Ameen Qudir

Published:
2016-12-27 06:06:31 BdST

আজব দেশের গজব চিকিৎসা


ডা. তরফদার জুয়েল

________________________

এদেশে কেউ অসুস্থ হলে প্রথমে যাবে ওষুধের দোকানদারের কাছে, এন্টিবায়োটিক কিনে খাবে, নিজের চিকিৎসা নিজেই করবে। সব এন্টিবায়োটিক রেজিস্ট্যান্ট করে যখন আর হল না তখন ডাক্তার দেখাবে।

ডাক্তার দেখানো মানে প্রফেসর ছাড়া দেখানো যাবে না। সর্দি কাশি হলেও প্রফেসর, ক্যান্সার হলেওপ্রফেসর।

একেকজনের চেম্বারে ১০০ রোগি - সবাইকে না দেখলে চেম্বার ভাংচুর, একজনকে বেশি সময় দেখলে পরের জনের বাড়িতে চুলায় ভাত পুড়ে যায় অবস্থা, কখন বাড়ি যাবে? দেখা যায় কম অসুস্থ ব্যক্তি চেম্বারের বাইরে পিওনকে ২০০ টাকা ঘুষ দিয়ে সিরিয়াল নিয়ে রাখছে আর খুব বেশি অসুস্থ রোগি সিরিয়াল না পেয়ে চিকিৎসার অভাবে মারা যাচ্ছে। ১০০ জনকে দেখতে গিয়ে খুব খারাপ রোগিকে আর ভালভাবে দেখা হচ্ছে না। পরে ওই রোগি সংবাদ হয়ে যাচ্ছে।

আর সরকারি হাসপাতালের অবস্থা আর কি বলব- এই নাই, সেই নাই, দেখারও কেউ নাই। ( ৫০ বেডের থানা স্বাস্থ্য কমপ্লেক্সে ইসিজি মেশিন নাই, হার্ট এটাক বোঝার জন্য ২০-৩০ কিমি দূরে শহরে যাও। মাঝে রোগি মারা গেলে, মারা যাওয়ার আগে যে ডাক্তার চিকিৎসা দিয়েছে, তার কারনে রোগি মরছে, মার শালারে। সরকারি হাসপাতালে একেকজন ডাক্তার এক একটা নিধিরাম সর্দার।

_________________________________

 

লেখক ডা. তরফদার জুয়েল । সুলেখক ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়