের মতো প্রতিস্থাপন সম্পন্ন করি—যা ছিল এক অপার আনন্দের মুহূর্ত। সেই দিনে প্রফেসর রহমান শেরাটন হোটেল থেকে খাবারের ব্যবস্থা করেছিলেন—এটিও আমাদের স্মৃতিতে চিরস্মরণীয়।
অবসর গ্রহণের পূর্বে তিনি শেরেবাংলা নগরে ইউরোলজি ও নেফ্রোলজি ট্রান্সপ্লান্ট ইনস্টিটিউট প্রতিষ্ঠার জন্য অক্লান্ত পরিশ্রম করেন। জীবদ্দশায় তিনি এই মহৎ প্রতিষ্ঠানের প্রথম অংশ সম্পন্ন করেন। বর্তমানে এর দ্বিতীয় অংশও সম্পন্ন হয়েছে—যা এই মহান মানুষের দূরদর্শিতা ও অবদানেরই ফল।
বিশ্ববিদ্যালয়ে এবং বেসরকারি ক্ষেত্র—বিশেষ করে কমফোর্ট হাসপাতালে—তাঁর সঙ্গে ঘনিষ্ঠভাবে কাজ করার সুযোগ আমার হয়েছে। তাঁর প্রচেষ্টাতেই কমফোর্ট হাসপাতাল প্রতিষ্ঠিত হয়—যে সময় অধিকাংশ বেসরকারি প্রতিষ্ঠান শুধু ডায়াগনস্টিক সেবা দিত, তখন কমফোর্ট ছিল পূর্ণাঙ্গ চিকিৎসা সুবিধাসম্পন্ন ৬৫ বেডের একটি পূর্ণাঙ্গ হাসপাতাল, যা আজও কার্যক্রম চালিয়ে যাচ্ছে।
আমরা প্রফেসর মোতিউর রহমানের মৃত্যুতে গভীর শ্রদ্ধা ও ভালোবাসায় স্মরণ করছি।
প্রফেসর এম. আব্দুস সালাম
প্রাক্তন অধ্যাপক, ইউরো-অনকোলজি ও চেয়ারম্যান, ইউরোলজি বিভাগ
প্রতিষ্ঠাতা সভাপতি, ইউরোলজি অ্যান্ড ট্রান্সপ্লান্টেশন ফাউন্ডেশন অফ বাংলাদেশ"
আপনার মতামত দিন:
