Ameen Qudir

Published:
2019-11-06 22:16:25 BdST

আকুপাংচার :অনেক আনাড়ি মানুষও এই পদ্ধতিতে চিকিৎসা করছেন


ডাঃ মোঃ ফজলুল কবির পাভেল_____________________

আকুপাংচার পুরাতন এক চিকিৎসা পদ্ধতি। চীনদেশে প্রথম এই পদ্ধতি আবিষ্কার হয় তারপর আস্তে আস্তে সারা পৃথিবীতেই ছড়িয়ে পড়ে । সরু সুঁই দিয়ে ব্যাথার জায়গায় ফোটানো হয়। তাতে ব্যাথা কমে যায় । কিভাবে কাজ করে এই পদ্ধতি তা নিয়ে নানাবিধ বক্তব্য আছে। স্থানীয় কোন ইনজুরি হলে সেখানে রক্তপ্রবাহ বাড়ে ।আমাদের রক্তে বিভিন্ন উপাদান মিশে থাকে। এসব উপাদানের মধ্যে কোন কোন উপাদান ব্যাথা কমাতে সাহায্য করে। সুঁই দিয়ে ইনজুরি করে সেখানে রক্ত প্রবাহ বাড়িয়ে আকুপাংচার পদ্ধতিতে ব্যাথা কমানো হয়। তবে এই পদ্ধতির চিকিৎসা নিয়ে বেশ কিছু বিতর্ক আছে। অনেক গবেষণায় দেখা গেছে এই পদ্ধতি তেমন কার্যকর নয়। আবার অনেক আনাড়ি মানুষও এই পদ্ধতিতে চিকিৎসা করছেন।

২.

বোতলজাত পানির মুল্য কমানো উচিত


আগে বলা হতো পানির অপর নাম জীবন। বর্তমানে বলা হয় বিশুদ্ধ পানির অপর নাম জীবন। ঢাকায় এই বিশুদ্ধ পানি পাওয়া খুব মুশকিল। বেশিরভাগ হোটেলে যে পানি দেয়া হয় তা নিরাপদ নয়। ফিল্টার পানি নিয়েও অনেক বিতর্ক আছে। এসব দূষিত পানি খেয়ে মানুষজন নানারকম অসুখে আক্রান্ত হচ্ছেন। বাংলাদেশে বোতলজাত পানি অনেকদিন থেকেই ব্যাবহার হয়ে আসছে। এসব পানির বেশিরভাগই নিরাপদ। বর্তমানে বেশ কিছু কোম্পানি সুনামের সাথে এই পানি বাজারজাত করছে। কিন্তু বোতলজাত এসব পানির মূল্য বেশি। এজন্য অনেকেই যেখানেই পানি পান সেখানেই গ্রহণ করে থাকেন। এই পানির মূল্য কমালে এবং সহজলভ্য করলে সবাই উপকৃত হবেন। আশা করি সংশ্লিষ্টরা সবাই ভেবে দেখবেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়