আমিন কাদির / রাতুল সেন

Published:
2020-05-11 15:13:59 BdST

ডাক্তার প্রতিদিনের ভাইরাল শিরনাম হুবহু নকল করল কালের কন্ঠ



ডেস্ক
_____________________

ঢাকার একটি শীর্ষ বাংলা দৈনিক কালের কন্ঠ ১০ মে ২০২০ ডাক্তার প্রতিদিন.কমের রিপোর্ট শিরোনামসহ হুবহু নকল করে প্রকাশ করেছে।
"করোনা থেকে বাঁচতে আগামী ১ বছরের জন্য ২২ জরুরি পরামর্শ দিলেন ডা. দেবী শেঠি: শিরোনামের প্রতিবেদন নিয়ে ঘটে এই ঘটনা ।

রিপোর্টের ভেতরের কথাগুলো দেবী শেঠির প্রতিষ্ঠান থেকে বিতরণ করা হয় জনসেবায়। অনুবাদ করে সংবাদ সংস্থা। সে অনুযায়ী নিয়ম মেনে নিজস্ব শিরনাম দিয়ে তা প্রকাশ করে ডাক্তার প্রতিদিন। লেখাটি শিরনামের কারণে ভাইরাল হয়। প্রথম কয়েক ঘন্টায় আড়াই লাখের বেশি পঠিত হয়। শেয়ার হয় ৫০ হাজার ছাড়িয়ে । উপমহাদেশে আরও অনেক মিডিয়াটি লেখাটি নিজ নিজ কেতায় শিরনাম দিয়ে প্রকাশ করলেও ভাইরাল হয় নি। পরামর্শগুলো সহজ সরল । অবশ্য পালনে মিলবে জীবন। সবাইকে উদ্দীপ্ত করে। মিডিয়া বিশেষজ্ঞরা বলেন,
কালের কন্ঠ লেখাটি অবশ্যই প্রকাশ করার অধিকার রাখে। কিন্তু শিরনাম ব্যবহারের অধিকার রাখে না। শিরনাম দেবী মিডিয়ার দেয়া নয়। শিরনাম ডাক্তার প্রতিদিনের ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়