Dr. Aminul Islam

Published:
2021-05-27 07:07:13 BdST

জিঘাংসা


 

ডাঃ সুকুমার সুর রায়

_____________________

' ইয়াস ঘূর্নিঝড়ের ' লাইভ সম্প্রচার করতে গিয়ে কলকাতার একটি টিভি সাংবাদিক টিম মরতে মরতে বেঁচে ফিরেছে। কেন এইরকম ঝুঁকি নেওয়া? কারন টিভি কর্তৃপক্ষ দুর্দান্ত জীবন্ত খবর প্রচার করতে চায়। কি কারনে? কারন বর্ননা করা হয়েছে গতবারের ' আমপান ঘূর্নিঝড়ের সময়কার লেখায় ঃঃ

বিকৃত, হিংস্র, বন্য, জিঘাংসা আমার মস্তিষ্কের রন্ধ্রে রন্ধ্রে কামড়াচ্ছে!!

প্রথম ব্যাপারটা খেয়াল করেছি ১৯৯১ সালে।
আপনাদের মনে আছে কিনা, ২৯ শে এপ্রিল প্রলয়ংকরী ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস হয়েছিল চট্টগ্রাম অঞ্চলে।
একটি ছবির কথা কারো মনে আছে কী?
ইত্তেফাকের প্রথম পাতায় ছাপা হয়েছিল।
প্রলয়ঙ্করী জলোচ্ছ্বাসের তান্ডবে ভেসে গিয়েছিল এক মহিলা। ভেসে গিয়ে নিখোঁজ হয়ে গেলে কোনো কথা ছিল না। এরকম কত মহিলা শিশু বৃদ্ধ বঙ্গোপসাগরে ভেসে গিয়েছিল তার কী সব খোঁজ খবর আমরা কেউ জানি?
কিন্তু এই মহিলাটির লাশ একবারে ভেসে যায়নি। একটি গাছের মগডালে আটকে গিয়ে ঝুলছিল।
ইত্তেফাকের একজন ফটো সাংবাদিক এই ছবিটি তুলেছিলেন। পত্রিকার প্রথম পাতার অর্ধেকটা জুড়ে সেই নান্দনিক ছবিটি ছাপা হয়েছিল।
ব্যস! অসাধারণ সফল ছবি! অসাধারণ সফল সাংবাদিকতা! অসাধারণ সংবাদ মূল্য!
শুনেছিলাম, ( গুজবও হতে পারে) এই ছবিটি ইত্তেফাকে প্রকাশের আগেই এপি ( এসোসিয়েটেড প্রেস) অতি উচ্চ মূল্যে কিনে নিতে চেয়েছিল।
ইত্তেফাকের সেদিনকার সেই ছবিটি বার বার দেখেছিলাম। নিজে একা একা দেখে সন্তুষ্ট হতে পারছিলাম না। যাকে হাতের কাছে পাচ্ছিলাম তাকেই দেখাচ্ছিলাম।
মুখে মুখে দুঃখ প্রকাশ করছিলাম - ইশ ! কী মর্মান্তিক বিয়োগান্ত ঘটনা!
অন্যদিকে মনে মনে বলছিলাম- আহা! কী দারুন দৃশ্য! যে ফটো সাংবাদিক ছবিটি তুলেছিলেন তাকে অশেষ ধন্যবাদ।

এরপর থেকে খেয়াল করেছি! ভয়ানক যুদ্ধ! , ভয়ানক প্রাকৃতিক দুর্যোগ - ঘূর্নিঝড়,জলোচ্ছ্বাস, বন্যা, ভূমিধ্বস, ভূমিকম্প, তুষারধ্বস এর খবরাখবর দেখতে দেখতে অল্পতে মন ভরে না।

কী প্রিন্ট মিডিয়া, কী ইলেকট্রনিক মিডিয়া! সবখানেই চাই বেশি বেশি খবর! বেশি বেশি ধ্বংস যজ্ঞের জীবন্ত ছবি। টিভিতে দেখতে চাই ভয়ানক যুদ্ধের তাজা খবর!

ইরাক যুদ্ধের কথা আপনাদের মনে আছে কী?
চায়ের দোকানে বসে ছোট টিভির পর্দায় আমেরিকা বনাম ইরাকের যুদ্ধের খবর দেখা!? কীভাবে স্কাড ক্ষেপনাস্ত্র মারা হচ্ছে! প্যাট্রিয়টস ক্ষেপনাস্ত্র দিয়ে তা আকাশেই ধ্বংস করা হচ্ছে! অসাধারণ সব দৃশ্য! বোমার আঘাতে কেমন করে শহর বন্দর ধ্বংস হয়ে যাচ্ছে! মানুষের লাশ পড়ে আছে! আহত মানুষকে নিয়ে প্যাঁ পুঁ, প্যাঁ পুঁ শব্দ করতে করতে এম্বুল্যান্সগুলি ছুটা ছুটি করছে! সেই সব রোমাঞ্চকর দৃশ্য দেখতে দেখতে আমরা আপ্লুত হয়ে যেতাম!

মানুষের বিপর্যয় দেখে আহত হতাম! নাকি ধ্বংস যজ্ঞে দেখে আনন্দে শিহরিত হতাম তা বলা মুশকিল।!
আমার তো মনে হয় এই সব দেখতে আমার অসম্ভব ভালো লাগতো।!
তা না হলে ঘন্টার পর ঘন্টা চায়ের দোকানে আনন্দে বাহাস করা আর চায়ের দোকান মাতিয়ে রাখতাম কেন!?

ইন্দোনেশিয়ায় ভূমিকম্প ও ইতিহাসের সবচেয়ে ভয়ংকর সূনামির কথা মনে আছে আপনাদের?
জাপানে, শ্রীলঙ্কায় , কেমন করে মানুষজন, গাড়িঘোড়া, ঘরবাড়ি সুনামির পানির তোড়ে খড় কূটার মত ভেসে যাচ্ছে!
এই অপরুপ দৃশ্য দেখে কেউ কী রোমাঞ্চিত হন নাই?
আমার স্পষ্ট মনে আছে, এই দৃশ্য দেখে আমার বার বার মনে হচ্ছিল - আহ! এই অসাধারণ দৃশ্যটি যদি আবার দেখাতো!
কিন্তু টিভি চ্যানেলের তো সীমাবদ্ধতা আছে! একই সময়ে একই খবর তো বার বার দেখানো যায় না! তখন বিকল্প হিসাবে রিমোট টিপে এই চ্যানেল থেকে সেই চ্যানেলে গিয়েছি ভয়ানক রোমাঞ্চকর দৃশ্যটি আরেকবার দেখার আশায়, দেশীয় চ্যানেল ছেড়ে বিদেশীয় চ্যানেলে গিয়েছি। বিবিসি, সিএনএন, আল-জাজিরা, আহা! ওরা আরো দেখাচ্ছে! লাইভ দেখাচ্ছে! কী ভয়ানক মজা!!

৯/ ১১ এর কথা কি আপনারা ভূলে গেছেন?
সেই ভয়ানক মন মাতানো দৃশ্য!
অসংখ্য স্যালুট! সেই সকল সাংবাদিকদের যারা অনেক কষ্ট করে আমাদের জন্য ধারন করেছিলেন অসাধারণ সেই দৃশ্যমালা! সিনেমার শ্যুটিংকে যা হার মানিয়েছিল।
আহা! একটি আস্ত বিমান কীভাবে টুইন টাওয়ারের একটির গায়ে নাটকীয় ভাবে আঘাত করলো! কালো ধোঁয়ায় আকাশ ছেয়ে গেল! ঐযে! ঐযে! দেখা যায় আরেকটি বিমান! হ্যাঁ , ওইটিও এদিকেই আসছে! হ্যাঁ, হ্যাঁ , একই নাটকীয় কায়দায় টুইনটাওয়ারের অন্যটির গায়ে কি সুন্দর ভঙ্গিতে এফোড় ওফোড় করে বেড়িয়ে গেল।
তারপর, ইশ! কী অসাধারণ আর্টিস্টিক দৃশ্য! টুইন টাওয়ার ধ্বসে পড়ছে!
ধূলা, ধোঁয়া ও ধ্বংসস্তুপ কি অপরুপ ভঙ্গিতে ছড়িয়ে পড়ছে!
চারিদিকে আতংকিত মানুষ বিস্ফোরিত চোখে ছুটে পালাচ্ছে!
আহ! ওদিকে আবার ওয়াশিংটনের পেন্টাগনে একইভাবে বিমান আছড়ে পড়েছে! বর্বরোচিত কালো ধোঁয়ায় আচ্ছন্ন হয়ে গেছে পেন্টাগনের গর্বিত বিল্ডিং!

মানুষের বিপর্যয় দেখে আতংকিত, মর্মাহত হয়েছিলাম, নাকি এই অসাধারণ দৃশ্যাবলী মনের গোপন কোণে আনন্দের হিল্লোল বইয়ে দিয়েছিল তা বলা মুশকিল।!

নেপালের ভূমিকম্পের কথা কী ভুলে গেছেন?
সেই সব অসাধারণ দৃশ্য! কাঠমান্ডুতে মর্মান্তিক বাড়িঘরের ধ্বংসস্তুপ! অসাধারণ সৌন্দর্যমন্ডিত তুষারধ্বস! তুষারের নীচে চাপা পড়া অসংখ্য মানুষ, শখের পর্বতারোহী !
যত নাটকীয় কায়দায়, যত নান্দনিকভাবে, এইসব ধ্বংস যজ্ঞের জীবন্ত ছবি, যে টিভি চ্যানেলগুলি যত বেশি দেখাতে পারছে, তত বেশি তাদের সংবাদ মূল্য! আহা! মানুষের কষ্টে? নাকি ধ্বংসের নাটকীয় ভয়াবহতায়! ?

' রানা প্লাজা ' ধ্বসের কথা মনে আছে!?
আশেপাশের মানুষ ভয়ে, আতংকে, মানবিকতায় উদ্ধার কাজে ঝাঁপিয়ে পড়েছিল। আবার আমরা টিভির পর্দায় লাইভ দেখছিলাম - ধ্বংসস্তুপের নীচে চাপা পড়া, মৃত্যুপথযাত্রী, মানুষকে প্রশ্ন করা হচ্ছে -
" মৃত্যুর আগে আপনার অনুভূতি কি বলুন!"
এই হচ্ছে, খবরের অবিস্মরণীয় "সংবাদ মূল্য '!? "

তামিলনাড়ুর মাদুরাই জেলায় " ষাড়ের লড়াই " খেলাতে, এক ভয়ানক ক্ষিপ্ত ষাড় দর্শকদের মধ্যে ঢুকে পড়ে তিনজন মানুষকে মেরে ফেলেছে অনেকে আহত!
এই খবরের দৃশ্যটি বার বার বিভিন্ন চ্যানেলে দেখানো হচ্ছে!
আমরা দৃশ্যটি হা করে গিলছি! মনে মনে চাইছি আরো দুই একটি ষাড় ক্ষিপ্ত হয়ে আরো কিছু মানুষকে মেরে ফেললে দৃশ্যটি আরো বেশি থ্রিলিং হতো!

কোন্ সিনেমাগুলি বক্স অফিস হিট করে!?
থ্রিল, সাসপেন্স, একশনে ভরপুর সিনেমা!
কেন এগুলির কাটতি বেশি হয়?
সরল সোজা উত্তর - মানুষ এগুলি দেখতে ভালবাসে।

আমপান ( উমপান) ঘূর্নিঝড় যখন সমুদ্রে ' সুপার সাইক্লোনে ' রুপ নিল তখন আমরা ( আমি) খুব খুশি হলাম। যখন এর গতিবেগ বৃদ্ধি পেয়ে ঘন্টায় ২৫০ কিলোমিটার হল তখন আরো খুশি হলাম। যাক্ অনেকদিন পর নারকীয় ধ্বংস যজ্ঞের জীবন্ত খবরাখবর দেখতে পাবো !
উপকুলের কাছাকাছি পৌছে যখন আমপান তার গতি কমিয়ে দিল, তখন টিভি চ্যানেলের সাংবাদিক উপস্থাপকদের মত আমিও বেচারা ' আমপানের ' উপর ভীষণ মনোক্ষুণ্ণ হয়েছিলাম।!
পরদিন সকালে যখন জানতে পারলাম , বেচারা শ' খানেক মানুষও মারতে পারে নাই, মাত্র কিছু গাছ আর বিদ্যুতের খুঁটি উপড়ে ফেলেছে! তখন তার " সুপার সাইক্লোন " উপাধি পাওয়া নিয়ে যথেষ্ট সন্দেহের উদ্রেক হল।

করোনার করুন ছোবলে যখন আমেরিকায় এক লক্ষ মানুষের মৃত্যু ঘটেছে! তখন এক ধরনের তৃপ্তির নিশ্বাস ফেলছি!

কিন্তু প্রতিদিন আড়াইটায় নিজের দেশের আক্রান্ত ও মৃত্যুর পরিসংখ্যান দেখে হতাশ হতে হচ্ছে!!
এই হারে আক্রান্ত হলে ক্যামনে কী!?!

এখন আপনারা জ্ঞানী, গুনি, শিক্ষিত, মহাজন, আপনারা বলেন : -- আমি সুস্থ আছিতো!?
আমার মানসিক সুস্থতা নিয়ে একধরনের সন্দেহে আছি!
শুনেছি দীর্ঘদিন ঘরে বন্দী থাকলে মানসিক অসুস্থতা দেখা দেয়!!

__ ডাঃ সুকুমার সুর রায়

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়