SAHA ANTAR, Kolkata

Published:
2022-07-03 20:26:11 BdST

মাল্টিপল ভিসাধারীদের ৩ মাসের মধ্যে আবার প্রবেশ করতে দেয়া হচ্ছে না ; এটা ভিত্তিহীন মিথ্যে: ভারতীয় হাই কমিশন


 

ডেস্ক
________________

মাল্টিপল এন্ট্রি ভিসাধারীদের ৩ মাসের মধ্যে আবার ভারতবর্ষে প্রবেশ করতে দেয়া হচ্ছে না ; এমন খবরকে ভিত্তিহীন মিথ্যে ও গুজব বলে জানিয়েছে ভারতীয় হাই কমিশন।
ভারতীয় হাই কমিশন এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলেছে,
সোশ্যাল মিডিয়ার কিছু প্রতিবেদন মিথ্যা দাবি করছে যে মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের পেট্রাপোল দিয়ে ভারতে প্রবেশ করতে দেয়া হচ্ছেনা যদি তাদের পূর্ববর্তী ভারত সফর তাদের বর্তমান ভ্রমণের আগের তিন মাসের মধ্যে হয়।

ভারতীয় হাই কমিশন স্পষ্টভাবে জানাচ্ছে যে, এটি সম্পূর্ণ ভিত্তিহীন। মাল্টিপল এন্ট্রি ভিসাধারী বাংলাদেশি নাগরিকদের ক্ষেত্রে সড়ক, রেল বা আকাশপথে ভারতে প্রবেশ-সংক্রান্ত নিয়মনীতিতে কোনো পরিবর্তন করা হয়নি।

বাংলাদেশি বন্ধুদের সোশ্যাল মিডিয়ায় এ ধরনের মিথ্যা পোস্ট এড়িয়ে যাওয়ার জন্য অনুরোধ জানানো হচ্ছে। মূল ইংরেজীর বাংলা অনুবাদ :ভারতীয় হাইকমিশন।
The High Commission বলছে,

Some reports on social media are falsely claiming that Bangladeshi nationals holding multiple entry visas are being denied entry into India at Petrapole if their previous visit to India took place within three months of their current travel.

The High Commission of India clarifies hereby that this is entirely unfounded. There has been no change in policy with regard to entry rules for Bangladeshi nationals holding multiple entry visas for visiting India either by road, rail or air.

Bangladeshi friends are requested to ignore such false posts on social media.

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়