Ameen Qudir

Published:
2020-02-09 07:10:42 BdST

করোনা ভাইরাস নিয়ে মহাজনপ্রিয় যে সব মিথ্যা গুজব



ডেস্ক
___________________


সোশ্যাল মিডিয়া ও হোয়াটসঅ্যাপে অ্যাসোসিয়েট প্রেসের (এপি) লোগো দেওয়া একটি ভিডিও সম্প্রতি শেয়ার করে দাবি করা হচ্ছে, দেশকে করোনাভাইরাসের হাত থেকে মুক্ত করতে এবার মসজিদে প্রার্থনায় গেলেন চীনা প্রেসিডেন্ট শি জিনপিং এবং সেদেশের প্রধানমন্ত্রী!

সোশ্যাল মিডিয়ায় অনেক মানুষ সেই ভিডিও শেয়ার করে লিখেছেন, ‘চীনা প্রধানমন্ত্রী নামাজ ও প্রার্থনার জন্য মসজিদে এলেন।’

এই প্রতিবেদন লেখা পর্যন্ত সেই ভিডিও প্রায় ৬৪০০০ বার দেখা হয়েছে, শেয়ার হয়েছে প্রায় ৭৫০০ বার। ট্যুইটারের ভিডিওটি বহুলভাবে প্রচার করা হয়েছে।

এক ট্যুইটার ব্যবহারকারী লিখেছেন, ‘চীনা প্রেসিডেন্ট শি জিনপিং মসজিদে প্রার্থনা করছেন দেশের এই কঠিন সময়ে মুসলিমদের জন্য। আমরা আপনার সাহায্য চাই।’ সেই পোস্টের সঙ্গে ওয়ার্ল্ড ওয়েক আপ ফর কাশ্মীর লিখেও হ্যাশট্যাগ দেওয়া হয়েছে।

সত্য
ভিডিওটিতে যাঁকে দেখা যাচ্ছে, তিনি মালয়েশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রী আবদুল্লাহ আহমেদ বাদাই, আর এই ভিডিওটি ২০০৪ সালের মে মাসের। ভিডিওটি সেইসময় তোলা হয়েছিল যখন, ২০০৪ সালে বাদাই পাঁচদিনের জন্য চীন সফরে গিয়েছিলেন। আর সেই সফরের মাঝে এক শুক্রবারের নমাজের জন্য তিনি হাজির হয়েছিলেন চীনের বেজিংয়ের নান শিয়া পো মসজিদে।

বাদাই ২০০৩ সাল থেকে ২০০৯ সাল পর্যন্ত মালয়েশিয়ার প্রধানমন্ত্রী ছিলেন। ২০০৯ সাল থেকে ২০১৮ সাল পর্যন্ত সেদেশের প্রধানমন্ত্রী ছিলেন নাজিব রাজাক এবং বর্তমান প্রধানমন্ত্রী হলেন মহাথীর বিন মহম্মদ।

এই ভিডিওটি চীনের প্রেসিডেন্ট শি জিনপিং বা চীনা প্রধানমন্ত্রীর কোনও মসজিদে যাওয়ার দৃশ্য নয়।

তথ্য যাচাই ও প্রক্রিয়া
ভিডিওটি শেয়ার করে যে দাবি করা হয়েছে, তা সম্পূর্ণ ভুল। আমরা ইউটিউবে ‘PM visits mosque AP video’ লিখে সার্চ করেছিলাম। আর তারপরই আমরা ২০১৫ সালে ২১ জুলাই অ্যাসোসিয়েট প্রেসের অফিসিয়াল ইউটিউব চ্যানেলে দেওয়া এই ভিডিওটি দেখতে পাই। যার শিরোনাম ছিল ‘রাজধানীর মসজিদে গেলেন প্রধানমন্ত্রী।’

সেই ভিডিওর বিবরণেও লেখা ছিল, পাঁচদিনের জন্য চীন সফরে গিয়েছিলেন বাদাই। আর সেই সফরের দ্বিতীয় দিনে এক শুক্রবারের নমাজের জন্য তিনি হাজির হয়েছিলেন চীনের বেজিংয়ের নান শিয়া পো মসজিদে।

সিদ্ধান্ত
চীনা প্রেসিডেন্ট বা প্রধানমন্ত্রীর নাম করে যে ভিডিওটি শেয়ার করা হচ্ছে তা আসলে মালেশিয়ার প্রাক্তন প্রধানমন্ত্রীর। সেইসঙ্গে দাবিটিও সম্পূর্ণ ভুয়ো।

 

সূত্র: এই সময়

 

ঢাকার শীর্ষ দৈনিকগুলোর ঢাহা মিথ্যে প্রচারণা

বাংলাদেশের কিছু শীর্ষ দৈনিক খবর ছেপেছে, "প্রাণঘাতী করোনাভাইরাসে আক্রান্ত ২০ হাজার রোগীকে মেরে ফেলতে চীন সরকার আদালতের কাছে অনুমতি চেয়েছে বলে খবর বেরিয়েছে।


সম্প্রতি ‘ab-tc.com-City News’ নামক একটি সংবাদমাধ্যমের একটি রিপোর্টে এ তথ্য জানানো হয়েছে বলে জানিয়েছে ভারতীয় গণমাধ্যম এই সময়।

ওই রিপোর্টের শিরোনামে লেখা হয়েছে, ২০ হাজার করোনভাইরাসে আক্রান্ত রোগীদের প্রাণে মারতে উদ্যোগী হয়ে কোর্টের অনুমতি চাইছে চীন সরকার।

রিপোর্টে দাবি করা হচ্ছে, সংক্রমণ যাতে আর না ছড়িয়ে পড়ে তা বন্ধ করতেই মূলত এই চিন্তাভাবনা করছে জিনপিংয়ের দেশ। আর এই খবর বহু মানুষ নানান সোশ্যাল প্ল্যাটফর্মে ছড়িয়ে দিয়েছেন।"
এটাও ঢাহা মিথ্যা। মুর্খ , ধর্মান্ধ দের আরও বোকা ও ধর্মান্ধ বানিয়ে ব্যপক লাইক শেয়ার কামিয়ে নেয়ার ধান্ধাতেই এই অদ্ভুত প্রচার। এর কোন ভিত্তি নেই।

 

এ ছাড়াও গবেষক মাসুদ করিম খান জানান আরও কিছু মিথ্যের কথা ।


সারা বিশ্বকে অবাক করে দিয়ে চীন এক দিনের মধ্যে হাসপাতাল বানিয়ে ফেলেছে! - না, ওদের কাছে আলাদীনের প্রদীপ নাই, ফলে একদিনের মধ্যে হাসপাতাল বানানো সম্ভব না। মেইকশিফট হাসপাতাল সম্বন্ধে কারো জ্ঞানের অভাব থাকলে "Makeshift Hospital" লিখে গুগল করা যেতে পারে। ছোঁয়াচে রুগীদের আলাদা করার জন্য এরকম সব দেশেই করা হয়, এমনকি বাংলাদেশেও।

২. করোনা ভাইরাস নিয়ে আতঙ্কিত হওয়ার কিছু নাই, কারণ গাড়ি দুর্ঘটনায় দৈনিক এর চেয়ে অনেক বেশী মানুষ মারা যায়। - গাড়ি দুর্ঘটনা ছোঁয়াচে না। ভাল দেখে ডাক্তার দেখান।

৩. করোনাভাইরাস হচ্ছে উইঘর মুসলমানদের উপর নির্যাতন করার কারণে আল্লাহর তরফ থেকে শাস্তি! - ভালো দেখে ছাগলের ডাক্তার দেখান।

৪. ) চীনের প্রেসিডেন্ট করোনাভাইরাস থেকে মুক্তির জন্য মসজিদে গিয়ে নামাজ পড়েছেন। - আবারো, ভাল দেখে ছাগলের ডাক্তার দেখান।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়