Ameen Qudir

Published:
2019-08-07 15:14:27 BdST

জাতীয় প্রেসক্লাবের সামনে ডেঙ্গির 'অব্যর্থ'শিশি ওষুধ বিতরণ: খেলে জীবন নাশের আশঙ্কা


 



ডেস্ক
_________________________

খোদ প্রেসক্লাবে দাঁড়িয়ে প্রশাসনের নাকের ডগায় ওরা ডেঙ্গি রোগের অব্যর্থ মহৌষধ বিক্রি করছে। বলছে, DENGUE রোগের প্রতিষেধক! সাধারণ মানুষকে বিলিয়ে বেড়াচ্ছে। আর চিৎকার করে মাইকে বলছে ,ডাক্তাররা যেন DENGUE নিয়ে ব্যাবসা না করে!
একদিকে বাংলাদেশে ডেঙ্গি রোগীদের চিকিৎসা দিতে গিয়ে মারা যাচ্ছেন একের পর এক এমবিবিএস চিকিৎসক। রোগীর চিকিৎসায় জীবন পাত করছেন। তাদের ইদের ছুটিও বাতিল হয়েছে মানুষের জীবন বাঁচাতে। সেখানে এরা প্রকাশ্যে মানুষের জীবন নিয়ে ছিনিমিনি খেলছে। প্রশাসন কি জানে, সরকারি কি জানে, এই অব্যর্থ ডেঙ্গির মহৌষধ খেলে যে কোন ডেঙ্গি রোগীর জীবন হানি ঘটতে পারে।
একদিকে ডেঙ্গিরোগীদের জীবন বাঁচাতে ডাক্তারদের অতন্দ্র সংগ্রাম: অন্যদিকে   প্রকাশ্যে ঢাকার জাতীয় প্রেসক্লাবের সামনে চলছে ডেঙ্গিরোগীদের  জীবননাশী   শিশি ওষুধ বিক্রি ও বিতরণ । আর ডাক্তারদের বিরুদ্ধে বিষোদ্গার। ওরা বলছে,
এক পরিবারের জন্য এক শিশিই যথেষ্ট ।
চিকিৎসক নুরুল আমিন লিখেছেন,
ইসলামী গণজাগরণ মঞ্চ নামের এই সংগঠন(? ভুঁইফোড়!) খোদ প্রেসক্লাবে দাঁড়িয়ে (প্রশাসনের নাকের ডগায়!) DENGUE রোগের প্রতিষেধক! বিলি করছে! আর বলছে ডাক্তাররা যেন DENGUE নিয়ে ব্যাবসা(!) না করে!

এক পরিবারের জন্য এক শিশিই যথেষ্ট এমন ক্যানভাস চলছে এখানে। আজকের ঘটনাই এটা!

এই যে এরা মানুষকে বিভ্রান্ত করছে একেবারে ঢাকার হার্টে দাঁড়িয়ে,, এটা দেখার কি কেউ নাই এদেশে!

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়