Ameen Qudir

Published:
2018-11-15 17:54:55 BdST

বানানের ছড়া : প্রচুর মানুষ ভুল করেন লিখতে। এটি সাহায্য করবে


 


ভূমিকা : ডা. সিদ্ধার্থ মুখোপাধ্যায়
_______________________

এই কবিতাটি আমার এক বন্ধুর কাছ থেকে পাওয়া। এটি কার রচনা আমি জানি না। তবে আমার মনে হয় যে 'র' আর 'ড়' নিয়ে এত সুন্দর কবিতা আমি আগে পড়িনি। যাঁরা বাংলা বানান নিয়ে চর্চা করেন, যাঁরা বাংলা ভাষা চর্চা করেন এবং যাঁরা বাংলায় লেখালিখি করেন তাদের কাছে খুব দরকারী! ছড়াটি সোমনাথ পালের সৌজন্যে পাওয়া। তাকে অজস্র ধন্যবাদ।
★★★
নদীর ধারেতে চর, মাঝে দেখি চড়া,
মরা-লোক খাটে শুয়ে হয়ে যায় মড়া ।
র, ড়-এর কড়াকড়ি এত ক'রে করা,
'ধড়া' না পরে' লোকে বানানে পড়ে ধরা।
আমরা আমড়া খাই, কেউ খায় চড়,
সড় করে সর খায় পরিমল ভড় ।
পড়া শেষ হলে পরে নেমে পড়ো মাঠে,
কোমরে মোচড় দিলে খিল ধরে গাঁটে ।
চড়চড় ক'রে চরে ফাটে সব ফুটি,
ত্বরিতে তড়িৎ-চোর চ'ড়ে বসে খুঁটি ।
আতুর আঁতুড়ঘরে খুব তোড়ে কাঁদে,
নীড়ে পাখি নীরে ভিজে' উড়ে বসে ছাদে ।
আমচারা চড়া রোদে মাথাচাড়া দেয়,
বাঁচার কি চাড় তার একটুও নেই !
দরদামে দড় হও, দাঁড়িয়ে থেকো না—
হারকে না মেনে নিয়ে খাটো হাড়ভাঙা ।
তারিয়ে তারিয়ে খাও হোয়ো না তাড়িত,
তাড়ি খেলে জগতটা মুখেই মারিত ।
ছোঁড়াগুলো ছোরা ছোঁড়ে, কারও নেই ছাড়,
বারবাড়ি বসে বুড়ো দ্যায় খুব ঝাড় ।
দ্বারপাশে দাঁড়ে বসে ছোটো-পারা টিয়া,
গাল পাড়ে, সইতে না পারে ভাড়াটিয়া ।
ঝড়ে ঝ'রে উড়ে যায় ঝরঝরে চাল
খর বায়ু খড় বনে বাঁধায় ক্যাচাল !
কড়ার করার ছিলো করিনার কাছে,
নদী-পারে গিয়ে সে যে পাড়ে বসে আছে।
নারীদের নাড়ি বোঝা বড়ই কঠিন
জোর ক'রে জোড় বেঁধে কেন হও হীন ?
মড়মড় গাছ ভাঙে, মর্মরে পাতা
জ্বরজ্বর হলে জড় করো যত কাঁথা ।
দড় হলে গাছে ওঠো তরতর ক'রে
তড়বড় করলেই যেতে পারো পড়ে ।
হাড় ভেঙে হার হবে ওপাড়ার সাথে
বড়ই আঘাত সে তো আমাদের আঁতে ।
আষাঢ়-আসারে দেখি জমেছে আসর
আড় আর মৌরলা মচাইছে শোর ।
খাড়া গাছ— খাড়া পেড়ে বেলা হলো সারা
তাড়া বেঁধে তাড়াতাড়ি ফিরে এলো তারা ।
ধরা প'ড়ে চড় খায় ভীনদেশী চর
ধড়া প'রে শেষ কাজ— নেই নড়চড় !
এইমতো দিয়ে যায় বিবরণী ধারা,
এরপরে ভুলে গেলে বাস হবে কারা ।
র, ড় এর ছড়াছড়ি, জিলিপি সমান
কড়া ক'রে কর কহে শুনে পুণ্যবান ।।
★★★

সৌজন্যেঃ Somenath Pal.

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়