Ameen Qudir

Published:
2020-02-13 01:12:08 BdST

জলবায়ু পরিবর্তন মানসিক ও সংক্রামক রোগসহ জনস্বাস্থ্যের জন্য যেসব বিপদ ডেকে আনবে


অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী
বাংলাদেশের স্বাস্থ্যসাহিত্যের পথিকৃৎ

___________________________

জলবায়ু পরিবর্তন ও স্বাস্থ্য
সম্ভবত পৃথিবীর সব দেশে এই বিষয় প্রধান নজর হয়ে দাঁড়াবে ।
জলবায়ু পরিবর্তন কিছু উপাদানের উপর প্রভাব ফেলবে যা মানব স্বাস্থ্যের সাথে সম্পর্কিত।
জন স্বাস্থ্য
চরম জলবায়ু আর তাপ মান , বর্ধমান দূষণ আর পরিবেশ গত বিষ , খাদ্য নিরাপত্তায় পরিবর্তন শারীরিক আর মানসিক স্বাস্থ্য বিঘ্নিত করবে
১। আশ্রয় নিরাপত্তা
২। বাতাসের মান
৩। পানীয় জলের বিশুদ্ধ মান , নিরাপত্তা আর সরবরাহ
৪। খাদ্যের প্রাপ্যতা
৫। খাদ্যের পুষ্টি মান ।
বিশ্ব স্বাস্থ্যের অনুমান জলবায়ু পরিবর্তনের কিছু প্রভাব ২০৩০ থেকে ২০৫০ সালের মধ্যের নিম্নের কিছু কারণে প্রতি বছর ২৫০.০০০ জনের মৃত্যু ঘটাতে পারে ঃ
১। তাপাহত হওয়া
২। অপুষ্টি , কু পুষ্টি
৩। ডায়ে রিয়া
৪। ম্যালেরিয়া
ঘটবে ব্যাপক স্থানান্তর , খরা র কারনে পল্লী থেকে নগরে মানুষের স্থানাতর ঘটবে
নগরে ঘিঞ্জি পরিবেশ , ঘন জন বসতি আর উচ্চ তাপমাত্রা ঘটাবে নানা রোগ ।

মানসিক স্বাস্থ্য
চরম জলবায়ু আর প্রাকৃতিক দুর্যোগ প্রচণ্ড ক্ষতি করতে পারে , বাড়াবে মানসিক চাপ ।
স্থান চ্যুতি , আহত হওয়া , ঘর আর সম্পদ হানি , প্রিয় জন বিয়োগ ঘটতে পারে । উচ্চ তাপে আত্মহত্যা হার বাড়তে পারে মন্তব্য সি ডি সির ।
উচ্চ তাপে অনেক ওষুধের কার্যকারিতা বদলাতে পারে যেমন সিজোফ্রেনিয়া রোগীর ক্ষেত্রে । বিষণ্ণতা আর অন্যান্য মানসিক রোগের উপর নেতিবাচক প্রভাব ফেলবে উচ্চ তাপ মান , জল বায়ু পরিবর্তন ।
হারিকেন , বন্যা , তাপ প্রবাহ , দাবানল এসব ঘটাবে আঘাত পরবর্তী মানসিক বৈকল্য আর দুশ্চিন্তা আর উদ্বেগ ।

সংক্রামক রোগ
বিশ্ব স্বাস্থ্য সংস্থার মতে এই পরিবর্তনে পোকা পতঙ্গ বাহিত সংক্রমণ আর পানি বাহিত রোগ বাড়বে । ঋতু কাল সময় বাড়বে পতঙ্গ সংক্রমণ সময় বেশি পাবে , সংক্রমণ এলাকা হবে বিস্তৃত । বৃষ্টির ধরন পাল টা বে , বদলাবে রোগের ধরন ।
তাপ আর পানি সম্পর্কিত ইসু
উচ তাপ মান দীর্ঘ হবে । তাপাহত হওয়া , অবসন্নতা , পেশি খিচুনি,
কিছু রোগের প্রবলতা বাড়বে শ্বাস যন্ত্রের রোগ আর হৃদ রোগ ।
শিশু , বয় বৃদ্ধ , ক্রনিক অসুখের রোগী , সমাজ বিচ্ছিন্ন মানুষ , দরিদ্র জন , নগরবাসি বেশি প্রভাবিত হবে।
উষ্ণ , শুষ্ক পরিবেশ , খরা ঘটাবে
ধূলি ঝড় , দাবানল , পানি দূষণ , বায়ু দূষণ , খাদ্যাভাব ।
বায়ু দূষণের জন্য শ্বাস যন্ত্রের রোগ
বাড়বে এলারজি । খাদ্য নিরাপত্তা বিঘ্নিত হবে ।
জন্মগত আর স্নায়ুগত ইস্যু বাড়বে ।
ঝুকি বেশি যারা সাগর তীরের বাসিন্দা , পাহাড়ে বাস যাদের । মেরু অঞ্চলের বাসিন্দা , ছোট দ্বীপ । মেগা সিটির লোক যারা । স্বাস্থ্য ব্যবস্থা অনুন্নত অঞ্চলের লোক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়