Ameen Qudir

Published:
2019-08-05 19:22:48 BdST

মশার লার্ভা ও কেরোসিন


 


ডা. সাঈদ এনাম

__________________________


আজ থেকে ২৫ /৩০ বছর আগে মশার লার্ভা, মাছি এসব ধ্বংস করতে সচেতন গ্রামের মানুষ বাড়ির পাশে নালা, নর্দমায় মাঝেমধ্যে সামান্য কেরোসিন ছেড়ে দিতেন। কেরোসিন কিভাবে লার্ভা ধ্বংস করে? এর একটা বৈজ্ঞানিক ব্যাখ্যা আছে।

কেরোসিন ঘনত্ব কম এবং পানির চেয়ে হালকা। কেরোসিন পানিতে ছাড়লে তা পানির উপর পাতলা একটা আবরণ তৈরি করে ভেসে থাকে।

ছোট মশার লার্ভার বসত বেশ ইন্টারেস্টিং। সে তার মাথা নীচে এবং লেজ'টা উপরে দিয়ে অনেকটা চ্যাংদোলা হয়ে পানিতে মনের আনন্দে ভাসতে থাকে থাকে। লেজের মধ্যে থাকে ছিদ্র এবং এর মধ্যে দিয়ে সে পানির উপরিভাগের বাতাস থেকে অক্সিজেন নিয়ে শ্বাসপ্রশ্বাস চালায়।

এখন নালা, নর্দমার সামান্য কেরোসিন ছিটালে কি হয়? কেরোসিন হালকা হওয়ায় তা পানির উপর আলাদা পাতলা একটা স্তর তৈরি করে ভাসতে থাকে, ফলে লার্ভা কেরোসিন স্তর ভেদ করে তার লেজ দিয়ে আর শ্বাসপ্রশ্বাস কাজ চালাতে পারেনা। ফলে তারা শ্বাস বন্ধ হয়ে মারা যায়।

এ হলো আমাদের আগের দিনের মানুষদের সহজ পন্থায় মশক নিধন প্রক্রিয়া। তবে সেটা খুব একটা স্বাস্থ্য সম্মত নয়।

ডা. সাঈদ এনাম
সাইকিয়াট্রিস্ট

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়