Dr. Aminul Islam

Published:
2020-10-24 00:35:21 BdST

মৌমাছি এই গ্রহের সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রাণী


 


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্য কল্যাণাচার্য
________________________

মৌমাছি মৌমাছি কোথা যাও নাচি নাচি
দাড়াও না একবার ভাই
ওই ফুল ফোটে বনে যাই মধু আহরণে
দাঁড়াবার সময় ত নাই ।
নব কৃষ্ণ ভট্টাচার্যের কাজের লোক কবিতা অনেকেই পড়েছেন ।
মৌমাছি কে এই গ্রহের সবচেয়ে গুরুত্ব পূর্ণ প্রাণী হিসাবে ঘোষণা করা হল আর্থ ওয়াচ ইন্স টি টুট রয়েল জিওগ্রাফিক সোসাইটি র অধিবেশনে । কিন্তু সে সঙ্গে উদ্বেগের খবর এরা যদি এই গ্রহ থেকে অন্তর্হিত হবার অবস্থায় থাকে তাহলে মানবজাতি পড়বে মহা সমস্যায়
এদের স্থান দখল করে তারা যে কাজ করে তা করার মত প্রাণী পৃথিবীতে নাই । তাদের সঙ্গে পুষ্পিত বৃক্ষের যে সম্পর্ক যে ঐক্য তান , পরস্পর নির্ভরশীলতা অসাধারন । এই সম্পর্ক সম্পর্ক ড়ে উঠেছে কোটি োটি বছর ধরে । প্রজাতির যে অসামান্য বৈচিত্র্য আমরা দেখি তা এরই ফল আর মানব জাতির কুশল আর বৃদ্ধি এভাবে হয় প্রাণিত
আছে মৌমাছির ২০০০০ প্রজাতি , আর এদের মধ্যে অনেকেই থাকেনা মৌচাকে , ২মিলিমি টার থেকে ৪ সেন্টি মিটার আয়তনের মৌমাছিরা নতুন তরু লতার সাথে সু অভিযোজিত হয়না।
ফল আর বীজ উৎপন্ন করে যে খাদ্য শস্য আমরা গ্রহন করি এর ৭৫ % হয় পরাগায়নের মাধ্যমে । বিশ্ব জুড়ে প্রধান খাদ্যশস্যের ৮৭ ভাগ পরাগায়নের উপর নির্ভর শীল । এতে আহার সংস্থান হয় অসংখ্য মানুষ প্রানি পক্ষীকুলের । মৌমাছি কমে প্রধান শস্য খাদ্যের কমতি হবে বলেন ফা ও। প্রাচীনতম মিস টক মধুর কথা যদি বলি।বনাঞ্চল নির্মূল আর কীট নাশক ব্যবহার এদের বেঁচে থাকা করবে বিপদ সঙ্কুল । কৃষি কাজে চাই পরাগায়ন বান্ধব চর্চা ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়