Ameen Qudir

Published:
2020-02-23 00:17:56 BdST

বাংলাদেশের বুদ্ধ-কবি ডা. জিয়া সাঈদের গদ্য ধরে পদ্যপুর: বইমেলার আকর্ষণ


ডেস্ক 

_________________

বাংলাদেশের কবিতার মরমী কবি , দরদী স্বজন কবি জিয়া সাঈদ। পেশায় লোকসেবী মহান ডাক্তার। রোগীদের পরম সজ্জনই শুধু নন, বিশাল এক পাঠককুলের তিনি মনেরও ডাক্তার। তাঁর লেখায় সবাই খুঁজে পান জীবনের দিশা। সন্ধান পান আত্মার উপলব্ধি। কবি ডা. জিয়া সাঈদের এবার বেরিয়েছে অনন্য এক গ্রন্থ: গদ্য ধরে পদ্যপুর।

বইটি নিয়ে কবি মামুন নেসার বলেন, আমার বন্ধু স্বজনদের মধ্যে আপনারা যারা একুশে বইমেলায় যাচ্ছেন, তারা প্রিয়তমেষু জিয়া সাঈদের গদ্যের হাত ধরে পদ্যপুরে ঘুরে আসুন। আমার মত সংকীর্ণ মনের মানুষের কাছে তিনি বুদ্ধের মত, নির্মোহ দৃষ্টিতে তিনি পৃথিবীর সব মানুষকে অবলীলায় ভালবেসে যান।

চিকিৎসক ও সুলেখক  ফরিদ এম গাজী লেখেন আরও বিস্তারিত।

তার বয়ান: তার নিজস্ব উঠোন!.....
স্টল থেকে একটু দূরে বসে তিনি আমাকে তার বইয়ে অটোগ্রাফ দিলেন;
আবছা আলো-আঁধারীতে আমি অটোগ্রাফ' টা এক ঝলক দেখেই বইটা তাড়াতাড়ি চোখের আড়ালে নিয়ে গেলাম!..
কেউ যেন দেখে না ফেলে!!....

নিজের মধ্যেই কেমন কুঁকড়ে-চুপসে যাই;
এক ধরণের সংকোচ আমাকে ঘিরে ধরে।

তার চেয়ে বয়সে ছোট, মাপে খাঁটো, আকারে-প্রকারে অতি সাধারণ একজনকে এমন উচ্চতায় দেখতে চাওয়া!...
এমন অ-প্রাপ্য সম্মান দেওয়া!!...
এ শুধু তার পক্ষেই সম্ভব!!....

তিনি জিয়া সাঈদ।
তিনিই পারেন সামান্যকেও অসামান্য ক'রে তুলতে!
পারেন সাধারণকেও অসাধারণের মর্যাদা দিতে!!....

আর তিনিই পারেন এমন গদ্যকে অবলিলায় পদ্যে পরিনত করতে, পদ্যকে ফিরিয়ে আনতে গদ্যে!!....
তিনি যেন এক যাদুকর!... লেখার!.. দেখার!!..

মূলতঃ গদ্য, পদ্য তার কাছে যেন আলাদা কিছু নয়; গদ্যের হাত ধরে হাঁটতে হাঁটতে তিনি চলে আসেন পদ্যের উঠোনে;
পদ্যের সাথে ঘুরতে ঘুরতে চমৎকার বেড়িয়ে আসেন গদ্যের বাড়ী!!....

দুই ভূবনেই তার অগাধ, অবিরাম, অবিরল যাতায়াত!!...
তার নিজস্ব বয়ানে;

".....কান পাতলেই শুনি গান-চোখ রাখলে কবিতা।
আমি গান-কবিতার বিরাট কোনো বিভেদ বুঝি না। গানে খুঁজি কাব্য--কবিতায় গীতলতা।"

পদ্য আর গদ্যের ভূবনে তার এই অহরহ আসা-যাওয়া সব সময়ই যে খুব মসৃন আর নিস্কন্টক হয়েছে; আদৌ তা নয়!..

"....পেছনে ছিল কত কটাক্ষ, কটুক্তি….
তবু পদ্যের মেঠোপথ থেকে কবিতার কুহকী পথ ধরে কুলীন মঞ্জিলের দিকে হেঁটে যাওয়া থামেনি আমার।"

বড়ো আক্ষেপে যেন তিনি বলেন;
"যেদিন মনি দু'টি নিভে যাবে---হিম হয়ে যাবে দুটি হাত--সে দিনও হয়তো বুক ফুঁড়ে উড়ে যাওয়া পাখিটির পাঁজরে রয়ে যাবে সেই সিসৃক্ষার কিছু আঁচ-আঁচড়…"

সেই আঁচে পুড়ে,...আঁচড়ে ক্ষত-বিক্ষত হয়েও এই কবি সন্তের মতো নির্লিপ্ততায় জানান দেন;

"যদি মানুষের মনোবিষ,
বিদ্বেষের চিকিৎসা পাই
যতদূর যেতে বলো-- যাবো….."
(যতদূর বলো)

কারণ তিনি খুব ভিতর থেকেই বিশ্বাষ করেন;

" পরের পাহাড় পেরুলেই হয়তো দেখতে পাবে
জীবন দাঁড়িয়ে আছে কোন দরজায়
গোলাপ হাতে শুধু তোমারই প্রতিক্ষায়"
(পাহাড় পেরুলেই)

জীবনের উপর এমন আস্হা রাখতে, এমন আশাবাদী হতে শুধু কবিরাই পারেন!....
তার মতো কবি।
তিনি জিয়া সাঈদ।

এমন সব মোহন গদ্য আর 'নির্বাচিত পদাবলি' দিয়েই কবি ভ'রে তুলেছেন তার নিজস্ব উঠোন!..

আসুন আমরাও কবির সাথে বেড়িয়ে আসি তার এই

"গদ্য ধরে পদ্যপুর"

অন্বেষা প্রকাশন।
প্রচ্ছদঃ ধ্রুব এষ
প্যাভিলিয়নঃ ৩৩
বই মেলা ২০২০.

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়