Ameen Qudir

Published:
2020-01-06 22:20:01 BdST

'হাতুড়ে ডাক্তাররা অপচিকিৎসা দিয়ে যত খুশী রুগী মারুক, এই আইনে অন্তত কিছু বলবে না'


 



ডেস্ক
_____________________

বাংলাদেশ সুপ্রিম কোর্টের বিশিষ্ট আইনজীবি কাজী ওয়াসিমুল হক স্বত:প্রনোদিত হয়ে একটি আইনি সুরক্ষার প্রশ্নে ইতিবাচক সতর্ক করলেন সবাইকে । এক লেখায় তিনি বলেছেন,

""বাংলাদেশে প্রতিবছর বিপুল সংখ্যক লোক ফার্মেসীওয়ালা, হাতুড়ে ডাক্তার আর তথাকথিত কবিরাজদের অপচিকিৎসার শিকার হয়ে মারা যায়, অনেকে আবার সারা জীবনের জন্য অচলও হয়ে যায়।

ইন্টারেস্টিংলি, এত গুরুতর ইস্যু হলেও তা নিয়ে মেইন স্ট্রিম মিডিয়ায় কোন নড়াচড়া দেখা যায় না, আমি শিওর কাল জয়া আহসানের কাশি হলে তারা এটাকেই হাইলাইট করবে, কিন্তু এই চলমান মৃত্যুর মিছিলকে নয়।

মিডিয়া এই ইস্যু হাইলাইট করেনা, সরকার এদের শাস্তির জন্য কোন আইন বানায় না, কারন কি?

শুনতে খারাপ লাগতে পারে কিন্তু মিডিয়া আর সরকারের উদাসীনতার মূল কারন হচ্ছে ভিকটিমেরা মূলত নিম্ন বা নিম্ন মধ্যবিত্ত শ্রেনীর এবং গ্ল্যামারলেস যাদের নিয়ে কারো কোন মাথাব্যথা নেই। আফটার অল ভিকটিম কোন বিশেষ শ্রেনীর, ধর্মের বা সামাজিক অবস্থানের না হলে আমাদের চেতনাদন্ড খাড়ায় না। রেইনট্রি ইনসিডেন্ট নিয়ে কত বিশাল হাউকাউ হয়েছিল মনে আছে? দেশের আনাচে কানাচে নিত্য অনেক রেপের ঘটনা ঘটছে, সেসব নিয়ে কিন্তু মিডিয়ায় কখনো কোন তোলপাড় হয়না।

পয়েন্ট টু বি নোটেড, কেবল আইন পাশ করলেই হবেনা, ভুক্তভোগীরা কেন এসব হাতুড়ে চিকিৎসার উপর নির্ভর করে, সেটাও বুঝতে হবে। আমার মতে প্রথমটা হচ্ছে টাকা বাচাতে চাওয়ার প্রবনতা, এরপর আসবে যাতায়াত সমস্যা, চিকিৎসকদের প্রতি শ্রেনীগত অবিশ্বাস এবং লাস্ট বাট নট দি লিস্ট, বিভিন্ন সরকারী হাসপাতালে দালাল কতৃক নিগ্রহ। নির্বুদ্ধিতাকে আর যোগ করলাম না, কারন আমরা জাতিগত ভাবেই নির্বোধ।

বাই দি ওয়ে, প্রস্তাবিত স্বাস্থ্য সুরক্ষা আইনে কিন্তু এসব কোয়াকদের বিরুদ্ধে কিছুই বলা নেই, অবস্থা এমন যে, আপনার যদি ডাক্তারী লাইসেন্স থাকে, তাহলে আপনার কোন রুগীর কিছু হলে আপনার খবর হতে পারে, আর যদি লাইসেন্স না থাকে, অপচিকিৎসা দিয়ে যত খুশী রুগী মারুন, এই আইনে অন্তত কিছু বলবে না।""

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়