Dr. Aminul Islam

Published:
2021-04-15 15:18:25 BdST

মৃত্যুর পরও মগজ কাজ করে ১০ মিনিটের বেশি


 

অধ্যাপক ডা শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যাচার্য
----------------------

মরণরে তোমারে স্মরি

মৃত্যু , মগজ ইত্যাদি
মৃত্যুর পরও মগজ কাজ করে ১০ মিনিটের বেশি । মৃত্যু সম্বন্ধে আমাদের আজকালকার ধারনা সরল সহজ । হৃদ স্পন্দন বন্ধ হলেই আমরা মনে করি মৃত্যু হয়েছে । রক্ত সংবহন তন্ত্র আর শ্বসন তন্ত্র এর কাজকর্ম বন্ধ হয়ে যায় । শরীর বন্ধ প্রান বায়ু নির্গত হয়েছে । হার্ট বন্ধ হলেও মগজ তখনো কাজ করতে থাকে । সম্ভবত মগজের মৃত্যু হল শরীরের শেষ অংশের মৃত্যু । মৃত্যু ঘটার মুহূর্ত কয়েক আগে মগজ পায় তড়িৎ তরঙ্গের উল্লোল । কেউ জানেনা কেন এমন ঘটে । এটি অক্সিজেনও হারাতে থাকে । হৃদ স্পন্দন আর শ্বাস ক্রিয়া বন্ধ হবার পর ও ২-২০ সেকেন্ড থাকে চেতনা । কারন গুরু মস্তিষ্ক বাঁচতে পারে অক্সিজেন ছাড়া । মগজের এই অংশের কাজ হল চিন্তা ভাবনা আর সিদ্ধান্ত গ্রহন । পরিবেশ থেকে পাওয়া তথ্যকে ক্রিয়াতে রুপান্তরের কাজ ও এই অংশের । গুরু মস্তিষ্কের এসব কাজ থাকা স ত্বেও আমরা মৃত্যুর আগে আগে সব রিফ্লেক্স কর্ম আর পেশীর কাজ হারিয়ে ফেলি।
মগজের তখন শেষ মুহূর্তের অভিজ্ঞতা হচ্ছে । মগজ কোষ তখন সক্রিয় করতে থাকে রাসায়নিক সে সব পথ যা মৃত্যুকে ত্বরান্বিত / ্করে ।মৃত্যু আর নিজের মধ্যে থাকে মাত্র একটু অক্সিজেন । সি পি আরের মাধ্যমে হার্ট আবার শুরু হতে পারে । আবার জেগে উঠার জন্য মগজ পেয়ে যায় যথেষ্ট অক্সিজেন । অক্সিজেন না থাকলে মগজ আত্ম সমর্পণ করে ।মগজের বেশির ভাগ অংশ মৃত । তবে একটি শেষ স্থান আছে যা সহজে ছেড়ে দেয়না জীবন স্পন্দন । স্মৃতি কেন্দ্র যা সঞ্চয় করে জীবনের অভিজ্ঞতা সঞ্চিত সব আবেগময় স্মৃতি । মগজের এই অংশ রক্ত হানি দ্বারা পরাভুত হয়না । গুরুত্ব আঘাত পেলেও । তাই শেষ হবার অন্তিম অংশ হল স্মৃতি কেন্দ্র । সে দ্বীপ নির্বাপিত হবার আগে আগে স্মৃতি কেন্দ্র জীবনের কিছু কিছু মুহূর্তে আলোর ঝলকের মত ঝলকায় চোখের সামনে । ডাক্তাররা যখন প্রান্তিক অসুস্থ লোকের লাইফ সাপোর্ট খুলে মৃত ঘোষণা দেন এর পর ও ১০ মিনিট মগজ থাকে সক্রিয় । সে সব লোকের ইলেক ট্র এন সেফাল গ্রাফিক রেকর্ড (ই ই জি) করা হল প্রত্যেকের মধ্যে পেলেন অনেক পার্থক্য । এর মানে আমরা প্রত্যেকে মৃত্যুর সময় নিজস্ব একটি অভিজ্ঞতা নিয়ে মরি । মৃত্যুর ২ দিন পরও ২০০০এর বেশি জিন কর্ম রত থাকে । কিছু জিন অতি সক্রিয় আর এদের আছে গুরুত্ব পূর্ণ কাজ । প্রদাহ উদ্দিপন , , ইম্মুন সিস্টেম প্রজ্জলিত করা আর স্ট্রেস এর বিরুদ্ধে লড়াই । কিছু জিন উদ্দিপিত হয় মাত্র ভ্রূণ বিকাশের সময় । হয়ত শরীর আসন্ন মৃত্যু থেকে নিজেকে রক্ষা করতে চায় । মৃত দেহেও ক্যান্সার বৃদ্ধি হতে পারে । রহস্যময় । তাহলে মৃত্যু সম্বন্ধে আমাদের ধারনা সঠিক নয় । মানুষকে মৃত ঘোষণার পরও শরীর এর কিছু অংশ বেঁচে থাকে । যারা মৃত্যুর ঠিক পর পর যারা অঙ্গ দান করেন ? আমরা মৃত দেহের অটোপ সি করার সময় কি আরও সতর্ক হবার প্রয়োজন আছে? প্রয়োজন আর সময় আর গবেষণা দরকার ।

 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়