Dr. Aminul Islam

Published:
2021-07-13 16:05:27 BdST

বাজে বক্তার ৭ বৈশিষ্ট্য


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
____________________


বাজে বক্তার ৭ বৈশিষ্ট্য ।

১। গাল গল্প বলা।
আপনি অন্যের নিন্দা করলেন খারাপ বললেন একটি প্রক্রিয়া শুরু হল ।
গাল গল্পে নিজেকে নিয়োজিত করলে কুখ্যাতি অর্জন করবেন আর অন্যদের কে আপনার সম্বন্ধে গাল গল্প তৈরিতে অনুপ্রানিত করলেন।
২। আপনার আলাপ বক্তৃতা অন্যদের বিচার করে বলা হয়, সেই লোককে নিজের বিচার ব্যাপারে আত্ম সচেতন করবে তারা তাই চুপসে যাবে আর তারা আপনার সামনে মুখ খুলতে ভয় পারে আর তারা সম্পূর্ণ মুখ বন্ধ করে দেবে।
৩। নেতিবাচক হয়া।
নিজে আশাবাদি হয়ে বললে স্বস্তি পাবেন আর তা স্বাস্থ্যের জন্য ভাল
৪। অভিযোগ করা ।
সহজেই অভিযোগ করা পরে অভ্যাস হয়ে যায় । আর নিজে জানার আগেই আপনাকে লোকে চিনবে এমন এক লোক হিসাবে যিনি সব কিছু নিয়ে অভিযোগ করেন , আবহাওয়া , খবর , কাজ কর্ম আর সব কিছু। একে বলে Viral miserey .
৫। অজুহাত তোলা ।
কাজে ব্যর্থ হলে অনেকে দোষ দেন অন্যের উপর বা অন্য কিছুর উপর কিন্তু কখনও নিজের উপর নয়। অন্যে হটাত এমন ওজর অজুহাত গ্রহন করলেও অনবরত অজুহাত দেখাতে লাগলে লোকে মনে করবে আপনি নিজের কাজের উপর দায়িত্ব শীল না,।
৬। অতিশয়োক্তি আমাদের ভাষার মর্যাদা নামিয়ে আনবে , কথায় নাটকীয় তা বাড়ালে একে মনে হবে মিথ্যে বলা, আর অন্যে আমাদের মিথ্যে বলছে তা কেউ পছন্দ করেনা।
৭। খোঁড়া যুক্তি বা নিজ বক্তব্যে গোঁড়ামি । খবর আর তথ্য ভ্রান্তি মুলক হয়, আপনি ই সত্য সব সময় এমন কথা মানুষ পছন্দ করে না ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়