ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়

Published:
2020-06-27 17:39:56 BdST

নস্টালজিয়া ও কষ্টালজিয়া


 

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়

_________________________________


এক বিশেষ সন্ধিক্ষণে জন্মাবার জন্যে -- ষাটের দশকে -- সাদা কালো সিনেমা থেকে গ্রামাফোন রেকর্ড , ঘুঁটে কয়লা দিয়ে উনুন জ্বালানো আর বড় অ্যান্টেনা ঘরের মধ্যে একদিক থেকে ঐ দিক -- আর হল্যান্ডের ফিলিপস রেডিও , ইস্কুলে সাইকেলে যাতায়াত -- আমাদের সব শিক্ষক মশায় দের ই বাবু সম্বোধন করতুম । অলকবাবুর অঙ্ক ও কেমেস্ট্রি , দুলালবাবুর ফিজিক্স ও অঙ্ক ( কখনো সখনো ) আর ছ ফুটেরো বেশী লম্বা গম্ভীর সন্তোষবাবুর অঙ্ক । আমাদের নিয়ম ছিল স্কুলে যাওয়ার পথে -- ( তখন বেশিরভাগ মাস্টার মশায় রাই হেঁটেই আসতেন ) -- আমরা সাইকেল থেকে নেমে পড়ে সাইকেলে হাত দিয়ে হাঁটতুম । আরো মনে পড়ে মুকুলবাবু ও দেবদুলাল বাবুর বাঙলা পড়ানো - অহো -- রমেনবাবুর বায়োলজি ও গোপালবাবুর ইংরেজী পড়ানো । রামকৃষ্ণ মিশনেও কোন ধর্ম ক্লাস কখনো ছিলোনা -- ছিল ভারতীয় সংস্কৃতি নামক একটি বিষয়ের ক্লাস -- সপ্তাহে দুদিন । এতো নবম দশম শ্রেণীর কথা । তার আগে জুনিয়র বেসিকে আমরা দুবছর -- ফাইভ ও সিক্সে হিন্দী আর সেভেন ও এইটে সংস্কৃত । অনেক নম্বর পেতুম সংস্কৃতে । তখনো খোলা কল দিয়েই জল পড়তো আর আমরা আঁজলা ভরে খেতুম । ফিল্টার কি ইউ - ভি পিউরিফায়ারের নাম ও কেউ শোনেনি । স্কুলে ছিলো ভারী কালো টেলিফোন -- আমাদের বাড়ীতে ছিলো না । খুব ধনাঢ্য বা ব্যবসায়ী ব্যক্তিরা ঐ কালো টেলিফোন রাখতেন । হটাৎ করে পৃথিবীটা পাল্টে গেলো যেন । এলো গ্যাস এবং গ্যাস ওভেন । তারপরে বাড়ী বাড়ী টেলিফোন । হিন্দী সিনেমাতে কর্ডলেস টেলিফোন বেশ দেখার বিষয় ছিলো বটে । রঙীন ছবি বোধকরি প্রথম এলো সাতের দশকের শেষে আর রঙীন টেলিভিশন আটের দশকের মাঝামাঝি । ঘরে ঘরে ফ্রিজ ঢুকলো । রঙীন বাংলা ছবিও এসে গেলো সত্যজিৎ রায়ের হাত ধরে । টিভি হয়ে গেল ঢাউস আর দেওয়াল জোড়া । ডেস্কটপ হতে হতে ল্যাপটপ -- আরো ক্ষীণাঙ্গী ল্যাপটপ এসে গেলো বাজারে । এখন প্রায় প্রতিটি বাড়ীতে বাতানুকুল যন্ত্র । এক ক্রান্তিকালে জন্মানোর জন্যে ঠাকুমার উনুনে করা রুটি আর অপূর্ব কুমড়োর ডালনা ও খেয়েছি প্রতিদিন । শুধু রবিবারে লুচি । টীনে খাবার , কেক পেস্ট্রি মিলতো আর কৈ ।।
_________________________

ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
সুলেখক । কবি।
Diabetes & Endocrinology Consultant
M.D. at University of Madras । প্রাক্তন :
Calcutta National Medical College and Madras Medical College (MMC

 

_____INFORMATION_____________________

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়