Dr.Liakat Ali

Published:
2022-02-25 01:15:27 BdST

পর্ব - ১শিক্ষকদের প্রাইভেট পড়ানো, কোচিং বানিজ্য, গাইড বই - কিছু কথা


লেখক

 

ডা. সুরেশ তুলসান
--------------------------------
এখন দেশজুড়ে সর্বাধিক আলোচনা, তোড়জোড় সম্ভবত যে বিষয়টি নিয়ে সেটা হলো শিক্ষদের প্রাইভেট পড়ানো, কোচিং বানিজ্য এবং গাইড বই।
বানিজ্যের বিষয়টি যেহেতু সামনে আসছে, সেহেতু শিক্ষা নিশ্চয়ই একটি পন্য।
হাঁ পন্য ঠিকই তবে সেবা পন্য।
অন্যান্য পণ্যের বাজার যেভাবে অস্থিতিশীল হয় ঠিক সেভাবেই এই শিক্ষা পণ্যের বাজারও এখন অস্থিতিশীল।
যে কোনো পণ্যের বাজারের স্থিতিশীলতা নির্ভর করে তিনটি জিনিসের উপর।
১) পণ্যের যোগান বা সরবরাহ।
২) পণ্যের চাহিদা।
৩) বাজার নিয়ন্ত্রণ।
৪) মধ্যস্বত্বভোগীদের দৌরাত্ম।

(১) শিক্ষা পণ্যের যোগান।
------------------------------------
আন্তর্জাতিক আইন ও নীতি অনুযায়ী শিক্ষা একটি অধিকার। জাতিসঙ্ঘ ঘোষিত শিশু সনদেও শিক্ষা অধিকার হিসেবে স্বীকৃত।
বাংলাদেশের সংবিধানের ১৭ অনুচ্ছেদে শিক্ষার কথা বলা আছে। এ অনুচ্ছেদে মূলত তিনটি বিষয় উল্লেখ আছে। প্রথমত, এখানে আইনানুযায়ী সর্বজনীন, গণমুখি, অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষার কথা বলা আছে। সংবিধান বলছে, রাষ্ট্র একই পদ্ধতির
গণমুখী ও সার্বজনীন শিক্ষাব্যবস্থা প্রতিষ্ঠার জন্য এবং আইনের দ্বারা নির্ধারিত স্তর পর্যন্ত সকল বালক-বালিকাকে অবৈতনিক ও বাধ্যতামূলক শিক্ষাদানের ব্যবস্থা করবে।
যথাযথভাবে যোগ্যতার ভিত্তিতে গুণগত, পরিমাণগত ও বৈষম্যহীন শিক্ষা দেশের প্রত্যেক নাগরিকের প্রাপ্য।
এজন্য যেটা করণীয় সেটা হলো।
১) মানসম্মত সরকারি স্কুলের সংখ্যা বৃদ্ধি করা।
দেশের মানুষের এখনও আস্থার স্থান এবং প্রথম পছন্দ সরকারি স্কুল, অন্তত মাধ্যমিক স্তরে তো বটেই। কিন্তু দেশে কি পর্যাপ্ত সরকারি স্কুল আছে। জনসংখ্যা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার প্রয়োজনীয়তার জনসচেতনতা বৃদ্ধির কারনে স্কুল এবং স্কুলের আসন সংখ্যার চাহিদা বৃদ্ধি পেয়েছে কিন্তু সেই অনুপাতে সরকারি স্কুল বা আসন সংখ্যা বাড়েনি। তাইতো রাজধানী থেকে শুরু করে ইউনিয়ন পর্যায়ে বেসরকারি কিন্ডারগার্টেন এবং স্কুলের ছড়াছড়ি।
আসন সংখ্যা সীমিত হওয়ায় ভর্তি পরীক্ষায় তুমুল প্রতিযোগিতা তাইতো অবিভাবকদের বিভিন্ন ভর্তি কোচিং সেন্টারের উপর নির্ভরশীলতা।
পর্যাপ্ত ভালো সরকারি স্কুল এবং আসনের অভাব না থাকলে কেইবা দৌড়াতো কোচিং সেন্টার গুলোর পিছনে কাড়িকাড়ি টাকা খরচ করে।

ডা সুরেশ তুলসান।
কুষ্টিয়া মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়