SAHA ANTAR

Published:
2020-11-11 01:04:28 BdST

দুই কানাডিয়ান বাংলাদেশি বিশেষজ্ঞর মত: কোভিড মানসিক স্বাস্থ্যের জন্য বড় ধরনের হুমকি


 

ডেস্ক/ বিজ্ঞপ্তি
_________________

বাংলাদেশি বংশোদ্ভূত দুই কানাডীয়ান মানসিক স্বাস্থ্য বিশেষজ্ঞ বলেছেন, কোভিড নানা বয়সের মানুষের মানসিক স্বাস্থ্যের জন্যও বড় ধরনের হুমকি তৈরি করছে।তাঁরা মানসিক অসুস্থতাকে হেলাফেলা না করে চিকিৎসকের পরামর্শ নেয়ার পরামর্শ দিয়ে বলেন, মানসিক সমস্যার চিকিৎসা এবং সমাধান দুটোই আছে। কাজেই অন্যান রোগের মতোই মানসিক রোগের চিকিৎসার ব্যাপারেও আমাদের যত্নশীল হতে হবে।
কানাডার বাংলা পত্রিকা ‘নতুনদেশ’ এর প্রধান সম্পাদক শওগাত আলী সাগর এর সঞ্চালনায় সামাজিক যোগাযোগ মাধ্যমে প্রচারিত নিয়মিত অনুষ্ঠান ‘শ্ওগাত আলী সাগর লাইভ’ এ মানসিক স্বাস্থ্য নিয়ে আলোচনাকালে দুই বিশেষজ্ঞ এই মতামত দেন। স্থানীয় সময় বুধবার রাতে (বাংলাদেশ সময় বৃহ:স্পতিবার সকালে) এই অনুষ্ঠানটি প্রচারিত হয়।
এতে আলোচনায় অংশ নেন কানাডার ব্রাম্পটন সিভিক হাসপাতালের চাইল্ড সাইকিয়াট্রিস্ট ড. মুরাদ বখত এবং বেরির রয়্যাল ভিক্টোরিয়া হাসপাতালের সাইকিয়াট্রিস্ট ড. হাসান রফিকুল হাকিম।
বাংলাদেশি বংশোদ্ভূত কানাডীয়ান এই দুই বিশেষজ্ঞ মানসিক অবসাদ বা কোনো ধরনের চাপকে গোপন না করার পরামর্শ দেন। তাঁরা বলেন, নানা কারনেই মানুষ মানসিক চাপের শিকার হতে পারে। কিন্তু সেগুলো নিয়ে কথা বলতে হবে এবং প্রয়োজনে চিকিৎসকদের পরামর্শ নিতে হবে।
ব্রাম্পটন সিভিক হাসপাতালের চাইল্ড সাইকিয়াট্রিস্ট ড. মুরাদ বখত কোভিড পরিস্থিতিতে ঘরবন্দি ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্য নিয়ে শংকা প্রকাশ করেন। তিনি বলেন, এমনিতেই নানা ধরনের ডিভাইসের প্রতি আমাদের বাচ্চাদের ঝোঁক আছে। অপরদিকে কোভিডে স্কুল কলেজ বন্ধ থাকায় অনলাইনে শিক্ষাকার্যক্রম পরিচালনার কারনে তারা আরো বেশি ডিভাইসমুখী হয়ে পরেছে। এটি ছেলেমেয়েদের মানসিক স্বাস্থ্যের জন্য অতি ক্ষতিকর।
তিনি বলেন, দীর্ঘমেয়াদে এই পরিস্থিতি সন্তানদের মানস্কি স্বাস্থ্যে ঋণাত্মক প্রতিক্রিয়া তৈরি করবে।
তিনি সন্তানদের সঙ্গে বন্ধুত্বপূর্ণ আচরণের পরামর্শ দিয়ে বলেন, বয়ো:সন্ধিকালের ছেলে মেয়েরা নিয়ন্ত্রণ পছন্দ করে না। পরিবারে এবং পরিবারের বাইরে বন্ধু পেলে তারা ডিভাইসে মগ্ন হয়ে পরে এবং নি:সঙ্গতা থেকে মানসিক ভাবে অসুস্থ হয়ে পরে। তিনি অভিভাবকদের, সন্তানদের সঙ্গে আচরণে বাবাা মা না হয়ে তাদের বন্ধু হবার পরামর্শ দেন।
রয়্যাল ভিক্টোরিয়া হাসপাতালের সাইকিয়াট্রিস্ট ড. হাসান রফিকুল হাকিম বলেন, বাংলাদেশিদের মধ্যে মানসিক অসুস্থতা নিয়ে একধরনের রক্ষণশীলতা আছে। তারা মনে করেন- এগুলো কাউকে বলার বিষয় না।
ড. হাসান রফিকুল হাকিম এই ধরনের সামাজিক ট্যাবু থেকে বের হয়ে আসার পরামর্শ দিয়ে বলেন, অন্যান্য রোগের মতোই মানসিক অসুস্থতার চিকিৎসা আছে এবং এই চিকিৎসা যতো দ্রুত শুরু করা যায় ততই মঙ্গল।
নিজের রোগীদের উদাহরণ তুলে ধরে তিনি বলেন, স্কুলের প্রিন্সিপাল, আইনজীবীর মতো গুরুত্বপূর্ণ পেশাজীবীরাও মানসিক অসুস্থতা নিয়ে তার কাছে নিয়মিত চিকিৎনা নিতে আসেন। বিজ্ঞপ্তি।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়