Ameen Qudir

Published:
2019-11-17 00:06:16 BdST

বাংলাদেশের ৩৫ লাখ রোগীই জানেন না তাদের ডায়াবেটিস আছে


 

ডেস্ক
___________________

বাংলাদেশে প্রায় ৭০ লাখ ডায়াবেটিস রোগী, যাঁদের অধিকাংশই হৃদরোগ, কিডনির অসুখসহ বিভিন্ন জটিলতায় ভুগছেন। তাঁদের হাতের নাগালে চিকিৎসা সেবা ও প্রয়োজনীয় ডায়াবেটিসের ওষুধ ও অন্যান্য পণ্যের অভাব রয়েছে। তাছাড়া সচেতনতার অভাবে প্রায় অর্ধেক অর্থাৎ ৩৫ লাখ রোগী জানতেই পারেন না, তাঁদের ডায়াবেটিস আছে। ফলে প্রতি বছর প্রায় ১ লাখ মানুষ এ রোগে মৃত্যুবরণ করেন। এই বিপুল সংখ্যক ডায়াবেটিস রোগীর প্রয়োজনীয় সকল সেবা ও পণ্য এক প্ল্যাটফর্মে আনতে কাজ করে চলেছে ঢাকা কাস্ট। এই আয়োজনে সহযোগী ছিলেন মাইন্ডো, ডায়াবেটিস স্টোর ও ইএমকে সেন্টার।
এ সব তথ্য জানান হল এক অনুষ্ঠানে ।
রাজধানীর প্রাণকেন্দ্র ধানমন্ডির ইএমকে সেন্টারে ঢাকা কাস্টের উদ্যোগে পালিত হলো বিশ্ব ডায়াবেটিস দিবস-২০১৯। অর্ধ শতাধিক ডায়াবেটিক রোগীর প্রাণবন্ত অংশগ্রহণে পালিত হয় দিনটি। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাংলাদেশ ডায়াবেটিক এসোসিয়েশন ও বারডেম ল্যাবরেটরি সার্ভিসের পরিচালক অধ্যাপক ডা. শুভাগত চৌধুরী, প্রখ্যাত ডায়াবেটিক বিশেষজ্ঞ ডা. এজাজ বারী চৌধুরী, অধ্যাপক ডা. শহীদুল বারী, অধ্যাপক ডা. মোন্তাসির ইসলাম, ঢাকা কাস্টের সিইও ডা. ফাহরিন হান্নান সহ অন্যান্য চিকিৎসকবৃন্দ। তাঁরা রোগীদের হেলথ চেক আপ ও প্রয়োজনীয় চিকিৎসা পরামর্শ দেন, পাশাপাশি রোগীদের বিভিন্ন প্রশ্নের উত্তর দেন। এসময় অতিথিবৃন্দ বলেন, ডায়াবেটিস প্রতিরোধ করতে নিয়মিত জীবনাচরণের কোনো বিকল্প নেই। সঠিক খাদ্যাভ্যাস ও নিয়মিত ব্যায়ামের মাধ্যমে সহজেই ডায়াবেটিস নিয়ন্ত্রণ করা সম্ভব। শিশু বয়স থেকেই এদিকে নজর দিলে পরবর্তী জীবনে ডায়াবেটিসের ঝুঁকি কমানো সম্ভব। এজন্যে এবারের ডায়াবেটিস দিবসের প্রতিপাদ্য, 'পরিবারকে ডায়াবেটিস থেকে রক্ষা করুন'। বিজ্ঞপ্তি

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়