ডাক্তার প্রতিদিন

Published:
2020-05-15 16:44:43 BdST

তবে কি স্টিফেন হকিং-এর আশঙ্কাই সত্য হতে চলেছে?



ডেস্ক
____________________

তবে কি স্টিফেন হকিং-এর আশঙ্কাই সত্য হতে চলেছে? প্রশ্ন বাংলাদেশের কবি আবু হাসান শাহরিয়ারের। তিনি লিখেছেন,

ধারণা করি, ইতোমধ্যে সবাই জেনে গেছেন, জাতীয় অধ্যাপক ড. আনিসুজ্জামানের মৃত্যু করোনায় হয়েছে। ভাষাচিত্রী দেবেশ রায়ের মৃত্যুর খবরও পেয়ে গেছেন তাদের অনেকে। তার মৃত্যুতেও করোনার পরোক্ষ হাত ছিল। পারিবারিক সূত্রে জানা গেছে, লকডাউনের কারণে দেবেশ রায়কে যথাসময় হাসপাতালে নিয়ে যাওয়া সম্ভব হয়নি। এ দুটি শোকসংবাদের পাশাপাশি একটি অতিকায় আন্তর্জাতিক দুঃসংবাদও আজ পরিবেশিত হয়েছে দেশি-বিদেশি মিডিয়ায়-- বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে, করোনাকে হয়তো কোনও দিনই নির্মূল করা সম্ভব হবে না। মৃত্যুর আগে স্টিফেন হকিং যে-আশঙ্কা প্রকাশ করে গেছেন, করোনার হাত ধরে মানববিশ্ব কি তাহলে সেই বিনাশযুগেই প্রবেশ করেছে? সংক্রমণে অন্য অনেক ভাইরাসের চেয়ে করোনা অনেক বেশি দ্রতগামী। লক্ষণ দেখা দেওয়ার আগেই আক্রান্ত মানবশরীর থেকে অনাক্রান্ত মানবশরীরে অনুপ্রবেশ করে এই অনুজীব।

AD.. 

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়