Dr. Aminul Islam
Published:2021-05-28 18:44:57 BdST
হঠাৎ করে কেন " ল্যাব থেকে ছেড়ে দেওয়া ভাইরাস তত্ব" Lab leak theory" আলোচনায় ?
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
__________________________
হঠাৎ করে কেন " ল্যাব থেকে ছেড়ে দেওয়া ভাইরাস তত্ব" Lab leak theory"
এল খবরে । আলোচনায় ?
প্রশ্ন তুললেন নিউইয়রকারের বেঞ্জামিন অয়ালেস ২৭ মে ২০২১
ওয়াশিংটন ডি সি র নাকি রহস্যের প্রতি অনুরাগ। এক বছরের উপর থেকে করোনা ভাইরাস অতিমারিও রহস্যময়। এক পক্ষ বল্ছেন ,এই ভাইরাস হল ল্যাব থেকে পালানো ,হতে পারে দৈব দুর্ঘটনা বা এর জন্য ছিল কোন চিন্তা । সংরক্ষণ শীল যারা তারা এমন ভাবেন।
তবে যারা উদার পন্থি এরা মনে করেন, চিনা বাজার যেখানে অদ্ভুত, উদ্ভট সব প্রাণী বিক্রি হত মানুষের খাদ্যের জন্য সেখান থেকে সেই সব প্রানি থেকে মানুষের শরীরে স্বাভাবিক ভাবে ঘটেছে স্থানান্তর ।
আবার এও মনে করা হল বিজ্ঞান কি ভ্রান্ত পথে চলল ?
আধুনিক প্রবক্তরা বললেন মানুষ কি সেই প্রাচিন পন্থার অনুবর্তী হল? বন্য প্রাণী নিধন করে মানুষের উদর পূর্তির আচার কি শুরু হল?
বিজ্ঞানী আর রাজনৈতিক ভাষ্যকার কেউই এর উৎস বৃত্তান্ত জানা থেকে বিরত হন নি আর এ নিয়ে দ্বন্দ্ব ,এখনও নিরসন হয়নি ।
এর উৎস নিয়ে ভাবনা আরও আগের ২০২০ সালে ২৬ ফেব্রুয়ারী , অতিমারি চাউর হবার আগে, আমেরিকান রিপাব্লিকান সিনেটার টম কর টন ফক্স নিউজ কে বলেন্এই ভাইরাস ছাড়া হয়েছে ল্যাব থেকে। ওয়াশিন টন পোষ্ট একে বলল "ষড়যন্ত্র তত্ব "আর টাইমস বল্ল "ফ্রিঞ্জ তত্ব " ।
এদিকে বিখ্যাত সঙ্ক্রামক রোগ বিশেষজ্ঞ অ্যান্থনি ফাউচি বললেন, সময়ের সাথে সব কিছুর ধাপে ধাপে বিবর্তনে প্রতীয়মান হয় এই ভাইরাস বিবর্তিত হয়েছে প্রকৃতিতে আর এর পর এর লাফিয়ে পড়া ঘটেছে প্রানি জগতে ।এমন কথা উঠেছে ল্যাবে কি এমন ভাইরাসকে পরিবর্তিত করা হল যাতে তা হয়ে উঠল আরও সঙ্ক্রামক , আরও বিধ্বংসী ?
মার্চের শেষে এল বিশ্ব স্বাস্থ্য সংস্থার প্রতিবেদন । এরা বলেন, খুব সম্ভাবনা যে এই ঘটনা মুলত জুনোটিক স্থানান্তর, " SARS CoV2 ল্যব থেকে ছাড়া ভাইরাস এমন ধারনা প্রায় অসম্ভব।
কিন্তু এ ব্যাপারে বিশদ বর্ণনা খুব প্রমান সিদ্ধ তা মনে হয়না। ডিসেম্বর ২০১৯ সালে কোভি ড এর মত অসুখ উহানের প্রানি বাজারের কিছু মানুষের মধ্যে হলেও এমন কোন প্রাণীর সন্ধান মিলেনি যারা এই ভাইরাসের কোন পূর্ব প্রজাতি বহন করেছে। বাদুর আর মানুষের মধ্যে স্থানান্তরের কথার প্রমান নাই। সমালোচকরা বলেন হুর অনুসন্ধানি দল ল্যব লিক তত্ব সম্বন্ধে যথেষ্ট অনুসন্ধান করেন নি। বাদুর থেকে বন্রুই আর তা থেকে মানুষ এমন স্থানাতর নিয়ে বিশ্বাস কম সংরক্ষণ শীলদের ।
এই প্রপঞ্চের সমাধান না হয়া পর্যন্ত বিজ্ঞান সম্ভাবনা , অনিশ্চয়তা , সন্দেহ এসবের চক্রে ঘুরতে থাকবে? এর সাথেও কি সম্পর্কিত ভুরাজনীতি? আর আমাদের এই অতিমারি কি এমন রাজনীতি র পাকেও ঘুরবে ? পাবে কি প্রতিরক্ষা এই ভাইরাসের বিরুদ্ধে অসংখ্য দরিদ্র গ্রহবাসি নাকি এর উৎস চিন্তা প্রবলতর হয়ে উঠবে মানুষের বাচা মরার তাগিদ থেকে ও ?কি অপেক্ষা করছে আমাদের জন্য?
আপনার মতামত দিন: