Ameen Qudir

Published:
2018-04-13 18:48:20 BdST

বাংলা মাস ও দিনের উৎপত্তির কথা



দীপঙ্কর গৌতম

-----------------------------------------------------
চান্দ্রমাসের চড়ক ঘোরানোর রহস্যটা নাক্ষত্রিক আবর্তনের মধ্যে। তাই
বাংলা মাসের নামগুলোর উৎপত্তির কথা আরেকবার জানি-------------

বৈশাখ - বিশাখা নক্ষত্রের নাম থেকে
জ্যৈষ্ঠ - জ্যেষ্ঠা ,আষাঢ় - উত্তর ও পূর্ব আষাঢ়া , শ্রাবণ - শ্রবণা
ভাদ্র -উত্তর ও পূর্ব ভাদ্রপদ
আশ্বিন - অশ্বিনী
কার্তিক - কৃত্তিকা
অগ্রহায়ণ - মৃগশিরা
পৌষ - পুষ্যা
মাঘ - মঘা
ফাল্গুন - উত্তর ও পূর্ব ফাল্গুনী
চৈত্র - চিত্রা নক্ষত্রের নাম থেকে এসেছে।
একইভাবে তারকারাজি বা তারকামণ্ডলীর নাম থেকে এসেছে আমাদের সাতদিনের নাম। সেটাও আরেকবার মনে করিয়ে দেই।
-------------------------------------------------------------------------------

রবিবার - সূর্যের নাম থেকে
সোমবার - চন্দ্রের
মঙ্গলবার - মঙ্গলের
বুধবার - বুধের
বৃহস্পতিবার - বৃহস্পতির
শুক্রবার - শুক্রের
শনিবার - শনির নাম থেকে নেয়া।
__________________________

 

দীপঙ্কর গৌতম। বাংলাদেশের জ্যেষ্ঠ সাংবাদিক। লেখক; কবি। চিন্তক। বাদক ও গায়ক।

আপনার মতামত দিন:


কলাম এর জনপ্রিয়