Ameen Qudir

Published:
2019-01-10 00:34:47 BdST

এমন যদি হতো : তবে আমাদের কতশত কর্মঘন্টা যে প্রতিদিন বেঁচে যেতো !


 

ডা. আতিকুজ্জামান ফিলিপ
__________________________

নবগঠিত মন্ত্রীপরিষদ সাভার জাতীয় স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদন করেছেন আজ।
প্রথানুযায়ী প্রতিবারই মন্ত্রীপরিষদের সদস্যরা এটা করে থাকেন, এতে নতুনত্বের কিছু নেই।

কিন্তু এর মাঝেও ব্যাতিক্রম যেটা আছে সেটা হলো এবার মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সকলে মিলে এক গাড়ীতে করে সাভার গিয়েছিলেন। নিঃসন্দেহে এটা ভালো একটা উদ্যোগ।

৪৬জন মন্ত্রী (প্রধানমন্ত্রী ছাড়া মন্ত্রী প্রতিমন্ত্রী উপমন্ত্রী সকলে মিলে) যদি আলাদা আলাদা করে ৪৬টা গাড়িতে করে সাভার যেতো এবং প্রত্যেকে যদি তাদের আলাদা আলাদা নিরাপত্তা প্রটোকল ব্যাবহার করতো তাহলে ন্যূনতম শ'দুয়েক গাড়ির বিশাল বহর লাগতো!

চোখবন্ধ করে আজকের দিনের ঢাকা শহরের ট্রাফিকজ্যামটা কেমন হতে পারতো কল্পনা করুন!

যদি এমন ধারা মন্ত্রীরা সবসময় অব্যাহত রাখতেন!
আহ্! কি সুন্দর হতো!
রাস্তায় কতো গাড়ি কমে যেতো!
ট্রাফিকজ্যাম কত্তো কমে যেতো!

যদি মন্ত্রনালয়ের পরিবহনপুলের অত্যাধুনিক এবং বিলাশবহুল একটি বা দু'টি গাড়িতে করে সকল মন্ত্রীকে বাসা থেকে তুলে নিয়ে মন্ত্রনালয়ে/সচিবালয়ে পৌঁছে দেওয়া হতো।
আহ্! কি সুন্দর হতো!
রাস্তায় কতো গাড়ি কমে যেতো!
ট্রাফিকজ্যাম কত্তো কমে যেতো!
(মন্ত্রনালয়ের বাইরের কাজে স্ব স্ব গাড়ি ব্যাবহার করতে আপত্তি নেই!)

সচিবরাও(সচিব, যুগ্ম সচিব, অতিরিক্ত সচিব, উপসচিব, সহকারী সচিব সবাই) যদি একই নিয়মে সচিবালয়ে যাওয়া আসা করতেন!
আহ্! কি সুন্দর হতো!
রাস্তায় কতো গাড়ি কমে যেতো!
ট্রাফিকজ্যাম কত্তো কমে যেতো!

যদি নামিদামি স্কুলপড়ুয়া মধ্যবিত্ত কিংবা ধনী বাবামা'র সন্তানেরা প্রত্যেকেই আলাদা আলাদা নিজস্ব গাড়ি ব্যাবহার না করে সবাই এক কাতারে স্কুলের পরিবহনপুলের একটামাত্র গাড়ি ব্যাবহার করতো!
আহ্! কি সুন্দর হতো!
রাস্তায় কতো গাড়ি কমে যেতো!
ট্রাফিকজ্যাম কত্তো কমে যেতো!

যদি বড় বড় সরকারী অফিস আদালত ব্যাঙ্ক ও হাসপাতালের কর্মকর্তারা প্রত্যেকেই আলাদা আলাদা নিজস্ব গাড়ি ব্যাবহার না করে সবাই এক কাতারে স্ব স্ব অফিসের পরিবহনপুলের একটা করে গাড়ি ব্যাবহার করতেন!
আহ্! কি সুন্দর হতো!
রাস্তায় কতো গাড়ি কমে যেতো!
ট্রাফিকজ্যাম কত্তো কমে যেতো!

যদি বড় বড় বেসরকারি কর্পোরেট অফিসের হোমড়াচোমড়া কর্মকর্তারা একই কাজ করতেন!
আহ্! কি সুন্দর হতো!
রাস্তায় কতো গাড়ি কমে যেতো!
ট্রাফিকজ্যাম কত্তো কমে যেতো!

আমাদের যাদের গাড়ি আছে তারা যদি রাস্তাটাকে বাপের সম্পত্তি মনে করে যত্রতত্র রাস্তার মাঝখানে যখনতখন এবড়োথেবড়ো করে হুটহাট গাড়ি পার্ক না করতাম!
আহ্! কি সুন্দর হতো!
ট্রাফিকজ্যাম কত্তো কমে যেতো!

আমাদের কতশত কর্মঘন্টা যে প্রতিদিন বেঁচে যেতো!
পরিবারকে দেওয়ার জন্য আমরা আরো কতো যে বেশী সময় পেতাম!
নিজের জন্যও আমরা কতো যে বেশী সময় বরাদ্দ পেতাম!

বায়ুদূষণ, শব্দদূষণ ও পরিবেশদূষণও কতো যে কমে যেতো!
কতো যে নির্মল বাতাসে বুকভরে প্রাণখুলে শ্বাস নিতে পারতাম!
__________

পুনশ্চঃ
আমার নিজের কোন গাড়ি নেই, তাই হয়তো এভাবে ভাবতে পারলাম!
নিজের গাড়ি থাকলে হয়তো এভাবে ভাবতে পারতাম না!
#যে_যায়_লঙ্কায়_সেই_হয়_রাবণ।
___________________________

ডা. আতিকুজ্জামান ফিলিপ।
সহ-তথ্য ও গবেষণা সম্পাদক ,স্বাধীনতা চিকিৎসক পরিষদ
যুগ্ম-সাধারণ সম্পাদক, চিকিৎসক পরিষদ, বিএসএমএমইউ।
Doctor ,t Bangabandhu Sheikh Mujib Medical University
Former Secretary General বাংলাদেশ ছাত্রলীগ দিনাজপুর মেডিকেল কলেজ শাখা ,দিনাজপুর।
Studied MBBS. at Dinajpur Medical College, Dinajpur

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়