Ameen Qudir

Published:
2018-11-21 22:20:08 BdST

আমার শিক্ষক নুরু হুজুরের মহাপ্রয়াণ




দীপংকর গৌতম
___________________________


স্কুলে কাছে বসিয়ে সুর করে পড়াতে, অ-তে,ওই অজগর আসছে তেড়ে,আ-তেআমটি আমি খাবো পেড়ে,আমি মুগ্ধ হয়ে শুনতাম হুজুরের পড়ানো। ছাত্রদের আর স্কুল ছাড়া জীবনে আর কিছু বুঝতেন না তিনি।অবসরে যাওয়ার পরেও বিভিন্ন স্কুল ঘুরে ক্লাস নিতেন তিনি।সবার শ্রদ্ধেয় ছিলেন । শিক্ষক যে ছাত্রের পিতা বা শিক্ষকই শুধু নয় ,বন্ধুও এটা নুরু হুজুরকে দিয়ে শিখেছিলাম। গ্রামে সাধারণত মাদ্রাসায় পড়লে বা জুব্বা-টুপি পড়ে নিয়মিত নামাজ পড়লে তাকে হুজুর বলে। আমাদের প্রাগ্রসর চিন্তার অসাম্প্রদায়িক সংস্কৃতিমোদী শিক্ষক নূর মোহাম্মদ স্যার নুরু হুজুর নামেই খ্যাত ছিলেন্। ছাত্র জীবনে আমি খুব স্কুল পালাতাম। পরে স্কুলে গেলে অন্যান্য সব শিক্ষকের বেত খেলেও নুরু হুজুর গানও কবিতা বলতে পারার জন্য আমাকে খুব স্নেহ করতেন। আমাকে কোলে তুলে তার টেবিলে দাঁড় করিয়ে দিয়ে গান গাইতে বলতেন আমি গাইতাম। একবার কয়েকদিন স্কুল পালিয়ে ক্লাসে আসলে হুজুর আমাকে দাঁড় করিয়ে দিলেন গান গাইতে। আমি গান গাচ্ছিলাম এ সময়আমার শ্রদ্ধেয় শিক্ষক ও পরমাত্মীয় গনেশ কাকা এসে এ দৃশ্য দেখে বললেন,ও নুরু,তুমি গান শুনো,শীঘ্র বেত আনো।এই হলো আমার নুরু হুজুর। স্কুলটা মাতিয়ে রাখতেন তিনি। ছাদের নিয়ে পরিচ্ছন্ন অভিযান চালাতেন তিনি। দলবেঁধে আমরা রাস্তারআগাছা কেটে সাফ করতাম। একবার স্কুলের সামনের খাল সাফ করালেন আমাদের দিয়ে। দেবীদেশ সাহার বাড়িতে ক্লাস শুরু হলে সে বাড়ি পরিস্কার করালেন হুজুর। শিক্ষক বলে নিজে দাড়িয়েঁ থাকতেন না। বাড়ি বাড়ি ঘুরে ছাত্রদেরআপডেট জানাতেন অভিভাবকদের। নুরু হুজুর নেই, ভাবতেই পারছিনা। হুজুর যেখানেই থাকবেন ভালো থাকবে।অজাতশত্রু এই মানুষটির জীবন ও কর্মের প্রতি শ্রদ্ধা জানাই।

_____________________________

লেখক দীপংকর গৌতম বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক। প্রখ্যাত লোকসংস্কৃতিবিশারদ।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়