Ameen Qudir

Published:
2019-10-15 22:01:47 BdST

বাঙালি স্ত্রীর সঙ্গে ডিভোর্স: সন্তানের মৃত্যু : অভিজিতের জীবন বিচ্ছেদ ও শোকে মোড়ানো


 

ডেস্ক
_________________________

বাঙালি প্রথম স্ত্রী সঙ্গে ডিভোর্স: এই দম্পতির পুত্র কবিরের অকাল মৃত্যু : বিশ্বজয়ী নোবেল লরিয়েট অর্থনীতিবিদ অভিজিৎ ব্যানার্জির জীবন যেন বিচ্ছেদ ও শোকের চাদরে মোড়া। তারপরও থেমে থাকেন নি তিনি। অদম্য লড়াই করেছেন জীবনের সঙ্গে। চালিয়ে গেছেন কাজ। অবশেষে পেলেন মহাসাফল্য। অভিজিৎ ব্যানার্জির প্রথম স্ত্রী অরুন্ধতী তুলি ব্যানার্জি এমআইটির স্বনামখ্যাত শিক্ষক । তিনিও কলকাতাতেই বেড়ে ওঠেন। কবির ব্যানার্জি নামে দুজনের একটি ছেলেও ছিল। পরে অভিজিৎ-অরুন্ধতীর বিচ্ছেদ হয়। ২০১৬ সালে মারা যান এ দম্পতির ছেলে কবির। গবেষণার সঙ্গী এস্তার দুফলো ২০১৫ সালে অভিজিতের জীবনসঙ্গী হন।

মা-বাবা দুজনেই অর্থনীতির স্বনামধন্য অধ্যাপক। তাঁদের ছেলেও অর্থনীতির শিক্ষক। বাবা-মার কর্মজীবন কেটেছে কলকাতাতেই। কিন্তু ছেলে এখন মার্কিন মুল্লুকের বিখ্যাত প্রতিষ্ঠান ম্যাসাচুসেটস ইনস্টিটিউট অব টেকনোলজির (এমআইটি) অধ্যাপক। সোমবার এই বঙ্গসন্তানের প্রাপ্তির মুকুটে যুক্ত হলো নোবেল। যাঁর কথা বলা হচ্ছে, তাঁর পুরো নাম অভিজিৎ বিনায়ক বন্দ্যোপাধ্যায়।
বাঙালিও পেল রবীন্দ্রনাথ ঠাকুর, অমর্ত্য সেন ও ড. মুহম্মদ ইউনুসের পর আরেক নোবেলজয়ী। কলকাতায় জন্ম নেওয়া অভিজিৎ শুধু একাই নন, তাঁর স্ত্রী ফরাসি বংশোদ্ভূত মার্কিন অর্থনীতিবিদ এস্তার দুফলোও এবার নোবেল পেয়েছেন।

 

তুলি ব্যানার্জি

অভিজিতের জন্ম মুম্বাইয়ে ১৯৬১ সালে। এমআইটির শিক্ষকতার পাশাপাশি একাধিক আন্তর্জাতিক প্রতিষ্ঠানের সঙ্গে জড়িত অভিজিৎ। তিন আব্দুল লতিফ জামিল পোভার্টি অ্যাকশন ল্যাবের সহ প্রতিষ্ঠাতা। ইনোভেশন ফর পোভার্টি অ্যাকশনের গবেষক। তুলি ব্যানার্জিও ছিলেন সেখানে। তিনি কনসোর্টিয়াম অন ফাইন্যান্সিয়াল সিস্টেমস অ্যান্ড পোভার্টির সদস্য।

মা নির্মলা ব্যানার্জি ও বাবা দীপক ব্যানার্জির সন্তান অভিজিৎ। তাঁর মা নির্মলা কলকাতার সেন্টার ফর স্টাডিজ ইন সোশ্যাল সায়েন্সেসের অর্থনীতির অধ্যাপক। বাবা দীপক ব্যানার্জি কলকাতার বিখ্যাত প্রেসিডেন্সি কলেজের অর্থনীতির অধ্যাপক ছিলেন।
অভিজিতের শৈশব-কৈশোর কেটেছে কলকাতাতেই। কলকাতার সাউথ পয়েন্ট স্কুলে লেখাপড়া করেছেন। পরে পড়েছেন প্রেসিডেন্সি কলেজে। দিল্লির জওহরলাল নেহরু ইউনিভার্সিটিতেও কেটেছে শিক্ষাজীবনের একটি অংশ। এরপর ১৯৮৮ সালে তিনি হাভার্ড ইউনিভার্সিটি থেকে পিএইচডি করেছেন।

সুইডিশ রয়্যাল একাডেমি অর্থনীতিতে নোবেলের জন্য এই তিনজনের নাম ঘোষণা দিয়ে বলেছে, ‘বৈশ্বিক দারিদ্র্য নিরসনে এই ত্রয়ী আমাদের সক্ষমতা বৃদ্ধিতে ইতিবাচক ভূমিকা রেখেছেন। মাত্র দুই দশকে তাদের পরীক্ষামূলক গবেষণা উন্নয়ন অর্থনীতির মোড় পরিবর্তনে সহায়তা করেছে। এটা গবেষণার একটি নতুন ক্ষেত্রে পরিণত হয়েছে।’

একাডেমি আরও বলেছে, এই তিনজনের পরীক্ষামূলক গবেষণা পদ্ধতি ৫০ লাখের বেশি ভারতীয় শিশুকে উপকৃত করেছে।

বিশ্বের নামী সব সাময়িকীতে অসংখ্য লেখা প্রকাশ হয়েছে অভিজিৎ ব্যানার্জির। বই আছে নিজের লেখা চারটি। এর মধ্যে অভিজিৎ ও এস্তারের লেখা ‘পুওর ইকনোমিকস’ বইটি জিতেছে গোল্ডম্যান স্যাকস বিজনেস বুক অব দ্য ইয়ার পুরস্কার।

কে এই তুলি ব্যানার্জি : অভিজিতের প্রথম স্ত্রী
Arundhati T. Banerjee
Senior Director at MIT
Arundhati Tuli Banerjee is a lecturer in Global Studies and Languages, Studies in International Literatures and Cultures (SILC). She teaches European and South Asian Literature and cinema. She received her MA in English from Jadavpur University, India and her M.A. in French Literature from Brandeis University. Her M. Phil and Ph.D in French Literature are from Columbia University. She has published on reading strategies of prose poems. She co-directed the documentary film “The Name of the Disease” (2006), about healthcare in India, with Professor Abhijit Banerjee, Co-Director of the Abdul Jameel Poverty Action Lab. Banerjee is also the senior director of MIT’s Office of Global Initiatives (OGI). She works with MIT alumni, friends, and supporters across the globe to identify, help plan, and find support for MIT’s international initiatives. In this role, she works closely with MIT President L. Rafael Reif, senior officers, and faculty to align MIT’s global mission with its key international partners.


Personal life
Abhijit Banerjee was married to Dr. Arundhati Tuli Banerjee, a lecturer of literature at MIT. Abhijit and Arundhati had one son together, before they divorced.

Abhijit has a child (born 2012) with co-researcher and MIT professor Esther Duflo. Banerjee was a joint supervisor of Duflo's PhD in economics at MIT in 1999. Duflo is also a Professor of Poverty Alleviation and Development Economics at MIT. Banerjee and Duflo formally married each other in 2015.

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়