Dr.Liakat Ali

Published:
2021-08-22 15:42:01 BdST

একজন কর্মচারীর প্রার্থিত হল কর্মস্থলে কর্ম আর জীবনের ভারসাম্য: ওয়ার্ক লাইফ ব্যালেন্স


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
_________________________

পৃথিবীর সব চেয়ে বেশি এই ওয়ার্ক লাইফ ব্যালেন্স আছে একটি নগরি যার নাম হেলসিঙ্কি । ফিনল্যান্ডের এই নগরীর কর্মীরা ২৫ দিন সবেতন ছুটি ভোগ করে। অস লোতেও অবশ্য তাই । তারা পায় বিশাল মাতৃ িতৃ ১১৯০ দিন সবেতন ছুটি । গড় কমিউট হ্রস্ব মাত্র ২৬ মিনিট ।
বিপদ সংকুল কাজে কাজ করে খুব কম লোক ।
আছে সরকারের শক্তিশালি প্যানডেমিক সাপোর্ট । বসবাসের খরচ খুব কম। অপরাধের হার খুব কম। নগরির এক তৃতীয়াংশ হল পার্ক আর সবুজ পরিসর। কাজের পর সবাই যেতে পারে সে সব সবুজের আর প্রকৃতির সন্নিধানে ।
সাম্প্রতিক এক সমীক্ষায় দেখা গেছে ফিনল্যান্ডের মানুশ পৃথিবীতে সব চেয়ে সুখি মানুষদের অন্যতম।
কর্ম আর জীবনের ব্যালেন্সের মধ্যে অসলো দ্বিতীয় শ্রেষ্ঠ ।তৃতীয় হল জুরিখ ।
ইউরোপের বাইরে হল যে নগরী  অটোয়া । ষষ্ঠ ।
অনেক দেশ ওয়ার্ক লাইফ ব্যালেন্স সুরক্ষার চেষ্টা করছেন ।
ফরাসি কর্মীরা কর্ম ঘণ্টার বাইরে ই মেলের উত্তর বিযুক্ত করার অধিকার পেয়েছেন।
জাপান কর্মীদের কে হপ্তায় চার দিন কাজ করার পছন্দ দিতে চাইছেন ।

আমার মনে আছে আমি এক আন্তর্জাতিক সম্মেলনে গিয়েছিলাম বিলেত থেকে বার্লিনে ১৯৮১ সালে , সেখানে আমার দেখা পরিচয় হল অনেক দেশের প্রতিনিধির সাথে দেখলাম সবচেয়ে সুখি হলেন ডেনমার্ক নরওয়ে আর ফিনল্যান্ডের লোকেরা ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়