Ameen Qudir

Published:
2019-08-09 06:25:23 BdST

গ্রীনরোডে জমে থাকা বৃষ্টির জলে পড়া ইলেক্ট্রিক তারে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে ডা. পলাশের করুণ মৃত্যু


 

ডেস্ক
____________________________

বগুড়া জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী ডা. পলাশ দে ঢাকার গ্রীনরোডে বৃষ্টির জমে থাকা জলে পড়ে থাকা ইলেক্ট্রিক তারের সাথে লেগে বিদ্যুতস্পৃষ্ঠ হয়ে মারা গেছেন। অথচ মর্মান্তিক মৃত্যুর মাত্র কয়েক ঘন্টা আগে ডা. পলাশ সর্বমঙ্গল কামনার এক স্টাটাসে বলেছিলেন," এই ছুটির কয়টা দিন বৃষ্টি দিও না করুণাময়। তাহলে ইদের পর মহামারী হয়ে যেতে পারে। হসপিটালগুলো ভর্তি একদম। এই পরিস্কার অঅমৃত সদৃশ জল মৃত্যু ডেকে আনতে পারে বহু মানুষের।"
মহান এই আকাঙ্খা ও মঙ্গলকামী তরুণ ডাক্তারটি মারা গেলেন সেই জল ও বিদ্যুতের নিষ্ঠুর স্পর্শে।


জিয়াউর রহমান মেডিকেল কলেজের সাবেক শিক্ষার্থী এসএম মারুফ রায়ান জানান,
যে ছেলেটা মাত্র ১৬ ঘন্টা আগে সৃষ্টিকর্তার কাছে জল না দিয়ে অন্যের মৃত্যু ঠেকানোর প্রার্থনা করছিলো।সেই জল-ই ১৬ ঘন্টা পর ছেলেটাকে নিয়ে গেল সৃষ্টিকর্তার কাছে।

ডা: পলাশ দে, ২০১১-১২ সেশন , শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, একটু আগে গ্রীনরোডে বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে থাকা ইলেক্ট্রিক তারের সাথে লেগে ইলেক্ট্রাকিউটেড হয়ে মারা গেছেন।
তাকে ক্রিসেন্ট গ্যাস্টোলিভার হাসপাতালে নিয়ে আসার পর মৃত ঘোষণা করা হয়।

এতটাও নিষ্ঠুর হতে পারে মৃত্যু,আর তার আয়োজন এতটাও নির্দয়ভাবে করতে পারে এই শহর!

 

ডা. দিলরুবা মজুমদার চমক জানান,
ডা: পলাশ দে, ২০১১-১২ সেশন , শহীদ জিয়াউর রহমান মেডিকেল কলেজ, একটু আগে গ্রীনরোডে বৃষ্টির জমে থাকা পানিতে পড়ে থাকা ইলেক্ট্রিক তারের সাথে লেগে ইলেক্ট্রাকিউটেড হয়ে মারা গেছেন।
সবাই সাবধানতা অবলম্বন করবেন।
সবার ভালোর কথা চিন্তা করে ১৬ ঘন্টা আগে নিজেই এই পোষ্ট দিয়েছিলেন।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়