Ameen Qudir

Published:
2017-01-21 15:21:47 BdST

যতটা খাবেন, রেস্তোরাঁয় ততটুকুই অর্ডার! নিয়ম করছেন খোদ মোদী সরকার


 


অনলাইন থেকে
___________________________

রেস্তোরাঁয় গিয়ে খাবারের অর্ডার দিলেন। কিন্তু এক বা হাফ প্লেট খাবারে যে পরিমাণ খাবার দেওয়া হয়, তার পুরোটা আপনি হয়তো খেতে পারেন না।

কিন্তু খেতে না পারলেও পুরো খাবারটির দামই আপনাকে দিতে হবে। দেশের অধিকাংশ রেস্তোরাঁতেই এই নিয়মই চালু রয়েছে। এতে একদিকে যেমন গ্রাহকের অতিরিক্ত অর্থ ব্যয় হচ্ছে, অন্যদিকে প্রচুর খাবারও নষ্ট হচ্ছে। কিন্তু নরেন্দ্র মোদী সরকার যে পথে চিন্তাভাবনা করছে, তাতে এই সমস্যার সমাধান অদূর ভবিষ্যতেই হতে পারে। অর্থাৎ যতটা খেতে পারবেন, রেস্তোরাঁয় গিয়ে ঠিক সেই পরিমাণ খাবারের অর্ডার দিতে পারবেন আপনি। সেই ব্যবস্থা রাখতে হবে রেস্তোরাঁ কর্তৃপক্ষকেই।

 

ঠিক কী পরিকল্পনা করছে কেন্দ্রীয় সরকার? কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক ইতিমধ্যেই এই সংক্রান্ত প্রস্তাব খতিয়ে দেখে এমন নিয়ম তৈরির পথে হাঁটছে, যাতে সব রেস্তোরাঁই গ্রাহকের খিদে অনুযায়ী খাবার সরবরাহ করতে বাধ্য থাকে। কিছু রেস্তোরাঁতে হাফ প্লেট খাবার নেওয়ার সুযোগ থাকলেও অভিজাত রেস্তোরাঁগুলিতে অনেক সময় সেই সুযোগও থাকে না। ফলে বাধ্য হয়ে ফুল প্লেট খাবারই অর্ডার করতে হয় গ্রাহককে। কেন্দ্রের নতুন আইন কার্যকর হলে, সব
রেস্তোরাঁই, গ্রাহকের প্রয়োজন অনুযায়ী খাবারের অর্ডার নিতে বাধ্য থাকবে। সেক্ষেত্রে হাফ প্লেট তো বটেই, কোয়ার্টার প্লেট খাবারেরও অর্ডার দিতে পারবেন গ্রাহকরা।

 

এই প্রস্তাবটি যে অত্যন্ত গুরুত্বের সঙ্গে খতিয়ে দেখা হচ্ছে, সেকথা স্বীকার করে নিয়েছেন কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রকের কর্তারা। ক্রেতা সুরক্ষা মন্ত্রী রামবিলাস পাসোয়ান নিজে মন্ত্রকের কর্তাদের এই নির্দেশ দিয়েছেন। নিয়ম বা আইন চালু করার আগে অন্যান্য দেশে এই সংক্রান্ত যে নিয়ম চালু রয়েছে, তাও ভাল ভাবে খতিয়ে দেখছেন মন্ত্রকের আধিকারিকরা। এক্ষেত্রে গ্রাম অথবা লিটারে, অর্থাৎ ওজন অনুযায়ী খাবারের অর্ডার দেওয়ারও সুযোগ পেতে পারেন গ্রাহকরা।

যদিও এই নিয়ম কার্যকর করা যে সহজ নয়, তা কেন্দ্রীয় সরকারও জানে। সেই জন্যই নিয়ম চালু করার আগে গ্রাহকদের প্রতিনিধি তো বটেই, রেস্তোরাঁ কর্তৃপক্ষগুলির সঙ্গেও আলোচনায় বসবে কেন্দ্রীয় ক্রেতা সুরক্ষা মন্ত্রক। কিন্তু এই নিয়ম কার্যকর হলে আখেরে যে গ্রাহকরাই লাভবান হবেন, তা বলার অপেক্ষা রাখে না।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়