Ameen Qudir

Published:
2019-08-01 06:05:10 BdST

ডেঙ্গুর বিরুদ্ধে যুদ্ধে সিপাহীসালার নেই, নেই কোন নির্দিষ্ট পরিকল্পনাকারী


ডা সুরেশ তুলসান
___________________________

ডেংগু নিয়ে মাতামাতি।
এই মাতামাতির স্রোতে কেউ একজন বলেছেন ডেংগু নাকি মহামারি আকার ধারণ করেনি, এটা নাকি ছেলেধরা -র মতই একটা গুজব।
তিনি আবার আইছেন মানুষকে ডেঙ্গুর ডেফিনেশন শিখাইতে।

আবার এরই পাশাপাশি চলা ডেংগু এবং এর বাহক এডিস মশার বিরুদ্ধে প্রাণপণ লড়াইয়ের দৃশ্যটাও কিন্তু চোখে পড়ার মতোই।
কিন্তু কি আর করা ঢাল-তলোয়ার বিহীন এই যুদ্ধে দক্ষ প্রশিক্ষিত লড়াকু সৈনিকের অভাবও চোখে পড়ার মত।
যুদ্ধে নির্দিষ্ট কোন সিপাহী সালাহ নেই, নেই কোন নির্দিষ্ট পরিকল্পনাকারী।
রসদের যোগান বা লজিষ্টিক সাপ্লাই সেতো ছেড়া কাঁথায় বসে লাখ টাকার স্বপ্ন।
যতটুকু রসদ বা গোলাবারুদ আছে তাও নাকি অকার্যকর ( মশা মারার ঔষধ )।
মরার উপর খাড়ার ঘাঁ এর মত আরও একটা সমস্যা বিদ্যমান, সেটা হলো এই যুদ্ধে আহত নিহত যোদ্ধাদের ( ডেংগু আক্রান্ত ডাক্তার এবং স্বাস্থ্য কর্মী ) এবং সিভিলিয়ানদের ( ডেংগু আক্রান্ত সাধারণ নাগরিক ) চিকিৎসা দেয়ার মত পর্যাপ্ত সুযোগ বা সামর্থ কোনটাই আমাদের নেই। তাইতো ডেংগু রোগী নিয়ে এক হাসপাতাল থেকে আরেক হাসপাতালে দৌড়াদৌড়ি।
আজ একজনকে বলতে শুনলাম আসন্ন ঈদে ঢাকা থেকে সারাদেশে ঘরে ফেরা মানুষের মাধ্যমে ডেংগু যেন দেশব্যাপী না ছড়িয়ে পরে সেই জন্য তিনি মানুষজনকে এই ঈদে ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে না যাওয়ার পরামর্শ দিচ্ছেন।।
আবার আরেকজন পরামর্শ দিচ্ছেন এই ঈদে যারা যারা ঢাকা ছেড়ে গ্রামের বাড়িতে যাবেন তাদের সকলকে ডেংগু জন্য NS 1 পরীক্ষা করতে হবে। এই উদ্ভব ধারনার প্রস্তাব কারীকে আমার প্রশ্ন আপনার কি আদৌ কোন ধারণা আছে এই ঈদে কত অল্প সময়ের মধ্যে কি বিশাল সংখ্যক জনসংখ্যা ঢাকা ছেড়ে বাইরে যাবে।
উনি NS 1 টেস্ট করার কথা বলেছেন। জনপ্রতি যদি ৫০০ টাকা লাগে এই বিশাল জনগোষ্ঠীর এই পরীক্ষা করতে মোট কত টাকা খরচ হবে ??
টাকার কথা না হয় বাদই দিলাম এই বিশাল জনগোষ্ঠীর এই একটা মাত্র পরীক্ষা করার মত এতো বিপুল সংখ্যক দক্ষ জনবল কি আমাদের আছে ? এই একটা পরীক্ষা ছাড়াও আরও কিছু পরীক্ষা কিন্তু করা লাগবে অনেকের।
কার পরীক্ষা আগে কার পরীক্ষা পরে, কিভাবে শৃংখলা বজায় রাখা সম্ভব ?
নাহয় ধরলাম আমরা হুজুগে বাংলাদেশিরা এটাও পারি,
কিন্তু এত্তো বিপুলসংখ্যক টেস্ট কিট আমরা কোথায় পাবো ?
টাকা দিলে বাঘের চোখ হয়তো মিলতে পারে কিন্তু এই টেস্ট কিট তাও আবার এতো বিশাল সংখ্যায় এবং এতো অল্প সময়ের মধ্যে ?
এককথায় বলা যায় অসম্ভব তো দুরের কথা একেবারেই বেসম্ভব।
সামান্য মশা মারার ঔষধ যোগাড় করার সামর্থ্য নাই আমরা করতে যাচ্ছি
NS 1 টেস্ট এত বড় একটা জনগোষ্ঠীর ?
সেলুকাস -
অদ্ভুত ঊটের পিঠে চলছে স্বদেশ।

তাই বলছি এখনও সময় আছে বেশি কথা বলা বন্ধ করুন।
যার যার অবস্থান থেকে ডেংগু প্রতিরোধে যতটুকু সম্ভব সাধ্যমত চেষ্টা করুন।
একে অন্যকে সহযোগিতা করুন।
অযথা সরকারের সমালোচনা না করে সরকারের পাশে দাঁড়ান।
কাউকে দোষারোপ না করে একটা কথা ভাবুন ডেংগু কিন্তু আমাদের দেশের রোগ না।
বাইরে থেকে এসেছে। আমাদের কিন্তু ডেংগুর কারণে বড় বিপর্যয় সামলানোর অভিজ্ঞতা নেই।
তাই ডেংগু নিয়ে মাতামাতি না করে সিরিয়াস হই।
_____________________________

ডা সুরেশ তুলসান।
কুষ্টিয়া মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়