ডা শাহাদাত হোসেন

Published:
2022-06-11 21:20:12 BdST

গুগলিবিদেশি পানীয়র মত এক প্যাকেট বিদেশি সিগারেটের দাম পাঁচ হাজার টাকা হতেই পারে


 

 


ডা. গুলজার হোসেন উজ্জ্বল
রক্তরোগ বিশেষজ্ঞ
_____________________________

এক বোতল বিদেশি হুইস্কির দাম যদি পাঁচ হাজার টাকা (ন্যুনতম) হতে পারে তাহলে এক প্যাকেট বিদেশি সিগারেটের দাম পাঁচ হাজার টাকা হতেই পারে।
সিগারেট অর্থাৎ নিকোটিন একটি নেশা। এটি স্থায়ী দূর্গন্ধ তৈরি করে। স্বাস্থ্য ঝুঁকির শেষ নেই। নানান রকম ক্যান্সার, স্ট্রোক, হৃদরোগ, রক্তরোগ, স্নায়ুরোগ এমন অসংখ্য রোগ- যার পরিণতি মৃত্যু। পৃথিবীতে এমন কিছু রোগ আছে যা শুধু স্মোকারদেরই হয়। যেমন বার্জার্স ডিজিজ৷
যিনি সিগারেট খান তিনি তো এর ফল ভোগ করেনই, আশেপাশে যারা থাকেন তারা এই অপকর্মটি না করেও ফলভোগ করতে বাধ্য হন। লাং ক্যান্সার প্যাসিভ স্মোকারদেরও হয়। এটি ধূমপানের সবচেয়ে দুঃখজনক, অমানবিক দিক।
যিনি সিগারেটে অভ্যস্ত (আসলে আসক্ত) তিনি দিনে তিন বেলাতেই এটি গ্রহণ করেন৷ তারপরও সিগারেট মাদক নয়। এবং এটিকে হারাম বলেও মনে করেনা ধার্মিক সমাজ। একজন ধুমপায়ী প্রকাশ্যে সিগারেট টেনে ধোঁয়া ছাড়ে বাতাসে। পাবলিক প্লেইসে সিগারেট টেনে অধূমপায়ীকেও এর দূষণ নিতে বাধ্য করে। তবু সিগারেট গ্রহণ সামাজিকভাবে খুব একটা অগ্রহণযোগ্য কিছুনা৷ এবং এটিকে হারামও মনে করেনা।
রাস্তার মোড়ে এটি প্রকাশ্যে বিক্রি হয়। ছেলে থেকে মুরুব্বি, পুলিশ, উকিল, ডাক্তার, শিক্ষক সবাই এটি খায়৷ হুজুরদের সিগারেট খেতে দেখিনা তবে গড়্গড়া/ হুক্কা/ আলবোলা টানতে দেখেছি। তামাক পাতা, জর্দা দেওয়া পান তো খানই। যা সেই একই জিনিস।
"আমাদের একটাই পৃথিবী। একে বাঁচাতে হবে। প্রানীদের রক্ষা করতে হবে। গাছ লাগাও জীবন বাঁচাও। সুন্দরবন বাংলাদেশের ফুসফুস। সুন্দরবন বাঁচাও৷ নদী বাঁচাও। যন্ত্রের ধোঁয়ায় আচ্ছন্ন এই নগরীতে আর থাকা যায়না। বাতাসের দূষণে ঢাকা কেন এক নম্বর?" ইত্যাদি শ্লোগানে যারা নিদ্রায়, জাগরণে, শয়নে,স্বপনে মুখর থাকে, এসব আন্দোলন করাই যাদের মূল নেশা ও পেশা তাদেরও সিগারেট টেনে পৃথিবীকে দুষিত করতে বাধেনা৷
মানুষের ব্যক্তিগত রুচি অভ্যাস নিয়ে আমার মাথা ব্যথা নেই। বলবারও কিছু নেই। কিন্তু যা আসলে ব্যক্তিগত থাকেনা, যার বর্জ্য আমার বাতাসকে বিষাক্ত করছে, আমার বাতাসকে নিছক অভ্যাসের বশে যারা দূষিত করছে তাদের জন্য কিছু তো বলার থাকতেই পারে৷

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়