Ameen Qudir

Published:
2019-10-27 06:28:06 BdST

প্রথম মহিলা স্নাতক বরিশালের কামিনী রায়কে শ্রদ্ধা জানাল গুগল ডুডল



ডেস্ক
__________________

অবিভক্ত ভারতবর্ষের প্রথম মহিলা স্নাতক তিনি। বর্তমানেই যখন অনেক মেয়েই শিক্ষার আলো পায় না, সেখানে আজ থেকে ১৩৩ বছর আগে বেথুন কলেজ থেকে সংস্কৃতে স্নাতক পাশ করেন কামিনী রায়।বরিশালের মেয়ে তিনি। পাঠ্য বইয়ের তার লেখা পড়েই তৈরী হয়েছে আমাদের মনন। পাছে লোকে কিছু বলে: কবিতা মুখস্ত সমগ্র বাঙালির জাতির সকল শিক্ষত জনের।  দেশে মহিলাদের শিক্ষার প্রসারের ক্ষেত্রে অন্যতম পথপ্রদর্শক হলেন তিনি। সেই কামিনী রায়ের ১৫৫ তম জন্মবার্ষিকীতে শুভেচ্ছা জানাল গুগল ডুডল। বাঙালি কবি, সমাজসেবী তথা ব্রিটিশ শাসনাধীন ভারতের প্রথম মহিলা স্নাতক কামিনী রায়ের জন্ম ১৮৬৪ সালের ১২ অক্টোবর। জন্মস্থান বরিশালে। পরাধীন ভারতে যখন মহিলাদের পড়াশোনা কিংবা সমাজে খোলামেলা ভাবে মেলামেশা করা একপ্রকার নিষিদ্ধ ছিল তখন কোনও কিছুর পরোয়া না করে স্নাতক হন তিনি। ছোট বয়স থেকেই কবিতা লেখার প্রতি তাঁর আগ্রহ ছিল, বয়স বাড়ার সঙ্গে সঙ্গে একাধিক কবিতা রচনাও করেন তিনি। স্নাতক পাশ করার পর বেথুন কলেজে শিক্ষকতাও করেন। সেখান থেকেই তাঁর প্রথম বই প্রকাশ পায়। তাঁর উল্লেখযোগ্য কিছু রচনাবলি হল ‘‌আলো ও ছায়া’‌, ‘‌মাল্য ও নির্মাল্য’‌ ইত্যাদি। কামিনী রায় তাঁর বেশ কিছু কবিতা ‘‌জনৈক বঙ্গমহিলা’‌ ছন্দনামেও লিখেছেন। সাহিত্যচর্চার পাশাপশি তিনি সাংস্কৃতিক ও জনহিতকর, বিশেষত নারীকল্যাণমূলক কাজেও আত্মনিয়োগ করেছিলেন বলে জানা যায়। নারীশ্রমিক তদন্ত কমিশনের অন্যতম সদস্য ছিলেন কামিনী রায়। এছাড়াও বঙ্গীয় সাহিত্য সম্মেলনে সাহিত্য শাখার সভানেত্রী ও বঙ্গীয় সাহিত্য পরিষদের সহ–সভাপতিও ছিলেন। ১৯২৬ সালে ভারতে মহিলাদের ভোটদানের অধিকারের জন্য ব্রিটিশ রাজের সঙ্গেও লড়াই করেছিলেন কামিনী দেবী।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়