Razik hasan

Published:
2022-02-24 09:48:51 BdST

পৃথিবীতে ভাষার এতো বৈচিত্র্য কেন?


 

রাজিক হাসান
লন্ডন থেকে
____________

এর কারণ লেখা আছে ইহুদী পুরাণের এক চমকপ্রদ কাহিনীতে। সেই কাহিনী অনুসারে, বহু বহু বছর আগে ঈশ্বর যখন পৃথিবী ও সকল মানুষ সৃষ্টি করল তখন সবাই একই ভাষায় কথা বলতো। সবাই সবার কথা বুঝতো।

বাবেল নামে এক শহরে একভাষী মানুষেরা সবাই জড় হল। সবাই মিলে তারা একটি উঁচু অট্টালিকা তৈরী করার সিদ্ধান্ত নিল। অট্টালিকা এতই উঁচু হবে যে, এটি সর্বোচ্চ আকাশে গিয়ে ঠেকবে। আর সেই অট্টালিকা ব্যবহার করে মর্ত্যের মানুষ নিজের ইচ্ছামতো স্বর্গে যেতে পারবে।
ঈশ্বর সর্বজ্ঞানী। তাই মানুষের সেই পরিকল্পনা ঈশ্বরের কাছে ধরা পড়ে গেল। মর্ত্যের মরণশীল মানুষ স্রষ্টার স্বর্গে আরোহণ করবে, এই ব্যাপারটা স্রষ্টা একেবারেই মেনে নিতে পারল না।

স্রষ্টা পৃথিবীর মানুষের দিকে মনোযোগ দিয়ে দেখে বুঝল, পৃথিবীর মানুষেরা সবাই সবার কথা বুঝতে পারে, যার কারণে তাদের মাঝে পারস্পরিক ঐক্য খুব দৃঢ়।

স্রষ্টা বুঝল, যদি পৃথিবীর মানুষের ঐক্যের মাঝে ফাটল ধরিয়ে দেয়া যায়, তাহলে তাদের কাজের অগ্রগতি একদমই যাবে মিইয়ে। যার কারণে আকাশছোঁয়া অট্টালিকার নির্মাণ থেমে যাবে।

এরপর স্রষ্টা মানুষের কাজকে দমানোর জন্য তাদের মুখের ভাষায় এনে দিলেন বিশৃঙ্খলতা। এক অঞ্চলের মানুষের ভাষা আরেক অঞ্চলের মানুষের কাছে হয়ে উঠলো দুর্বোদ্ধ। যার কারণে তারা একজনের কথা আরেকজন আর বুঝতে পারে না।

জন্ম হলো বহু ভাষার বিশাল এক বৈচিত্র্য। ফলে সুউচ্চ অট্টালিকা তৈরির কাজ গেল থেমে।

আজকের পৃথিবীতে মানুষের মাঝে ভাষার যে এতো বৈচিত্র্য তার জন্য দায়ী বাবেলের সেই অট্টালিকা (The Tower of Babel)।

-----------------------------------------------------------------------------
সূত্রঃ The Magic of Reality, Richard Dawkins

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়