ডা কামরুন লুনা

Published:
2022-08-22 19:50:44 BdST

সপ্তাহে ৪ দিন হওয়া উচিত কর্ম দিবস


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, বাংলাদেশের স্বাস্থ্যাচার্য


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
_________________________

সপ্তাহে ৪ দিন হওয়া উচিত কর্ম দিবস।
বিশেষজ্ঞ দের যুক্তি।
১। আামাদের গ্রহের জন্য ভাল।ক্লাইমেট এজেন্ডা।
কাজ কম করলে ভ্রমন হবে কম,কনজুমার চয়েস কম তীব্র কারন৷ সময় কম।
মাইক্রো সফট জাপান ২০১৯ সালে হপ্তায় ৪ দিন কাজ চালু করে দেখলেন
বিদ্যুৎ ব্যবহার ২৩% কমে এল।
ব্যবহৃত হল ৫৯% কম মুদ্রন কাগজ।
২। তথ্য প্রমান আছে এতে উজ্জীবিত হয় উৎপাদন শীলতা,আর কুশল।
গত বছর ইউ এ ই এর পাবলিক সেকটার কর্মীদের সপ্তাহে ৪.৫ দিন করলেন।
কিছু উপাত্ত ৭০% কর্মী বললেন তারা আরও দক্ষ কাজ করছেন তারা।হপ্তায় অগ্রাধিকার ভিত্তিতে সময় ভাল ব্যবস্থাপনা করছেন।
অনুপস্থিতি হার ৫৫% কমেছে যা আশ্চর্য ব্যাপার।
৭১% কর্মী বলছেন তারা পরিবারের সাথে বেশি সময় কাটাচ্ছেন।
৩। হপ্তায় ৪ দিন কাজ বাঁচায় জীবন ও অর্থ।
প্রশ্ন ঃ গুরুত্বপূর্ণ হল এই অতিরিক্ত কাজ কত
ব্যয়বহুল এটি
সে জন্য আই এল ও এবং বিশ্ব সাস্থ্য সংস্থা দেখালেন, কাজ আমাদের প্রান হরন করছে,কারন খুব বেশি কাজ করলে সমাজকে এক বড় রকমের মানসিক সাস্থ্য সংকট মোকাবিলা করতে হয়।
ক্রনিক ডিজিজ সংকট মোকাবিলা করতে হয় কারণ
আমাদের
একটু হাটার সময় নেই
দীর্ঘ সময় কাজ করাতে প্রতি বছর প্রায় ৭৪৫,০০০ জন লোকের প্রান যায়।
বৈশ্বিক জন গোষ্ঠী ৯% হপ্তায় ৫৫ ঘন্টা বা এর বেশি সময় কাজ করেন।
৪। হপ্তায় ৪ দিন কাজ করলে জীবনের উপর বেশি আসে নিয়ন্ত্রণ।
আমাদেরকে পরিপূর্ণ মানুষ হবার সময় দেয়।
আপনারা কি ভাবেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়