Ameen Qudir

Published:
2019-03-11 21:19:17 BdST

কক্সবাজারে আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে প্রায় আড়াই হাজার এইডস রোগী


রোহিঙ্গা জনগোষ্ঠির ঢল। বাড়ছে রোগব্যাধিও। ফাইল ছবি। এ ছবি রোহিঙ্গা জনগোষ্ঠির। ছবির কোন চরিত্রের সঙ্গে ব্যাধি সম্পর্ক যুক্ত নয়।


সংবাদদাতা
___________________

কক্সবাজার জেলায় আশ্রিত রোহিঙ্গাদের মধ্যে প্রায় আড়াই হাজার এখন এইডস রোগে ভুগছে। অনেকে মারাও যাচ্ছে। এ তথ্য বিশ্ব স্বাস্থ্য সংস্থার। চিকিৎসকরা এজন্যে মিয়ানমারের শোচনীয় চিকিৎসা ব্যবস্থার ধারাবাহিকতা এবং রোহিঙ্গাদের অনিয়ন্ত্রিত জীবনকে কারণ হিসেবে চিহ্ণিত করেছেন।
দক্ষিণ-পূর্ব এশিয়ার দেশ মিয়ানমারে এইডস রোগীর সংখ্যা আড়াই লাখের ওপরে। এইডস ঝুঁকিতে থাকা দেশগুলোর তালিকার ওপরের দিকে আছে দেশটি। বিশ্ব স্বাস্থ্য সংস্থার হিসাব অনুযায়ী সে দেশের প্রতি ১ হাজার লোকের মধ্যে ৮ জনের এইচআইভি পজেটিভ। ফলে বিশাল রোহিঙ্গা গোষ্ঠীর উপস্থিতির কারণে বর্তমানে এইডস ঝুঁকিতে রয়েছে উখিয়া-টেকনাফের মানুষ।

মিয়ানমারের রাখাইন রাজ্যে সেনাবাহিনীর নির্যাতন ও হত্যাযজ্ঞের ভয়ে বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গাদের নিয়ে চিন্তিত হয়ে পড়েছে খোদ স্বাস্থ্য মন্ত্রণালয়। যদিও এখনই খোলাখুলি কথা বলতে রাজি হননি মন্ত্রণালয়ের কোনো কর্মকর্তা।

বিশ্ব স্বাস্থ্যসংস্থা বলছে, মিয়ানমারে ডিসপোজেবল সিরিঞ্জের ব্যবহার বলতে গেলে একেবারেই নেই। একই সিরিঞ্জ বা সুই বারবার ব্যবহার করায় সেদেশে এইডসের মতো সংক্রামক রোগের প্রাদুর্ভাব অত্যন্ত বেশি। এ ছাড়া দেশটিতে এই ভয়াবহ রোগ সম্পর্কে সচেতনতারও অভাব রয়েছে। সাধারণ মানুষের মধ্যে এই রোগ সম্পর্কে ধারণাই নেই। বিশেষ করে গ্রাম ও অনগ্রসর অঞ্চলের মানুষ এইডস কী জানেই না। বাংলাদেশে পালিয়ে আসা রোহিঙ্গারাও বলেছে, তারা এইচআইভি বিষয়ে কিছু জানত না। মিয়ানমারে থাকতে তারা চিকিৎসাসেবাও পেত না।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়