ডাক্তার প্রতিদিন

Published:
2020-11-05 17:24:21 BdST

মহাপ্রতিভা আলবার্ট আইনস্টাইনের সবগুলো অভ্যাস ভুলেও অনুসরণ করবেন না


 

 

অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
___________________________

আলবার্ট আইনস্টাইনের ছিল অদ্ভুত স্বভাব। তিনি কখনো মোজা পরতেন না । ঘুমাতেন ১০ ঘণ্টা , বিয়ে করেছেন ফার্স্ট কাজিন কে । নিঃসন্দেহে পৃথিবীতে একজন সবচেয়ে ব্রিয়েলান্ট মানুষ । আবার সে সঙ্গে ছিল অদ্ভুত স্বভাব , ঘুম ৬ -৮ ঘণ্টা ভাল । তবে ঘুম মগজের জন্য ভাল।১০ ঘণ্টা ?
আইনস্টাইন সবপ্নের মধ্যে পান থিওরি অন রিলেটিভিটি । আরেকটি হল হেঁটে চলে বেড়ানো , পায়চারি করা । প্রতিদিন কিছু সময় হাঁটতেন । প্রিন্স টনে প্রতিদিন হাঁটতেন ৩ মাইল । বলা হয় এক জায়গায় দীর্ঘক্ষণ বসে থাকলে মগজ ভোঁতা হয়ে যায় । হাঁটলে মগজের সৃজন শীলতা বাড়ে । আরেকটি মজার অভ্যাস হল পাখি দেখতে দেখতে বেহালা বাজানো । মাঝে মাঝে আইনস্টাইন যখন কোন সমস্যা সমাধান করতে পারতেন না তখন তিনি পাখি দেখতে দেখতে বেহালা বাজাতেন । ঘণ্টার পর ঘণ্টা । চমৎকার বেহালা বাজাতেন তিনি । যন্ত্রসঙ্গীত হল মগজ কে খেলানোর মহা দাওয়াই । বিশেষ করে শাস্ত্রীয় সঙ্গীত । স্ট্রেস কমায় আর কমায় করটিসোল হরমোন মান । আইনস্টাইনের সঙ্গীতের প্রয়োজন হল ?তিনি অসম্ভব ভাল বাসতেন স্পেঘে টি । তিনি বলেছেন ইতালির সবচেয়ে প্রিয় জিনিষ হল স্পেঘে টি আর গণিত শাস্ত্র বিদ লেভি -চিভিতা । কেন তিনি এত ভাল বাসতেন স্পেঘে টি ? মগজ আমাদের এক চতুর্থাংশ এনারজি শুষে নেয় । স্পেঘে টি তে আছে প্রচুর শর্করা যা যোগায় এনার্জি । এই কি ছিল কারন ? না সবাদ ? তা শুধু তিনি জানতেন । আইনস্টাইন ছিলেন চেন স্মকার । তার এই অভ্যাস অনুসরন করবেন না ।তিনি মোজা পরতেন না কখন না । খুব ফেশনেব ল ছিলেন না তিনি । জিজ্ঞাসা করাতে তিনি বললেন আমি মোজা পরলে সব সময় আমার বুড়ো আঙ্গুল সব সময় মোজা ফুটো করে ফেলত । তাই তার খুব অসস্তি হত পরলে । আর সময়ও বাঁচত । তিনি জানতেন না কি করে সাঁতার কাটতে হয় । তিনি ড্রাইভ করতেও জানতেন না । মজার ব্যাপার তার পদার্থ বিদ্যার ক্লাসে ছিল একজন মেয়ে। তার নাম ছিল মিলেভা মেরিক । তাকেই তিনি বিয়ে করলেন । শুনতে রোমান্টিক মনে হলেও তাদের প্রেম উপাখ্যানের সু সমাপ্তি হল না । আইনস্টাইন ১০ বছর পর বিবাহ বিচ্ছেদের পর নোবেল প্রাইজের টাকা দিয়ে দিলেন মিলেভা কে । এর পর বিয়ে করলেন তার প্রথম কাজিন কে । তার নাম ছিল এলসা । এলসার বাবা আর আইনস্টাইনের বাবা ছিলেন কাজিন । সত্যি কি জটিল মানুষ আইনস্টাইন ! কিন্তু তা তার উজ্জল আর দীপ্তিময় হওয়ার পথে বাধা ছিল না ।
আপনারা তার কিছু অভ্যাস অনুসরন করলেও সব গুলো করবেন না ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়