ডাক্তার প্রতিদিন

Published:
2020-05-16 17:06:40 BdST

করোনা এই গ্রহে গড়তে পারে স্থায়ী বসতি 


প্রশ্ন ডা. অধ্যাপক শুভাগত চৌধুরী
___________________

করোনা এই গ্রহে গড়তে পারে স্থায়ী বসতি।
অতি সম্প্রতি ব্রিফিং কালে বিশ্ব স্বাস্থ্য সংস্থা বলেছেন হয়ত করোনা ভাইরাস কখনো যাবেনা আর স্থানিক সংক্রমণ হিসাবে টিকে থাকবে ।
এই ভাইরাসটি কতদিন চলাচলে থাকবে এর পূর্বাভাষ দেওয়া সম্ভব নয় আর একে মোকাবেলার জন্য প্রয়োজন বিশাল আয়োজন ।
বিশ্ব স্বাস্থ্য সংস্থার ইমারজেন্সি বিশেষজ্ঞ মাইক রায়ান বলেন আমাদের কে বাস্তবতা বিবেচনা করতে হবে , আর কবে এই ভাইরসের অন্তর্ধান ঘটবে এ ব্যাপারে কেউ পূর্বাভাষ দেওয়া ঠিক নয় । কোন প্রতিশ্রুতি অঙ্গিকার করা ঠিক নয় , কোন দিন তারিখ ও নয় । হতে পারে দীর্ঘ সমস্যা , হয়ত নয় ।
ইতিমধ্যে টিকা আবিষ্কারের প্রতিশ্রুতি নিয়ে আছেন ১০০ টি গ্রুপ আর এতে আমরা দেখতে পাই আশার আলো
তবে একটা কথা মনে রাখা দরকার হামের টিকা আছে কিন্তু হাম ত চলে যায়নি পৃথিবী থেকে ।
হুর এপি ডেমিও লজিস ট মারিয়া ভ্যান কারকভ বলেন আমাদের মাইন্ড সেট এমন হতে হবে যে ভাইরাস টি যেতে লাগবে অনেক দিন । এই বিপর্যয় ঠেকে বেরুতে লাগবে সময় ;

AD..

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়