Ameen Qudir

Published:
2018-12-04 23:34:30 BdST

কিছু কিছু আত্মহত্যা স্রেফ হত্যাকান্ড: সমাজ, প্রতিষ্ঠান এ হত্যাকান্ডের নায়ক



অধ্যাপক ডা. তাজুল ইসলাম
______________________________

অরিত্রী ফাঁস দিয়ে আত্মহত্যা করেছে। সে দেশ সেরা(?)স্কুল, ভিকারুননিসা নূন স্কুল এর নবম শ্রেনির ছাত্রী ছিল।
এই বয়সের অনেক কিশোর কিশোরীকে আত্মহত্যা করতে দেখা যায়,যেগুলোর বেশির ভাগ ঘটে অপমান ও হেরে যাওয়ার নিদারুন কষ্ট থেকে।

পরীক্ষার হলে মোবাইল নিয়ে ঢোকা অন্যায় কাজ হয়েছে বুঝলাম। কিন্তু এর শাস্তি কতটুকু হতে পারতো?
এর সংশোধনের কি কোন সুযোগ ছিল না?

বারবার ক্ষমা চাওয়ার পরও অভিভাবকদের ঢেকে
ঐ সন্তানের সামনে তাদের অপমান করলে, কোমল মতি কন্যার মনে কি নিদারুন অভিঘাত হতে পারে এটুকু বোঝার কমনসেন্স যে শিক্ষকদের নেই, তারা কি মানুষ গড়ার কারিগর না মানুষ হন্তারক?

তদুপরি যদি তাকে তাৎক্ষণিক টিসি দিয়ে স্কুল থেকে বিতাড়িত করে দেওয়ার নিষ্ঠুর ঘোষণা দেওয়া হয়, কতজন শিশু সে "ফাসির হুকুম " (?) শোনার পর নিজকে নিয়ন্ত্রনে রাখতে পারবে?

একদিকে স্কুল থেকে তাড়ানোর নির্মম শাস্তির বোঝা, অন্যদিকে নিজের অপকর্মের জন্য সবচেয়ে সম্মানের, গর্বের মা-বাবাকে প্রকাশ্যে অপমান হতে দেখার গ্লানি সহ্য করার ক্ষমতা কতজনের থাকে?

যে স্কুল ও শিক্ষকদের তাদের ছাত্র ছাত্রীদের তেমন মানসিক স্থৈর্য, কাঠিন্য ও সবলতা তৈরির কথা তাদের তো উল্টো এদের মনোবল, স্বপ্ন ভেঙ্গে দেওয়ার কাজে বেশি নিয়োজিত থাকতে দেখি।

তথাকথিত ভাল স্কুলে পড়ার তাগিদ, ভাল ফল করার নিরন্তর চেষ্টা, এভাবে আর কতজন অরিত্রীর জীবনকে পিষ্ট করবে, মনকে ভেঙে চুরমার করে দেবে?

পরীক্ষা পদ্ধতির নির্মমতা , প্রাতিষ্ঠানিক শৃঙ্খলার
শিকল,সমাজের অন্ধ প্রতিযোগীতার বলি হতে হবে আর কতজন অরিত্রিকে?
_______________________________

 

অধ্যাপক ডা. তাজুল ইসলাম। সুলেখক।
Professor of Psychiatry , National Institute of Mental Health,Dhaka at National Institute of Mental Health, Sher-E-Bangla Nagar, Dhaka

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়