Ameen Qudir

Published:
2020-04-02 14:30:21 BdST

করোনা : বিশেষ কোন জিনগত বৈশিষ্ট্য কি কৃষ্ণাংগদের অধিক সুরক্ষা দিচ্ছে?


 

অধ্যাপক ডা. এমএস কবীর জুয়েল
__________________________

বিশেষ কোন জিনগত বৈশিষ্ট্য কি কৃষ্ণাংগদের অধিক সুরক্ষা দিচ্ছে?

এ নিয়ে আলোচনা চলছে, জগৎব্যাপী ছড়িয়ে পড়া করোনা-র প্রাদুর্ভাবের তেমন মারাত্মক কোন ছোঁয়া আফ্রিকার কোন দেশেই লাগেনি। এন্টার্কটিকা বাদ দিয়ে সারা পৃথিবীর সবগুলো মহাদেশে যেখানে লক্ষাধিক মানুষ আক্রান্ত, সেখানে আফ্রিকা মহাদেশীয় দেশগুলোতে সব মিলে মাত্র ৪২ জন!

তবে Epidemiologist -রা বলছেন ধীরে ধীরে হলেও কোভিড সেদিকেও এগুচ্ছে, কিন্তু ধীরে কেন?

ইউরোপে কেন সুপারসনিক গতিতে ছড়িয়ে পড়লো, কেন আফ্রিকায় ঢিমে তেতালা গতি? এ কি কেবলই জীনতত্ত্ব?

Bill Gates তার দাতব্য সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তা কর্তৃক বেশ কয়েকদিন আগে আফ্রিকাকে চীন থেকে শিক্ষা নিতে বলেছিলেন। কিন্তু তার দেশের ৭-৮ টি স্টেটে পুরো সতর্কাবস্থা বিরাজ করছে। কিন্তু আফ্রিকা করোনা নিয়ে পূর্বাপর অবস্থানটি ধরে রেখেছে।

আমাদের অনেকের দৈহিক গঠন ও বাহ্যিক চামড়া আফ্রিকানদের কাছাকাছি, তাহলে কি আমাদের মাঝে শ্যমলা ও কালো মানুষগুলোও করোনা থেকে কিছুটা সুরক্ষা পেতে পারে?

মনে হচ্ছে, ফেয়ার এন্ড লাভলী-র বিজ্ঞাপনে কিছুটা ভাটা পড়বে, কালচে চামড়ার অনেক গুণও রয়েছে।

কোন কিছু-ই নিশ্চিত নয় তবে, এটা সুস্পষ্ট কোভিড-১৯ অভিজাতদের অধিক আক্রমন করেছে। ধনীদের দ্রুত কাবু করেছে। শেতাংগদের দিকেই বেশী ধাবিত হচ্ছে।
কিন্তু এ সব-ই Hypothetical analysis, কোন নির্দিষ্ট Racial issue নিয়ে আলোচনা করার এখনো সময় আসেনি।

সারা দুনিয়া প্রতিরোধে ব্যস্ত, আগে প্রতিরোধ হোক, মানুষ বেঁচে উঠুক, তারপর Racial or Ethnic Research. তবে কালো মানুষ গুলোর মন সত্যি-ই ভালো, তারা আপনাকে কোন বিষয়ে ‘না’ বলে দিলে, বুঝে নেবেন তা তাদের অপছন্দনীয়, আবারো যখন তারা আপনাকে হ্যাঁ বলবে, তখন অবশ্যই হ্যাঁ, আপনার জন্য জীবন দিতেও দ্বিধা করবেনা,সব আফ্রিকান দেশগুলোর কথা আমি বলছিনা, তবে বেশির ভাগ দেশের কৃষ্ণাংগণ এ মন মানসিকতার অধিকারী।

আমি ব্যক্তিগতভাবে অনেক দেশের কৃষ্ণাংগ চিকিৎসকদের সংস্পর্শে এসেছি, আমি আজো তাদের আন্তরিকতা ভুলতে পারিনি। কি জানি, হয়তো এ জন্যি আফ্রিকানরা Covid-19 Resistant ? যদিও এ মোর একান্ত আবেগী আলাপণ, তবে মনে রাখতে হবে, কোভিড-১৯ অবশ্যই এক ব্যতিক্রমী চিন্তা মানবজাতির মাঝে প্রবেশ করিয়েছে, মানুষের তৈরী করা সভ্যতা আর বিজ্ঞান ভিক্তিক উৎকর্ষতাকে বৃদ্ধাংগুলী দেখিয়েছে।

এ নিয়ে নতুন গবেষণা শুরু হবে, আগামী এপ্রিলে বাজারে আসছে করোনা নিয়ে প্রথম বই ‘Anatomy of Corona Out Break’, যা Scientific American Publishers বের করতে যাচ্ছে, সেখানে আফ্রিকান আমেরিকানদের জীনগত বৈশিষ্ট্য ও আফ্রিকা মহাদেশীয় দেশগুলোতে করোনা-র মৃদূ সংক্রমন নিয়ে কিছু আলোকপাত করা হয়েছে।

তবুও ‘Corona Phobia’ তে আমাদের নিকট বাংলাদেশে অবস্থানরত আফ্রিকানগণ
আসছেন, যা নিতান্তই করোনা ভীতি।
____________________

অধ্যাপক ডা. এম. এস. কবীর জুয়েল
অধ্যাপক, আশিয়ান মেডিকেল কলেজ এন্ড হসপিটাল

এমবিবিএস, বিসিএস, এম.ফিল (নিউরো-সাইকিয়াট্রি);
ডক্টর অফ মেডিসিন – (এম.ডি) মনোরোগ;
জে এস পি এন-ফেলো (JSPN-Fellow) -জাপান;
সৌদি বিশেষায়ীত স্বাস্থ্য কমিশন সার্টিফাইড ইন সাইকিয়াট্রি;
সৌদি বোর্ড এলিজিবল ইন সাইকিয়াট্রি এন্ড সাইকোথেরাপী;
ভিজিটিং কনসালটেন্ট, মনোরোগ বিভাগ, আল জউফ মেডিক্যাল ইউনিভার্সিটি, সৌদি আরব;
সহযোগী অধ্যাপক ও টেলি-সাইকিয়াট্রি কনসালটেন্ট
এশিয়ান ইন্সিটিউট অফ মেডিসিন সায়েন্স টেকনোলজি (AIMST), কেদাহ,
মালয়েশিয়া এবং শেখ কামাল সাইকিয়াট্রি হসপিটাল, বাহরাইন।
ইউনিট প্রধান, সাইকথেরাপী এন্ড কাউন্সিলিং উইং , মনোরোগ বিভাগ,
স্যার সলিমুল্লাহ মেডিক্যাল কলেজ ও মিটফোর্ড হসপিটাল, ঢাকা।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়