Ameen Qudir

Published:
2019-03-06 13:14:35 BdST

দুই শিফট স্কুল ব্যবস্থার পরিবর্তে অল্টারনেট ডে নির্ভর স্কুল চালু করুন



ডা সুরেশ তুলসান
____________________________


Alternate Day School - যুগোপযোগী নতুন ধারণা,

এই দুই শিফট স্কুল ব্যবস্থা শুরু হয়েছিল বিংশ শতাব্দীর গোড়ার দিকে আমেরিকায়।

সেই সময়ে আমেরিকার অর্থনীতির ব্যাপক ধ্বসের কারনে এই দুই শিফট স্কুল চালু ব্যাবস্থা করতে হয়েছিলো।

উদ্দেশ্য ছিলো, প্রথমত ব্যয় সংকোচন এবং দ্বিতীয়ত ছাত্রছাত্রীরা যেন এক বেলা স্কুল করে অন্য বেলায় রোজগারের জন্য কোন কাজ করতে পারে।আর বর্তমানে আমাদের দেশে তো শিশু শ্রম আইনত নিষিদ্ধ ।

এই দুই শিফট স্কুল ব্যাবস্থার পিছনেও ছিলো আমেরিকার বর্ণবাদী আচরণ। শিকাগো শহরের কালো মানুষ অধ্যুষিত এলাকায় দুই শিফট চালু করা হলেও সাদা বর্ণের মানুষের এলাকাতে কিন্ত স্কুল গুলো এক শিফটই ছিলো।

এতো গেলো স্কুলের দুই শিফট এর কথা।

ভাবছি কোন দিন এমন না শুনতে হয় যে সরকারি ও এমপিও ভুক্ত স্কুল বা ভালো ভালো সুনাম আছে এমন স্কুল গুলোতে দুই শিফট এর বদলে কোচিং সেন্টারের অনুরূপ "Alternate day "স্কুল চালু হয়েছে।

এখন যেমন একই ভবনে দুইটি স্কুল চলে। একটি মর্নিং শিফটে অপরটি ডে শিফটে।

সেক্ষেত্রে একই ভবনে দুইটি স্কুল সপ্তাহে শনি, সোম, বুধ আর অন্য দুইটি স্কুল সপ্তাহে রবি, মংগল, বৃহস্পতিবার ক্লাস চলবে।

তাহলে একই অবকাঠামোগত সুবিধা ব্যাবহার করে আমরা বর্তমানের দুই স্কুল সুবিধার স্থলে চারটি স্কুলের সুবিধা ভোগ করতে পারবো।

নাহয় তাতে স্কুলে পড়াশোনার মান আর একটু কমবে।

ছাত্রছাত্রীরা এখন অনেক ক্ষেত্রেই স্কুলে ভর্তি হয় নামী স্কুলের সুনামের জন্য আর এস এস সি বা এইচ এস সি পরীক্ষায় বোর্ডের নিবন্ধনের জন্য।

পড়াশোনাতো প্রাইভেট টিউটর আর কোচিংই ভরসা। সেক্ষেত্রে কোচিং সেন্টার গুলোর ব্যাবসা না হয় আরেকটু ভালো হবে।

এই দুই শিফট স্কুল ব্যাবস্থার দুষ্ট ভুত বিশ্বের আর কোথাও প্রচলিত আছে কিনা বা কোন কোন দেশে বা কিভাবে চলে আমি জানিনা এবং জানার চেষ্টাও করি নাই।

তবে আর কেহ আমার সাথে একমত হবেন কিনা জানিনা আমার বিশ্বাস এই দুই শিফট স্কুল ব্যাবস্থা কিন্তু আমাদের সমাজ এবং জীবন বিধানের সাথে মোটেও সামঞ্জস্যপূর্ণ নয়।

এই দুই শিফট স্কুল ব্যাবস্থার সুবিধা অসুবিধা নিয়ে অনেক তর্ক বির্তক সমালোচনা আছে। তবে সব তর্কের উর্ধে অনেকটা "সব সালিশ মানি তবে তালগাছটা আমার স্টাইলে হলেও বলতে চাই -- ক্ষতিটা বাচ্চাদের অর্থাৎ আমাদের পরবর্তী প্রজন্মেরই হবে "।

আমি মনে করি আমাদের শিক্ষার মান যেসকল কারণে প্রশ্নবিদ্ধ তার অন্যতম নিয়ামক এই দুই শিফট স্কুল ব্যবস্থা।

তাই, এখনও সময় আছে, আমাদের উচিৎ মানসম্মত স্কুলের সংখ্যা বৃদ্ধি করা অথবা বিদ্যমান স্কুল গুলোর অব্যবহৃত জমিতে নুতন ভবন না বহুতল ভবন নির্মাণ করা এবং পর্যাপ্ত সংখ্যক ভালো শিক্ষক তৈরি করা বা নিয়োগ দেয়ার পাশাপাশি স্কুল গুলোতে শিক্ষার সকল প্রয়োজনীয় সরবরাহ নিশ্চিত করা।

তাহলেই আমরা স্কুলের দুই শিফটের এই দুষ্ট চক্রের হাত থেকে নিস্তার পেতে পারি।

আর যদি আমারা তা না করি তাহলে কোন একসময় ক্রমাগত বর্ধিষ্ণু চাহিদার কাছে হার মেনে আমাদের দুই শিফট স্কুল ব্যবস্থার পরিবর্তে অল্টারনেট ডে দুই শিফট স্কুল ব্যাবস্থায় যেতে হবে। সেদিন কিন্তু খুব বেশি দূরে নেই।

তাই আরেকবার বলি কত টাকাই বা খরচ হবে। আমাদের লক্ষ লক্ষ কোটি টাকার জাতীয় বাজেটের কাছে এই খরচ তেমন কিছুই না।

বিষয়টা আরেকটিবার ভাবুন। বাঁচান শিক্ষাব্যবস্থাকে।

____________________

ডা সুরেশ তুলসান।
কুষ্টিয়া মেডিকেল কলেজ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়