Ameen Qudir
Published:2018-05-06 23:41:04 BdST
নোবেল পুরস্কারের ইতিকথা এবং যৌন হয়রানির এক কিচ্ছা
সুইডিশ একাডেমীর সচিব সারা এ বিষয়ে মিডিয়ার সঙ্গে কথা বলছেন । ছবি সংগ্রহ।
মেজর ডা. খোশরোজ সামাদ
__________________________________
নোবেল। স্যার আলফ্রেড ব্রেনহার্ড নোবেল।একাধারে বৈজ্ঞানিক ,রসায়নবিদ, প্রকৌশলী,ডিনামাইটের আবিস্কারক।প্রায় দেড়শ বছর আগে সুইডেনের অনেক গুরুত্ববহ এলাকা ছিল পাহাড়িয়া ।ছিল না চলাচলের উপযোগী সড়ক ।ছিল না পাথর উত্তোলন ও নির্মাণ সামগ্রী নির্মাণের লাগসই প্রযুক্তি ।এগিয়ে এলেন নোবেল সাহেব।ডিনামাইট দিয়ে গুঁড়িয়ে দেয়া হল অপ্রয়োজনীয় পাহাড়িয়া প্রতিবন্ধক ।খুব অল্প খরচে সড়ক নির্মাণ সম্ভব হল ।সেই সময় যুদ্ধের ডামাডোল বাজছে।নিত্য নতুন সড়ক ও জনপদের দরকার হচ্ছে।ডিনামাইটের ব্যবসাও তুঙ্গে । বিশাল বিত্ত বৈভবের মালিক হলেন নোবেল সাহেব ।তিনি বিয়ে থা করেন নি ।মৃত্যুর আগে উইল করে গেলেন । ব্যংকে সঞ্চিত অর্থের সুদ দিয়ে পুরস্কারের ব্যবস্থা করা হল। এখন প্রতিবছর পদার্থ বিজ্ঞান ,রসায়ন, চিকিৎসা বিজ্ঞান ,সাহিত্য ,বিশ্ব শান্তি ও অর্থনীতি এই কয়টি শাখায় নোবেল পুরস্কার দেয়া হয় ।
২। কাজের স্বীকৃতি কে না চায় ? পৃথিবীর এক উপেক্ষিত জনপদ বাংলার কবি রবীন্দ্রনাথ । নোবেল বিজয়ের গৌরবে সমৃদ্ধ হয়ে বিশ্বকবির অভিধায় সিক্ত হলেন। সেই ১৯০১ সাল হতে নোবেল পুরস্কার দেয়া শুরু হয়। দ্বিতীয় বিশ্বযুদ্ধের ডামাডোলে ১৯৪০-৪২ সালে পুরস্কার দেয়া সম্ভব না হলেও অদ্যবধি নোবেল পুরস্কার নিয়মিতই দেয়া হয়ে আসছিল ।
৩।কোন পুরস্কারই বিতর্কের বাহিরে নয় ।নোবেল পুরস্কারের বেলায়ও তাই হয়েছে।বিশ্বে ইহুদি জনগোষ্ঠীর হার সামান্য হলেও পুরষ্কার বিজয়ীর তালিকায় এদের লিস্টি অনেক বড় ।নোবেল বিজয়ীরা মূলত ইয়রোপিয় বা আমেরিকান ।এই উপমহাদেশের ভেঙ্কট রমন ,চন্দ্র শেখর,প্রফেসর সালাম, অমর্ত্য সেন, প্রফেসর ইউনুসের ঝুলিতে নোবেল পুরষ্কারের সন্মাননা উঠেছে। রোহিঙ্গা ইস্যুতে অং সাং সু কির নোবেল পুরস্কার বাতিলের দাবী এখনও নোবেল কমিটি আমলে নেয় নি ।
৪।নোবেল পুরষ্কারের কপালে কলঙ্ক তিলক এঁকে দেয়া হল যৌন হয়রানির কালিমা ।সারা বিশ্বে যৌন হয়রানির বিরুদ্ধে 'হ্যাশ ট্যাগ মি টু 'র যে বিপ্লব চলছে তাতে নোবেল কমিটিও টালমাটাল হল।নোবেল কমিটির এক মহিলা সদস্যার স্বামী বিরুদ্ধে ধর্ষণ ,যৌন নিপীড়ন, হয়রানির এন্তার অভিযোগ এনেছেন অন্তত ১৮ জন সম্ভ্রান্ত মহিলা।এই কীর্তিমান পুরুষটির নাম জ্য ক্লদ । এ ছাড়া নানাবিধ অনৈতিকতার অভিযোগের স্রোতে সুইডিশ একাডেমির আরও প্যাঁচ সদস্যকে পদত্যাগ করতে হল ।নোবেল কমিটিকে আরেকবার থমকে দাঁড়িয়ে বন্ধ ঘোষণা করতে হল এ বছর নোবেল বিজয়ীদের নাম।
৫। সুইডিশ একাডেমি তার গ্লানি কেটে উঠে দাঁড়াক ।রত্নগর্ভা বাংলা মা প্রসব করুক মেধাদীপ্ত ভূমিপুত্রদের, যারা ছিনিয়ে নিবে আগামী দিনের নোবেল পুরস্কার।সেই স্বপ্ন পূরণের আনন্দে উদ্ভাসিত প্রভাতের অপেক্ষায় রইলাম।।
________________________________

আর্মড ফোরসেস ফুড এন্ড ড্রাগ ল্যাবরেটরির উপ অধিনায়কের দায়িত্ব ভার গ্রহণ করেছেন।
এর আগে ছিলেন আর্মড ফোরসেস মেডিকেল কলেজএ ।
ওয়েস্টার্ন সাহারায় শান্তিরক্ষী হিসেবে সফলভাবে এক বছরের কাজ শেষে আর্মড ফোরসেস মেডিকেল কলেজে সহকারী অধ্যাপক, ফার্মাকোলজি বিভাগে যোগ দিয়েছিলেন।
আপনার মতামত দিন: