Ameen Qudir

Published:
2019-03-05 08:25:34 BdST

বাংলাদেশে এক বছরে ১ লাখ ৮ হাজার ১১৩ জন ক্যান্সার রোগীর মৃত্যু



ডেস্ক
___________________

২০১৮ সালে বাংলাদেশে ক্যানসারে আক্রান্ত হয়েছেন ১ লাখ ৫০ হাজার ৭৮১ জন। তাদের মধ্যে ১ লাখ ৮ হাজার ১১৩ জন মৃত্যুবরণ করেছেন বলে জানিয়েছেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী জাহিদ মালেক স্বপন।

এরকম শোচনীয় স্বাস্থ্য পরিস্থিতিতে ক্যানসার চিকিৎসার হাল কি ! বাংলাদেশে ক্যানসার বিশেষজ্ঞের পদই আছে মাত্র ৮৫। উচ্চশিক্ষিত সুদক্ষ বিশেষজ্ঞর সংখ্যা আহামরি না হলেও বিদ্যমান কয়েক বিশেষজ্ঞকেও কাজে লাগানো হচ্ছে না। তাই পরিস্থিতি খারাপই হচ্ছে।
তামাক নিয়ন্ত্রণে নেই কার্যকর পদক্ষেপ। তামাক সেবন বাড়ছেই। সিগারেট বা ধুমপান নিরোধে আইনী ব্যবস্থা হাস্যকর। তাই মৃত্যুর কাফেলাই বাড়ছে।
সংসদে স্বয়ং মন্ত্রী
বিশ্বস্বাস্থ্য সংস্থার ইন্টারন্যাশনাল এজেন্সি ফর রিসার্স অন ক্যানসারের (আইএআরপি) তথ্য তুলে ধরে বলেন, তামাক, দূষণ, অনিরাপদ খাদ্যাভাসের কারণে ক্যানসার রোগীর সংখ্যা রাড়লেও গ্লোবাল অ্যাডাল্ট টোব্যাকো সার্ভে (জিএটিএস) ২০০৯ এবং জিএটিএস ২০১৭ এর তুলনামূলক তথ্যচিত্রে দেখা যায়, তামাক ব্যবহার কমানোর কারণে ক্যানসার রোগী ক্রমে কমছে। (জিএটিএস) ২০০৯ এ তামাক ব্যবহারকারীর সংখ্যা ছিল ৪৩.৩ শতাংশ যা জিএটিএস ২০১৭ এ ৩৫.৩ শতাংশে নেমে এসেছে।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়