Dr. Aminul Islam
Published:2021-04-24 15:43:43 BdST
সব দেশে তরুণরা একটু বেপরোয়া , নম্রতা কম প্রবীণদের চেয়ে
অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলা দেশের স্বাস্থ্যাচার্য
--------------------------------------------
সব দেশে তরুণরা একটু বেপরোয়া , নম্রতা কম প্রবীণ দের চেয়ে অবশ্য ব্যতিক্রম আছে ।
আমার এক গবেষণা " retinal vein occlusion and lipids" এজন্য কাজ করতে হবে সেন্ট থমাস হাসপাতালে চক্ষু ওয়ার্ড আর মুর ফিল্ড আই হাসপাতালের সাথে।
মুরফিলড হয়ে গেল দ্রুত প্রফেসার বললেন তিনি এরেঞ্জ করলেন আর আমাকে বললেন সেন্ট থমাসের ( যেখানে আমি কাজ করি) আই বিভাগের ডা পেজের সাথে কথা বলতে সে ওখানে রেজিস্ত্রার । আমি পরিচয় দিয়ে আর আমার অধ্যপক বলেছেন তাও বললাম , গা করল না। মুস্কিল করি কি ? আমাকে সে পাত্তাই দিচ্ছেনা । হেভি পোজ পাজ আর দারুন বিলেতি আমাদের গ্রাহ্যের মধ্যে আনেনা ।
প্রফেসারকে কিছু বলিনা তক্কে তক্কে থাকি কি করে একে বাগাব ।
এদিকে প্রফেসার দেখছেন আমার সমস্যা হচ্ছে । তার সেক্রেটারিকে বললাম মনের কথা । প্রফেসারের দুই জন সেক্রেটারি একজন তার স্ত্রী ইভ আর অন্যজন ক্লারা হাঙ্গেরিয়ান প্রবীণা আমার প্রতি তিনি একটু সদয় । সে হয়ত কিছু ব্রিফ করেছে ।
আমাকে প্রফেসার বললেন " subhagata , you have any problem? আর একটি কথা প্রথম গেলে প্রফেসার টাইটল নামে ডাকবে যেমন আমাকে প্রথম বলতেন hello Dr choudhury ?খুব ফরমাল । এরপর তিনি আপনাকে পছন্দ করতে তাহক্লে ডাকবেন " শুভাগত?
মানে আপনি তার ঘনিষ্ঠ । তাই আমি সাহস করে বললাম " nothing particular bur probably i would need more time to convince him , he is so busy and perhaps I could not find an opportunity to impress my idea. "
প্রফেসার বুঝে গেলেন ভাবলাম রাগ করল নাকি কমপ্লেন মনে করল না ত? দেখি না ক্লিক করেছে , তিনি অধ্যাপককে বলে এরেঞ্জ করলেন
He said any way they are like this . Dont worry .
একদিন আমাকে বললেন do you stay some time in a Nobel laurates lab ? আমি জেনেছি in the field of Prostaglandins Dr John Vane has received Nobel by discovering the action of aspirin on the pathway pf PG synthesis .I was overwhelmed with joy and agreed .
চলে গেলাম ইংল্যান্ড বেকেন হামে । তার ল্যাবে । গিয়ে পেলাম ড্ এস মনকাডা কে যিনি ড জন ভেনের সহ গবেষক । ড্ জন ভেনের সাক্ষাৎ পেলাম না , জানলাম তিনি এরপর দেশান্তরি গিয়েছেন আমেরিকা । ড
জন ভেনের অবদানের চেয়ে এস ,মন কা ডা র অবদান কম নয় কিন্তু তিনি পেলেন না নোবেল ।তার সঙ্গে আলাপ আর ১০ দিন কাজ করা আমার জীবনের এক স্মরণীয় অভিজ্ঞতা ।
যাহোক ল্যাবে তার সঙ্গে থাকলাম ১০ দিন । সে এক অপূর্ব অভিজ্ঞতা ।
আর বিলেতে যে সবাই খুব গবেষণা করে তা নয় আমি সেন্ট থমাসে হেমাটলজি বিভগে কাজ করতে গিয়ে প্রথম দেখা করলাম কনসালটেন্ট এর সাথে তিনি রিসার্চ শুনে হাতের এক ভঙ্গী করলেন এতে ঘাবড়ে গেলাম ।
যা হোক বিভাগে আমার সাহায্যে এগিয়ে এলেন এক সিনিয়ার রেজিস্ত্রার ড হাক্কানি তিনি মধ্য প্রাচ্যের লোক তবে কোন অঞ্চলের তা তিনি গোপন রাখলেন । মাঝে মাঝে বিল্পবি কথা বলতেন আমি আর খুচিয়ে বেশি কিছু বের করতে চাইনি ।
যাহোক আমার কাজ সিদ্ধি হল । এতেই শান্তি । তবে তাকে আমার রহস্য জনক মনে হত আমি আর এর অনুসন্ধানে যাইনি ।
আপনার মতামত দিন: