ডাক্তার প্রতিদিন

Published:
2020-05-16 16:41:54 BdST

আমরা কি অন্য প্রাণীদের কাছে ভাইরাসের মত? প্রশ্ন ডা. অধ্যাপক শুভাগত চৌধুরীর


  ডা. অধ্যাপক শুভাগত চৌধুরী
___________________

আমরা কি অন্য প্রাণীদের কাছে ভাইরাসের মত?
আমাদের জন্য কো ভি ড ১৯ অস্থায়ী।
কিন্তু অন্য প্রাণীদের জন্য স্থায়ী।
তাদের দুর্ভোগ কহতব্য নয়
তারা ভীষণ ভয়ে;
তারা বেরিয়ে আসতে চায়।
এরা জীবন কাটায় একা আমাদের নির্মিত খাঁচার মধ্যে।
এরা কাঁদে।
আমরা শুনিনা।
আমরা চিনিনা অনেক দুর্ভোগে পীড়িত দের
আমরা বরং এদের প্রদর্শন করার জন্য রাখি
অনেক আক্রান্তদের আমরা লুকিয়ে রাখি
তারা কখন ও দেখবেনা পাতা ভরা গাছ
কখন ও হেঁটে আসবেনা বাইরে
তারা বোঝে না কেন এমন ঘটছে।
তারাও মুক্ত হতে চায়।
তারাও বেঁচে থাকতে চায়।
তারাও ভাল বাসতে চায়।
তারাও জীবনের উৎসবে সামিল হতে চায়।
২.
মানবতা যেন ১৯১৮ সালের বিরাট ভুলের পুনরাবৃত্তি না ঘটতে দেয়
ইতিহাসের শিক্ষা
ইতিহাসে সবচেয়ে প্রচণ্ড বিশ্ব মারী হল ১৯১৮ সালের স্প্যানিশ ফ্লু
চলেছিল দু বছর । এসেছিল সংক্রমণের তিনটি ঢেউ । সংক্রমিত হয়েছিল ৫০০ মিলিয়ন মানুষ । মৃত্যু হয়েছিল ৫০ মিলিয়ন মানুষের
বেশির ভাগ মৃত্যু ঘটেছিলো দ্বিতীয় ঢেউ চলার সময় ।
মানুষ সঙ্গ নিরোধ আর সামাজিক বিচ্ছিন্নতা র ব্যাপারে অতিষ্ঠ হয়ে উঠল , প্রথম যখন এসব তুলে দেওয়া হল , মানুষের বাঁধ ভাঙ্গা জোয়ার উৎসবে পরিণত হল রাজপথ । পরের হপ্তায় এল দ্বিতীয় ঢেউ , লক্ষ লক্ষ মানুষ প্রান হারাল
কো ভি ড ১৯ এর সময় আমরা যেন ইতিহাসের পুনরা বৃত্তি না ঘটাই ।

AD..

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়